PAK vs ENG: বল চকচকে রাখতে শেষকালে ভরসা কিনা জ্যাক লিচের টাক? জো রুটের কাণ্ড দেখে হাসি থামাতে পারছে না ক্রিকেট দুনিয়া !! দেখুন ভিডিও ! 1

PAK vs ENG: তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছে ইংল্যান্ড দল। ১৭ বছর পর ওয়াঘার পশ্চিম পাড়ে সাদা জার্সি পরে খেলছে ইংল্যান্ড। এই সিরিজ ঘিরে তাই আগ্রহ রয়েছে বিশাল। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ’টি খেলা হচ্ছে রাওয়ালপিন্ডি’তে। বাকি দুটি হওয়ার কথা যথাক্রমে মুলতান এবং করাচি’তে। প্রথম টেস্টে শুরুর দিন থেকেই বিতর্ক রয়েছে রাওয়ালপিন্ডির পিচ নিয়ে। প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে বড় রানের লক্ষ্যে পাকিস্তান’ও। পিচে কোনো প্রাণ না থাকায় হাড্ডহাড্ডি হওয়ার বদলে বেশ নির্বিষ হয়ে পড়েছে ম্যাচ। তবে এই প্রায় উত্তেজনাহীন টেস্টেও খানিক মজার মুহূর্ত পাওয়া গেলো হঠাৎ’ই। ইংল্যান্ড দলের সেরা ব্যাটসম্যান জো রুট(Joe Root) আর স্পিনার জ্যাক লিচের(Jack Leach) কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়লো সমাজমাধ্যম।

বোলারদের বধ্যভূমি রাওয়ালপিন্ডি, রানের পাহাড়ে দুই দল-

PAK vs ENG test | image: Twitter
The PAK vs ENG test at Rawalpindi is turning out to be an absolute run fest.

বহু প্রতিক্ষীত এই টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে ভেবেছিলেন অনেকেই। তবে বাস্তবে রানের বন্যা ছাড়া কিছুই আপাতত দেখা গেলো না। প্রথমে ব্যাট করে শুরু থেকেই বড় রানের লক্ষ্যে এগোচ্ছিলেন দুই ইংরেজ ওপেনার বেন ডাকেট আর জ্যাক ক্রলি। দুজনেই শতরান করলেন। ওপেনিং জুটিতে ২৩৩ রান তোলে ইংল্যান্ড। এর পর অলি পোপ(Ollie Pope) এবং হ্যারি ব্রুক’ও(Harry Brook) শতরান করেন প্রথম ইনিংসে। বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার জো রুট অবশ্য বড় রান পান নি। ব্রুক-স্টোকসদের ব্যাটিং বিক্রমে নাজেহাল অবস্থা হয় নাসিম শাহ, হ্যারিস রউফদের। সাউদ শাকিলের এক ওভারের ৬ বলে ৬ টি চার মারেন হ্যারি ব্রুক। শেষমেশ চার শতরানের পর ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৬৫৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে বড় রানের দিকে এগোচ্ছে পাকিস্তান’ও। তাদের দুই ওপেনার ইমাম-উল-হক এবং আবদুল্লাহ শফিক শতরান করেছেন। শতরান এসেছে অধিনায়ক বাবর আজমের(Babar Azam) থেকেও। ইতিমধ্যেই ৩ উইকেট হারিয়ে ৪০০ রান তুলে নিয়েছে পাকিস্তান। যত সময় যাচ্ছে প্রতিযোগিতা দেখার সম্ভাবনা’ও কমছে আস্তে আস্তে। ঝিমিয়ে পড়া স্টেডিয়াম তাই খানিকের আনন্দ খুঁজে নিলো জো রুট(Joe Root) আর জ্যাক লিচের(Jack Leach) কান্ডকারখানা দেখে।

পালিশ বাঁচাতে টাক’ই ভরসা রুটের, হেসে খুন ক্রিকেটদুনিয়া-

Jack Leach and Joe Root | image: twitter
Joe Root shines the ball on Jack Leach’s bald head.

পিচে এমনিই বোলারদের জন্য কিছু নেই। তার ওপর বলের পালিশ যত নষ্ট হবে তত সুবিধা হবে ব্যাটসম্যানদের। নূন্যতম প্রতিরোধটুকু বাঁচিয়ে রাখতে বলের পালিশ ঠিক রাখা খুবই দরকার এখন ইংল্যান্ডের কাছে। এর আগে ঘাম এবং থুতু দিয়ে বলের পালিশ ঠিক রাখতে দেখা যেত ক্রিকেটারদের। তবে কোভিডের পর বল চকচকে রাখার জন্য থুতু’র ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে ICC। এখন ঘাম’ই ভরসা দলগুলির। শীতের মরসুমে খেলা হওয়ায় যথেষ্ট  ঘাম সম্ভবত হচ্ছে না ক্রিকেটারদের। তাই বল চকচকে রাখতে অভিনব পন্থা নিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট(Joe Root)। ৭২ তম ওভার শেষের পর স্পিনার লিচের(Jack Leach) মাথা থেকে খুলে নিলেন তাঁর টুপিটি। লিচের মাথাজোড়া টাকে বেশ কয়েকবার ভালো করে ঘষে দেন লাল বলখানি। টাকের ঘাম দিয়েই আপাতত কাম চালাতে বাধ্য হলো ইংল্যান্ড ক্রিকেট দল। ঘটনাটি দেখে ধারাভাষ্য দিতে দিতেই হেসে গড়িয়ে পড়েন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন। ভিডিও’টি সমাজমাধ্যমে আসতেই দ্রুত ভাইরাল হয়েছে। দেখে নিন ভিডিও’টি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *