বিশ্বকাপের আগেই বিষাদের ছায়া পাকিস্তানে, আত্মহত্যার পথ বেছে নিলেন তারকা খেলোয়াড় !! 1

দীর্ঘ লড়াইয়ের পর এশিয়া কাপ আয়োজনের ছাড়পত্র পেয়েছে পাকিস্তান। যুগ্ম আয়োজক হিসেবে দায়িত্ব ভাগ করে নিয়েছে শ্রীলঙ্কার সাথে। চারটি ম্যাচ হবে পাকিস্তানের মাটিতে। বাকি নয়টি হবে শ্রীলঙ্কাতে। এশিয়া কাপের পরেই রয়েছে একদিনের বিশ্বকাপ। আইসিসি আয়োজিত এই মেগা ইভেন্টে অংশ নিতে পাকিস্তান আদৌ ভারতে আসবে কিনা তা নিয়ে দেখা গিয়েছে সংশয়। বিদেশমন্ত্রকের দিকে বল ঠেলে দিয়েছে পিসিবি (PCB)। সরকার থেকে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পেলেই সীমান্ত পেরিয়ে আসবেন বাবর আজমরা। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের (ICC World Cup 2023) খবরে যখন সরগরম আবহাওয়া,তখনই এক মর্মান্তিক ঘটনা শোকের পরিবেশ সৃষ্টি করলো পাকিস্তানের ক্রীড়ামহলে। অল্প বয়সেই আত্মহননের পথ বেছে নিলেন স্নুকার খেলোয়াড় মজিদ আলি।

Read More: WC 2023: “ভারতকে নিয়ে বেশি…” বিশ্বকাপের আগে হুংকার শাদাব খানের, করলেন এই মন্তব্য !!

মাত্র ২৮ বছরেই মারা গেলেন মজিদ-

স্নুকারে পাকিস্তানের অন্যতম সেরা প্রতিভা হিসেবে গণ্য করা হত মজিদ আলিকে (Majid Ali)। কিন্তু জীবনের পথ চলা থামলো মাত্র ২৮ বছর বয়সে। গত বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত সমুন্দ্রিতে মজিদের নিথর দেহ উদ্ধার হয়। ফয়সলাবাদের প্বার্শস্থিত সমুন্দ্রিতেই জন্ম ও বেড়ে ওঠা মজিদের। স্নুকারে অনূর্দ্ধ-২১ এশীয় চ্যাম্পিয়নশিপে রূপোর পদক জয়ের নজির গড়েছিলেন তিনি।

অবসাদে ভুগছিলেন মজিদ আলি-

Majid Ali | পাকিস্তান  | Image: Twitter
Majid Ali | Image: Twitter

পুলিশ সূত্রে জানা যাচ্চে যে দীর্ঘসময় ধরে অবসাদে ভুগছিলেন মজিদ (Majd Ali)। কাঠ কাটার যন্ত্রের সাহায্যে আত্মহত্যা করেন তিনি। একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এবং খুব অল্প সময়েই দেশের স্নুকার সার্কিটে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করতে সক্ষম হয়েছিলেন তিনি। মজিদের আত্মহত্যার পরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। গত একমাসের মধ্যে পাকিস্তানে প্রাণ হারালেন দুইজন স্নুকার খেলোয়াড়। এর আগের মাসে মহম্মদ বিলাল (Muhammad Bilal) নামে আরও এক স্নুকার খেলোয়াড়ের মৃত্যু হয়েছিলো হৃদযন্ত্র বিকল্ হয়ে পড়ায়।

মজিদের মৃত্যুর পর ভেঙে পড়েছেন তাঁর আত্মীয়-পরিজনেরা। তাঁর দাদা উমর সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে বয়ঃসন্ধিকাল থেকেই অবসাদে ভুগতেন মজিদ। সম্প্রতি তার মাত্রা বেড়ে গিয়েছিলো অনেকটা। উমর জানান, “এটা আমাদের জন্য খুবই কষ্টের। আমরা ভাবতেই পারিনি যে ও আত্মহত্যা করতে পারে।”

পাকিস্তানের ক্রীড়ামহলে শোকের ছায়া-

বিষাদের কালো ছায়া গ্রাস করেছে পাকিস্তানের ক্রীড়ামহলকে। গোটা ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের বিলিয়ার্ড এবং স্নুকার সংস্থার প্রধান আলমগির শেখ। তিনি জানান গোটা ক্রীড়া দুনিয়া মজিদের মৃত্যুতে শোকাহত। তিনি আরও বলেন, “ওর (মজিদ আলি) মধ্যে প্রতিভার কোনো অভাব ছিলো না। প্রাণচঞ্চল একজন তরুণ ছিলো ও। আমাদের প্রচুর আশা ছিলো যে পাকিস্তানকে অনেক সাফল্য এনে দেবে ও।” মজিদ কোনো রকম অর্থকষ্টের মধ্যেও ছিলেন না বলে জানিয়েছেন তিনি।

আগামী বছর ইংল্যান্ডের শেফিল্ডে বসবে স্নুকারের বিশ্বচ্যাম্পিয়নশিপের আসর। এক মাসের মধ্যে দু’জন সেরা স্নুকার খেলোয়াড়ের মৃত্যু এই প্রতিযোগিতায় পাকিস্তানকে যে কঠিন পরীক্ষার মুখে ফেলবে তা নিশ্চিত করে বলা যায়।

Also Read: এশিয়া কাপ শুরুর আগেই বড় ধাক্কা খেলো ‘টিম ইন্ডিয়া’, চোটের কারণে ছিটকে গেলেন পাঁচ ক্রিকেটার !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *