বিগত ১০ মাস ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) আয়োজন নিয়ে চলছিল জল্পনা , ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) আগেই জানিয়ে দিয়েছিলেন ভারতীয় দল কোনোমতেই পাকিস্তানে যাবে না। যেকারণেই এবছর দুই দেশে আয়োজিত হবে এশিয়া কাপ। ৩০ আগস্ট পাকস্তান ও নেপাল প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে। ২ সেপ্টেম্বর ভারতীয় দল পাকিস্তানের মুখোমুখি হবে। এরপর ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে ওডিআই বিশ্বকাপ (WC 2023)। আর ভারতে আশা নিয়ে বেশ বিরোধ করেছিল পাকিস্তান। এমনকি তারা বিসিসিআইকে ধমক ও দিয়েছিল তারা পাকিস্তান না গেলে পাকিস্তান দল ভারতে আসবে না। তবে, সব কিছু অতিক্রম করে ভারতের মাটিতে খেলতে আসবে পাকিস্তান দল।
Read More: WC 2023: বিশ্বকাপের আগে হুঙ্কার দিলেন রোহিত শর্মা, হার্দিককে সরিয়ে এন্ট্রি নিচ্ছেন টি-20 দলে !!
অষ্টম বারের জন্য মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

অক্টোবর ৬ তারিখ নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম মুখোমুখি হতে চলেছে পাকিস্তান দল। আর ১৫ তারিখ ভারত বনাম পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। তবে, সূত্রের খবর অনুযায়ী ১৪ তারিখে মুখোমুখি হবে দুই দল। এই নিয়ে অষ্টম বারের জন্য বিশ্বকাপে (WC 2023) মুখোমুখি হতে চলেছে দুই দল। তবে, ভারতীয় দল ৭ বার পাকিস্তানকে পরাস্ত করেছে। তবে এবার নতুন দল, নতুন ছন্দ নিয়ে প্রস্তুত পাকস্তানী দল। সম্প্রতি দুই দল এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছে যেখানে ৩ ম্যাচ খেলে টিম ইন্ডিয়া ২-১ ব্যাবধানে এগিয়ে রয়েছে। তবে, এবার বিশ্বকাপের জন্য ১৩ জনের স্কোয়াডের নাম প্রকাশ হলো।
বিশ্বকাপে পাকিস্তানের স্কোয়াড

ইতিমধ্যে পাকিস্তানের একটি সূত্র অনুযায়ী বিশ্বকাপ ২০২৩ (WC 2023) এর জন্য ১৩ জনের চূড়ান্ত নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। দলের হয়ে অধিনায়কত্ব করবেন বাবর আজম (Babar Azam)। তিনি দলের টপ অর্ডারে ব্যাটিং করবেন। দলের ওপেনার হিসাবে দেখা যাবে ইমাম উল হক (Imam Ul Haq) ও ফখর জামানকে (Fakhar Zaman)। পাশাপাশি, মিডিল অর্ডারে ব্যাটিং করবেন মোহাম্মদ রিজওয়ান (Mohammad Rizwan), ইফতিখার আহমেদ (Iftikhar Ahamed)। দলের অলরাউন্ডার হিসাবে দেখা যাবে মোহাম্মদ নওয়াজ (Mohammed Nawaz), শাদাব খান (Shadab Khan), আগা সালমান (Agha Salman) ও উসামা মীর (Usama Mir), পাশাপাশি এনারা দলের স্পিন বিভাগ ও সামলাবেন। দলের পেস আক্রমন সামলাবেন হারিস রউফ (Harris Rauf), নাসিম শাহ (Nasheem Shah), শাহীন আফ্রিদি (Shaheen Afridi) ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (Mohammed Wasim Jr)।
ভারতে বিশ্বকাপের জন্য পাকিস্তান দল:
বাবর আজম (C), ফখর জামান, ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রউফ, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, উসামা মীর, মোহাম্মদ নওয়াজ এবং আগা সালমান। ইফতিখার আহমেদ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।