England vs India, fourth Test: Indian team lost the fourth Test, fans responded this reaction

PAK vs ENG: টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ড এবং পাকিস্তান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে সেই রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় জস বাটলারের ইংল্যান্ড। বাইশ গজে আবারও মুখোমুখি হতে চলেছে তারা। তবে এবার টি-২০’র রঙিন জার্সি ছেড়ে ক্রিকেটার’রা পরবেন টেস্ট ম্যাচের সাদা জার্সি। সাদা বলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এবার লড়াই হবে লাল বল হাতে। তিন টেস্টের সিরিজ খেলতে ওয়াঘার পশ্চিম পারে আসবে জেমস আন্ডারসন, জো রুট’রা। রাওয়ালপিন্ডী’তে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে উদ্বোধন হবে এই সিরিজের। ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। লিয়াম লিভিংস্টোনের মত সাদা বল স্পেশ্যালিস্টের জায়গা হয়েছে পাকিস্তানগামী টেস্ট দলে। তবে দলের সাথে পাকিস্তানগামী বিমানে উঠবেন আরও একজন। তাঁকে নিয়েই আগ্রহ চরমে ক্রিকেটদুনিয়ায়। পাকিস্তানসফরে ইংল্যান্ড আসছে নিজস্ব রাঁধুনী নিয়ে। বেন স্টোকসদের রসনাতৃপ্তির জন্য ইংল্যানড থেকে ‘শেফ’ উড়িয়ে আনছেন সেই দেশের ক্রিকেট বোর্ড।

নেতৃত্বের রাশ থাকবে বেন স্টোকসের হাতে-

Ben Stokes | image: twitter
Ben Stokes will lead Team England in the test series against Pakistan.

টি-২০ বিশ্বকাপের আগেও এই বছর পাকিস্তান সফরে এসেছিলো ইংল্যান্ড দল। তবে টেস্ট নয়, টি-২০ ম্যাচ খেলেছিলো তাঁরা। ৭ ম্যাচের হাড্ডাহাড্ডি সিরিজে জস বাটলার, মঈন আলি’রা ৪-৩ ফলে পরাজিত করেছিলো বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের। ঘরের মাঠে টি-২০ ম্যাচে হারের পর বিশ্বকাপ ফাইনালেও পাকিস্তান হেরেছে ইংল্যান্ডের কাছে। টেস্ট সিরিজে তাই বদলা নিতে মুখিয়ে থাকবে তারা। তবে টেস্ট দলের অধিনায়কত্ব বাটলার (Jos Buttler) নয়, বরং করবেন অলরাউন্ডার বেন স্টোকসের (Ben Stokes)। প্রসঙ্গত স্টোকসের দুর্দান্ত অর্ধশতকে ভর করেই পাকিস্তান’কে টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে হারিয়েছিলো ইংল্যান্ড দল। তাই ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক পাকিস্তানে কেমন অভ্যর্থনা পান তা দেখতে আগ্রহী থাকবেন ক্রিকেটভক্তেরা। তিন টেস্টের প্রথমটি হবে রাওয়ালপিন্ডীতে। দ্বিতীয়টি হবে মুলতানে। এবং তৃতীয় টেস্ট হতে চলেছে করাচীর মাঠে। ইএসপিএন ক্রিকইনফো’তে প্রকাশিত খবর অনুযায়ী ইংল্যান্ড দলের সঙ্গে থাকবেন একজন রাঁধুনী। দলের সাথে নিজস্ব ‘শেফ’ নিয়ে কখনো ইংল্যান্ড এর আগে উপমহাদেশ সফর করে নি।

দলের সদস্য হচ্ছেন ওমর মোজেইন-

Team england | image: twitter
England will be travelling to Pakistan with their own ‘chef.’

সূত্রের খবর ‘থ্রি লায়ন্স’ দলের সাথে পাকিস্তানে আসতে চলেছেন ‘শেফ’ ওমর মোজেইন (Omar Mozain)। এর আগেও খেলার দুনিয়ায় কাজ করার বিপুল অভিজ্ঞতা রয়েছে তাঁর। কাজ করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গেও। এছাড়াও ইংল্যান্ডের ফুটবল দলের সাথেও ছিলেন তিনি। ২০১৮ বিশ্বকাপে রাশিয়া গিয়েছিলেন হ্যারি কেন, গ্যারেথ সাউথগেটদের সাথে দলের রাঁধুনী হিসেবে। ইংল্যান্ড বিশ্বকাপ জিততে পারে নি, তবে রাশিয়া’তে রসনাতৃপ্তির অভাব নিশ্চয়ই হয় নি তাদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *