pakistan-annouce-england-tour-squad

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়ার মত হেভিওয়েট স্কোয়াড ঘোষণা করলেও সময় নিয়েছে পাকিস্তান। তাদের সাম্প্রতিক পারফর্ম্যান্স বেশ খারাপ। গত বছর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করাই সম্ভব হয় নি। ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে টি-২০ সিরিজে হেরেছে ৪-১ ফলে। নিজেদের ঘরের মাঠেও কিউইদের হারাতে পারে নি তারা। দ্বিতীয় সারির ক্রিকেটারদের পাঠিয়েছিলো নিউজিল্যান্ড বোর্ড। তাও সিরিজ ড্র হয়েছে ২-২ ফলে।

ধুঁকতে থাকা পাকিস্তান আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) কি ফলাফল করবে তা নিয়ে চিন্তায় সেই দেশের ক্রিকেট বোর্ড। বিশেষজ্ঞদের ধারণা সেই কারণেই অন্যান্য হেভিওয়েটদের মত এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতেই স্কোয়াড ঘোষণা করতে পারে নি তারা। সামনে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে বিদেশ সফর রয়েছে বাবর আজম’দের (Babar Azam)। সেই সিরিজগুলিতেই টি-২০ বিশ্বকাপের মত মেগা টুর্নামেন্টের যাবতীয় পামুটেশন-কম্বিনেশন ছকে নিতে হবে নতুন কোচ গ্যারি কার্স্টেন, জেসন গিলেসপিদের। কুড়ি-বিশের বিশ্বকাপে কারা পাকিস্তানের জার্সি গায়ে চাপাবেন এই আগ্রহ যখন তুঙ্গে তখন ইংল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানের নারী ক্রিকেটারদের স্কোয়াড ঘোষণা করলো পিসিবি (PCB)।

Read More: T20 World Cup 2024 Semi Finalist: দল ঘোষণার আগেই বিশ্বকাপ থেকে বাদ পড়ল পাকিস্তান, শেষ চারে কোয়ালিফাই করা দেশে নেই ভারত !!

১৭ সদস্যের দল ঘোষণা করলো পিসিবি-

Pakistan Women | পাকিস্তান | Image: Getty Images
Pakistan Women | Image: Getty Images

ইংল্যান্ডের মাটিতে তিনটি টি-২০ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তানের নারী দল। আজ সেই জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে। দিনকয়েক আগেই ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন পাক নারী দলের কিংবদন্তি বিসমাহ মারুফ (Bismah Maroof)। ইংল্যান্ড সফরে তাঁকে পাচ্ছে না দল। অধিনায়কত্ব করতে দেখা যাবে নিদা ডার’কে (Nida Dar)। ব্যাটিং বিভাগে রয়েছেন আয়েশা জাফর, গুল ফিরোজা, শাদাফ শামাস, সিদ্রা আমিন। রয়েছেন দুই উইকেটরক্ষক-ব্যাটার মুনিবা আলি (Muneeba Ali) ও নাজিয়াহ আলভি। অধিনায়ক নিদা ডারের সাথে আরও দুই অলরাউন্ডার ফতিমা সানা (Fatima Sana) ও আলিয়া রিয়াজেরও জায়গা হয়েছে ইংল্যান্ডগামী দলে।

পেস বিভাগে ডায়ানা বেগ (Diana Baig), ওয়াহিদা আখতার, নাতালিয়া পারভেজরা রয়েছেন পাক নারী স্কোয়াডে। এছাড়া স্পিন বিভাগে জোর দিয়েছে পাকিস্তান শিবির। নাশরা সান্ধু (Nashra Sundhu), উম্ম-এ-হানি (Umm-e-Hani), রামিন শামিম, সাদিয়া ইকরাল, টুবা হাসানদের (Tuba Hassan)মত একঝাঁক স্পিনার রয়েছে তাদের দলে। পুরুষ দল ২০২১-এর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২২-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে গেলেও পাকিস্তানের নারী দলের পারফর্ম্যান্স আন্তর্জাতিক আঙিনায় সাম্প্রতিক সময়ে বিশেষ ভালো নয়। তারকাখচিত ইংল্যান্ড দলের বিরুদ্ধে বিদেশসফরে ভালো পারফর্ম করে আত্মবিশ্বাস সংগ্রহ করতে চাইবে নিদা ডারের দল।

দেখে নিন সম্পূর্ণ স্কোয়াড-

Also Read: পাঞ্জাবের বিরুদ্ধে হারতেই প্লে অফ থেকে ছিটকে গেল CSK, এই খেলোয়াড় গুলো দিলেন ধোকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *