পালাবদল পাকিস্তান ক্রিকেটে, নির্বাচকমণ্ডলী থেকে ছাঁটাই দুই হেভিওয়েট প্রাক্তনী !! 1

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (Pakistan Cricket Board) শেষ কবে স্থিতাবস্থা দেখা গিয়েছে তা হয়ত মনে করতে পারবেন না অতি বড় পাক সমর্থক’ও। ২০২২-এর ডিসেম্বরে রামিজ রাজা (Ramiz Raja) সরে যাওয়ার পর থেকে নিরন্তর রদবদল চলে আসছে পিসিবি’র অন্দরে। রামিজের পর চেয়ারম্যান হয়েছিলেন নাজম শেঠি (Najam Sethi)। এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজন করার পিছনে বড় ভূমিকা নেন তিনি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই আচমকা সরে দাঁড়ান। তাঁর বদলে দায়িত্ব সামলেছিলেন জাকা আশরাফ (Zaka Ashraf)। কিন্তু বেশী দিন টিকতে পারেন নি তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ইস্তফাপত্র দিয়ে দেন তিনি। তাঁর বদলে নতুন চেয়ারম্যান হিসেবে পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket) পরিচালনার ভার পান মহসীন নকভি (Mohsin Naqvi)। আপাতত পদে রয়েছেন তিনিই।

কেবল চেয়ারম্যানের কুরসী নয়, বদল হয়ে অন্যান্য পদেও। ২০২৩-এর ওডিআই বিশ্বকাপের ব্যর্থতার পর কোচ বদলের হিড়িক পড়েছিলো পাকিস্তানে (Pakistan)। মিকি আর্থার সরে দাঁড়ান, সরিয়ে দেওয়া হয় বোলিং পরামর্শদাতা মর্ণি মর্কেল’কে। তাঁদের বদলে পাক বোর্ড ডায়রেক্টর অফ ক্রিকেট পদে নিয়োগ করেছিলো প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ’কে (Mohammad Hafeez)। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেও দায়িত্ব সামলান তিনি। বেশী দিন স্থায়ী হন নি তিনি। নির্বাচক কমিটিতেও হয় ব্যাপক রদবদল। ইনজামাম উল হক (Inzamam ul Haq) সরে দাঁড়ান। তাঁর জায়গায় মুখ্য নির্বাচক পদে অভিষিক্ত হন প্রাক্তন ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ (Wahab Riaz)। নতুন করে গড়া হয় নির্বাচক কমিটিও। গত কয়েক মাস তাঁরা দায়িত্ব সামলালেও টি-২০ বিশ্বকাপের পর  আবারও পরিবর্তনের পথে হাঁটলো পিসিবি।

Read More:RCB নয় এই দলের মেন্টর হচ্ছেন রাহুল দ্রাবিড়, ২৫ কোটি স্যালারি দিতেও রাজি ফ্র্যাঞ্চাইজি !!

সরিয়ে দেওয়া হলো রাজ্জাক, রিয়াজ’কে-

Abdul Razzaq and Wahab Riaz with Mohammad Yousuf | pakistan | Image: Twitter
Abdul Razzaq and Wahab Riaz with Mohammad Yousuf | Image: Twitter

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লজ্জার হারের মুখ দেখেছিলো তারা। এরপর ভারতের বিরুদ্ধেও সুবিধাজনক অবস্থায় পৌঁছে গিয়েও জুটেছে পরাজয়। জোড়া ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয় নি তাদের পক্ষে। সুপার এইট পর্বের যোগ্যতাটুকুও অর্জন করে উঠতে পারেন নি বাবর আজম (Babar Azam), শাহীন আফ্রিদি, মহম্মদ রিজওয়ানরা। এই ভরাডুবির দায় পাকিস্তান ক্রিকেট বোর্ড চাপাচ্ছে নির্বাচকদের উপরেই। নির্বাচকমণ্ডলীর দুই পরিচিত মুখ আব্দুল রাজ্জাক (Abdul Razzaq) ও ওয়াহাব রিয়াজের (Wahab Riaz) উপর তাই নেমে এলো শাস্তির খাঁড়া। সাত সদস্যসমৃদ্ধ নির্বাচক কমিটি থেকে নাম কাটা পড়লো তাদের। পূর্বে মুখ্য নির্বাচক ছিলেন ওয়াহাব, তবে পরে তাঁর ক্ষমতা কমিয়ে তাঁকে সাধারণ সদস্য করা হয়েছিলো। এবার সেই পদ’ও হারালেন তিনি।

প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক (Abdul Razzaq) পাকিস্তানের (Pakistan) পুরুষ ও মহিলা উভয় দলের নির্বাচক হিসেবে কাজ করছিলেন। তাঁর পারফর্ম্যান্সেও খুশি নয় মহসীন নকভি’র নেতৃত্বাধীন বোর্ড। ২০২০ থেকে এই নিয়ে সাতজন হাইপ্রোফাইল নির্বাচক-ওয়াহাব রিয়াজ, মহম্মদ ওয়াসিম, শাহী আফ্রিদি, আব্দুল রাজ্জাক, হারুন রশিদ, ইনজামাম উল হক, মিসবাহ-উল-হক’কে (Misbah ul Haq) বিভিন্ন সময় নির্বাচকের পদ থেকে ছাঁটাই করলো পাক ক্রিকেট সংস্থা। দীর্ঘ সময় কেউই পান নি দল গঠনের জন্য। আইসিসি’র তরফে এই বিবৃতিতে আজ সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, “পাকিস্তানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে বোর্ডের গঠনতন্ত্রতেও দ্রুত বদল আনা হবে।” রিয়াজ ও রাজ্জাক, দুজনেই এই মুহূর্তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্ট খেলতে রয়েছেন ইংল্যান্ডে। চাকরি হারিয়ে এখনও মুখ খোলেন নি কেউই।

Also Read: CT 2025: প্রকাশ পেল চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি, পাকিস্তানের এই স্টেডিয়াম গুলিতে খেলবে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *