ভারত নয় এবার আসন্ন এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিলো পাকিস্তান !! 1

এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ ঘিরে ক্রিকেট মহলে রীতিমতো বিতর্কের আবহ সৃষ্টি হয়েছে। সম্প্রতিক সময়ে কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। এই ঘটনায় পাকিস্তানের সরাসরি যোগ থাকার কারণে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলে এইরকম অবস্থায় এই বছর এশিয়া কাপ অনুষ্ঠিত করা সম্ভব হবে না বলেই এক সময় মনে করছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে সমস্ত জটিলতা কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর মধ্যেই এবার এশিয়া কাপ থেকে পাকিস্তান নাম প্রত্যাহার করে নিল।

Read More: দল ঘোষণা হতেই স্পষ্ট BCCI-এর পরিকল্পনা, টি-২০ দলে ‘ক্ষণিকের অতিথি’ অধিনায়ক সূর্যকুমার !!

নাম প্রত্যাহার করলো পাকিস্তান-

ভারত নয় এবার আসন্ন এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিলো পাকিস্তান !! 2
Pakistan Hockey Team | Images: Getty Images

সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (WCL 2025) পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ বয়কট করে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটাররা বার্তা দিয়েছিলেন। এর ফলে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে ভবিষ্যতে আর ভারত ও পাকিস্তানকে লড়াই করতে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়। এর মধ্যেই এবার আসন্ন এশিয়া কাপ হকি (Hockey Asia Cup) থেকে পাকিস্তান নাম প্রত্যাহার করে নিলো। আগামী বছর নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে হকি বিশ্বকাপে অনুষ্ঠিত হবে।

এই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব হলো আসন্ন এশিয়া কাপ হকি। তবে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে পাকিস্তান যোগ দেবে না বলে আগে থেকেই মনে করা হচ্ছিল। তবুও ভারত সরকার পাক হকি খেলোয়াড়দের ভিসার ব্যবস্থা করে। কিন্তু তারপরেও নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে তার এবার সরে দাঁড়ালো তারা। এই টুর্নামেন্টের জন্য ওমান‌ও একই কারণ দেখিয়ে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে।

ভারত-পাক মহারণের প্রস্তুতি-

ভারত নয় এবার আসন্ন এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিলো পাকিস্তান !! 3
IND vs PAK | Images: Getty Images

এশিয়া কাপ হকি থেকে পাকিস্তান নাম তুলে নিলেও এশিয়া কাপ ক্রিকেটে এই দুই চির প্রতিদ্বন্দ্বীকে মাঠে নামতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। নিরপেক্ষ ভেন্যু হিসাবে বেছে নেওয়া হয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামকে। ১৪ সেপ্টেম্বর সালমান আলী আগাদের (Salman Ali Agha) বিরুদ্ধে মাঠে নামবে ব্লু ব্রিগেডরা। এই বছরে এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতের হয়ে নেতৃত্ব দিতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক কুড়ি ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর তাকে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছিল।

অন্যদিকে সহ অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) আবর‌ও ফিরিয়ে আনা হয়েছে। সাম্প্রতিক সময় আইপিএলে (IPL 2025) গুজরাট টাইটান্সের (GT) হয়ে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। এরপর ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হিসেবে ২৫ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যানকে বেছে নেওয়া হয়। ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে। বেন স্টোকসদের (Ben Stokes) বিরুদ্ধে ব্যাট হাতে গড়েন একের পর এক রেকর্ড। এর ফলে ব্লু ব্রিগেডরা সিরিজটি ২-২ ম্যাচে ড্র করতে সক্ষম হয়।

Read Also: “গম্ভীর গেলে বুঝবেন..”, বিতর্কের মধ্যে প্রধান কোচের পাশে ইরফান পাঠান, করলেন গুরুত্বপূর্ণ মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *