শেষ হল পাকিস্তানের নাকে-কান্না, রিজ‌ওয়ান-রাউফ'কে বাদ দিয়ে বিশ্বকাপের দল করল পিসিবি !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) চ্যাম্পিয়ন হওয়া প্রতিটি দলের‌ই স্বপ্ন হয়ে থাকে। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট শুরু হতে আর কয়েকটা দিন হাতে রয়েছে। আসন্ন এই মহারণ আয়োজন করতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কা। অনেক আগেই বিসিসিআই (BCCI) সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) সামনে রেখে বিশ্বকাপের দল প্রকাশ করে রীতিমতো চমক দিয়েছে। এর মধ্যেই বাংলাদেশ বাদ পড়ার বিষয়ে ক্রিকেট মহলের রীতিমতো চর্চা শুরু হয়েছে। এই দেশের পাশে পাকিস্তান দাঁড়িয়ে চাপ সৃষ্টি করেছিল‌। অনেকেই মনে করছিল তারাও আসন্ন টুর্নামেন্ট বয়কট করতে পারে। তবে এর মধ্যেই পিসিবি (PCB) বিশ্বকাপের জন্য দল প্রকাশ করল।

Read More: টি-20 বিশ্বকাপের আগে চিন্তার, গুরুতর চোট পেয়ে ছিটকে যাওয়ার পথে তারকা খেলোয়াড় !!

বিশ্বকাপে পাকিস্তান-

শেষ হল পাকিস্তানের নাকে-কান্না, রিজ‌ওয়ান-রাউফ'কে বাদ দিয়ে বিশ্বকাপের দল করল পিসিবি !! 2
Pakistan Cricket Team | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী মরসুমেই ২০০৭ সালে ফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। কিন্তু তারা ভারতের কাছে ৫ রানে হারের সম্মুখীন হয়। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে পাক বাহিনী একবার চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৯ সালে ট্রফি জয় করে এই দল। তবে সাম্প্রতিক সময় তাদের পারফর্মেন্স রীতিমতো সমালোচনার মুখে পড়েছে। শেষ ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কম শক্তিশালী দলের বিপক্ষে হারের সম্মুখীন হয়। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাবর আজমরা (Babar Azam)।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সালমান আলী আঘারা (Salman Ali Agha) গ্রুপ এ’তে ভারত, নেদারল্যান্ড, নামিবিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থান করছে। ভারতের সঙ্গে তাদের হাইভোল্টেজ ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে।

বাদ রিজ‌ওয়ান-রাউফ-

পাকিস্তান
Pakistan Cricket Team | Image: Getty Images

গত বছর এশিয়া কাপ (Asia Cup 2025) টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে সালমান আলি আঘার নেতৃত্বে পাক বাহিনী ফাইনালে জায়গা করে না। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অধিনায়কের দায়িত্ব সামলাবেন সালমান আলি। এই দলে জায়গা পেয়েছেন তারকা ব্যাটসম্যান বাবর আজম (Babar Azam)। তবে সম্প্রতি তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে একেবারেই ছন্দে নেই। বিগ ব্যাশ লিগে (Big Bash league 2026) ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছেন।

অন্যদিকে এই দলে জায়গা পাননি মহম্মদ রিজ‌ওয়ান (Mohammad Rizwan) এবং হারিস রাউফের (Haris Rauf) মতো তারকা। রাউফের বদলে দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi) এবং নাশিম শাহ (Naseem Shah)। এছাড়াও স্কোয়াডে রয়েছেন ফাহিম আশরাফ (Faheem Ashraf), শাদাব খান (Shadab Khan) এবং মহম্মদ ন‌ওয়াজের (Mohammad Nawaz) মতো বেশ কয়েকজন দুরন্ত অলরাউন্ডার।

প্রকাশিত পাকিস্তান স্কোয়াড-

বাবর আজম, ফখর জামান, খাজা মহম্মদ নফে, সালমান আলি আঘা (অধিনায়ক), ফাহিম আশরাফ, শাদাব খান, সাইম আয়ুব, মহম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), উসমান খান (উইকেটকিপার), আবরার আহমেদ, নাশিম শাহ, উসমান তারিক, সালমান মিরাজ, শাহিন শাহ আফ্রিদি

Read Also: পলাশকে পিটিয়ে ছাতু করেন হরমনপ্রীতরা, স্মৃতি মান্ধানার বিয়ে ভাঙ্গা নিয়ে এল চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *