পাকিস্তান ক্রিকেট দল সাম্প্রতিক সময় তাদের দুর্বল পারফর্মেন্সের জন্য সমালোচিত হচ্ছে। এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতের বিপক্ষে তারা লজ্জাজনক হারের সম্মুখীন হয়। এই ম্যাচ থেকে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) ম্যাচে কোনোরকম সৌজন্য দেখাননি। টসের সময় এবং ম্যাচ শেষে ক্রিকেটারদের একে অপরের সঙ্গে হাত মেলাতে পর্যন্ত দেখা যায়নি। এই রকম পরিস্থিতির মধ্যে ম্যাচ আম্পায়ারকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার জন্য আইসিসির (ICC) কাছে আবেদন করেছিল পিসিবি (PCB)। এবার তারা এশিয়া কাপ বয়কটের জন্য আরও একধাপ এগিয়ে গেলো।
Read More: দাবি না মানায় বয়কটের ঘোষণা PCB’এর, এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করলো পাকিস্তান !!
অপমানিত পিসিবি-

গত রবিবার এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে ভারত এবং পাকিস্তান (IND vs PAK) একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারতীয় দল দুরন্ত ফর্মে ছিল। বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে পাক বাহিনীদের পিছনে ফেলে দেন তারা। এর সঙ্গেই সালমান আলী আগাদের (Salman Ali Agha) সঙ্গে কোনোরকম সৌজন্য বিনিময় করেনি ব্লু ব্রিগেডরা। টসের সময় এবং ম্যাচ শেষে একে অপরের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি। এমনকি সূর্যকুমারকে ড্রেসিং রুমে ঢুকে দরজা বন্ধ করে দিতে পর্যন্ত দেখা যায়।
এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) অপমানিত বোধ করেছে। কর্মকর্তারা অভিযোগ তুলেছেন যে ম্যাচ আম্পায়ার নিজেই হ্যান্ডসেক করতে বারণ করেছিলেন। পিসিবির (PCB) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) এই বিষয়ে বলেন, “বোর্ড আইসিসির (ICC) কাছে অভিযোগ করেছে যে ম্যাচ আম্পায়ার কোড অফ কন্ডাক্ট ও ‘স্পিরিট অফ ক্রিকেট’এর আইন লঙ্ঘন করেছেন। তাকে অবিলম্বে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।”
বাতিল সাংবাদিক সম্মেলন-

এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছিল আম্পায়ার অ্যান্ডি পাইক্রফ্টৈরকে এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে বরখাস্ত না করা হলে পাকিস্তান গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের (PAK vs UAE) বিপক্ষে মাঠে নামবে না। আগামীকাল এই গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে স্বাভাবিকভাবে পাকিস্তানের সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেট এই সংবাদ সম্মেলন বাতিল করেছে।
ফলে মনে করা হচ্ছে অপমানের জবাব দেওয়ার জন্য বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে না পাক বাহিনী। এই ম্যাচ অনুষ্ঠিত না হলে ইউএই চার পয়েন্ট সংগ্রহ করে সরাসরি সুপার ফোরে পোঁছে যাবে। অন্যদিকে ভারতীয় দল ইতিমধ্যেই এশিয়া কাপের গ্রুপ ‘এ’ থেকে সুপার ফোরে প্রথম দল হিসাবে নিজেদের জায়গা করে নিয়েছে। দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) থেকে অভিষেক শর্মা (Abhishek Sharma)। অন্যদিকে বল হাতেও চমক দিচ্ছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।