ভারতীয় ক্রিকেট দল এই মুহুর্ত্তে প্রস্তুতি নিচ্ছে ওয়ার্ল্ড টেস্ট সিরিজ ফাইনাল খেলার জন্য , তাদের সামনে এখন সব থেকে বড়ো লক্ষ্য সামনেই শুরু হতে যাওয়া সাউথাম্পটন এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট সিরিজ ফাইনাল জয় করা। তার পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য ভারতীয় দল ইংল্যান্ডে পৌঁছে যাবে , তার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দল ঘোষণাও করে দিয়েছে।
কিন্তু অপরদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শ্রীলংকা সফর ঘোষণা করেছে কিন্তু এই শ্রীলংকান সফরের জন্য যেকোনো অব্দি দল ঘোষণা হয়নি তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এটাও জানানো হয় যে সমস্ত খেলোয়াড় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে তারা বাদ দিয়ে বাকি আন্তর্জাতিক খেলোয়াড়রা শ্রীলংকান সফরের জন্য সুযোগ পেতে পারেন।
ভারতের এই শ্রীলংকান সফরের জন্য কাকে অধিনায়ক নির্বাচিত করা হবে তা যেকোনো ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়নি কিন্তু প্রাক্তন পাকিস্তানী লেগ স্পিনার দীনেশ কানেরিয়া জানান শ্রীলংকান সফরের জন্য অবশ্যই সঞ্জু স্যামসং কে অধিনায়ক হিসাবে বাছা উচিত কারণ সঞ্জু স্যামসং কে ভবিষ্যতের অধিনায়ক হিসাবে যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে দেখা হয় তাহলে তাহলে এখন থেকেই তাকে সমান ভাবে সুযোগ এবং তাকে একজন পরিপক্ত অধিনায়ক হিসাবে তৈরী করা উচিত।
কানেরিয়া আরো বলেন সঞ্জু স্যামসং এর যা প্রতিভা তাতে করে তিনি ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না কারণ তিনি ক্রিজে স্থিতু হবার পরেও তার উইকেটটি ছুড়ে দিয়ে আসছেন যা জাতীয় নির্বাচকদের তার ওপর আস্থা জোগাতে পারছে না। কানেরিয়া আরো বলেন সঞ্জু যখন থেকে আইপিএল দল রাজস্থান রয়্যালস এর হয়ে অধিনায়কত্ব করেছেন তখন থেকে তিনি অনেক বেশি দায়িত্ববান ভূমিকা পালন করেছেন এবং খুব সুষ্ট ভাবে দলকে পরিচালনা করছেন।
প্রাক্তন পাকিস্তানী এই লেগ স্পিনার এটাও বলেন আসন্ন শ্রীলংকান সিরিজের জন্য ভারতীয় বোর্ডের কাছে দুটি বিকল্প আছে যাদের অধিনায়ক হিসাবে নির্বাচিত করা যায় তারা হলেন সঞ্জু স্যামসং এবং শিখর ধাবান। কানেরিয়া বলেন সঞ্জু যেমন ভাবে ব্যাট হাতে রাজস্থান রয়্যালস কে পরিচালনা করছে ঠিক তেমনি উইকেটের পেছনে দাঁড়িয়ে দলকে সঠিক লক্ষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
কিন্তু শিখর ধাবান এর বেপারে তিনি বলেন ধাবান হলো শ্রীলংকান সফরের জন্য ভারতীয় দলের একজন অভিগজ্ঞ খেলোয়াড় তাই তার অধিনায়ক হবার সুযোগ অব্যশই থাকবে কিন্তু ধাবান যেকোনো পর্যন্ত্য তার অধিনায়কের প্রমান কোনোদিন দেখাতে পারেননি। পাকিস্তানী এই স্পিনার আরো জানান ভারতীয় ক্রিকেট বোর্ড ধাবান কে একজন সিনিয়র খেলোয়াড় হিসাবে অব্যশই সুযোগ দিতে পারে কিন্তু কানেরিয়া এর মতে সঞ্জু স্যামসং কে এখন থেকেই অধিনায়ক হিসাবে তৈরী করা উচিত কারণ বিরাট কোহলি যখন তার অধিনায়কত্ব ছাড়বেন তখন যেন সঞ্জু সেই দায়ভার নেবার জন্য প্রস্তুত থাকেন।
সব শেষে এখন এটাই দেখার জুলাই মাস থেকে শুরু হতে যাওয়া শ্রীলংকান সফরের জন্য দল ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ড কবে করে এবং তাতে অধিনায়কের দায়ভার দেওয়া হয়। আমরা একজন ভারতীয় ক্রিকেট প্রেমী হিসাবে এটাই চাইবো যেই অধিনায়কের দায়ভার তার কাঁদে পাক সে যেন তার পূর্ণ সদ্ব্যবহার করতে পারে এবং ভারতীয় দলকে শ্রীলঙ্কা সফর থেকে বিজয়ী করে নিয়ে আসতে পারে।