pak-out-of-wtc-race-india-eyeing-final

WTC: রাওয়ালপিন্ডির মাঠে লজ্জার নজির গড়লো পাকিস্তান (PAK) শিবির। দিনকয়েক আগেই বাংলাদেশের বিরুদ্ধে ১০ উইকেটের বিশাল ব্যবধানে মিলেছিলো পরাজয়। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বড়সড় হার সহ্য করতে হলো তাদের। প্রথম ইনিংসে ১২ রানের লিড পেয়ে গিয়েছিলো পাক দল। ২৭৪-এর জবাবে বাংলাদেশ করতে পেরেছিলো ২৬২ রান। কিন্তু তৃতীয় ইনিংসে টাইগার্সদের পেস আক্রমণের সামনে রীতিমত কেঁপে গেলেন বাবর-রিজওয়ানরা। নাহিদ রাণা ও হাসান মাহমুদের জুটি পাকিস্তানকে রুখে দেয় ১৭২ রানে। ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ দুর্দান্ত দক্ষতায় সামলালো আবরার আহমেদ, খুররম শাহাজাদদের। মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) ও শাকিব আল হাসানের ব্যাটে লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে তারা। ৬ উইকেটের ব্যবধানে ছিনিয়ে নেয় জয়।

Read More: PAK vs BAN: “পুরো হাসির খোরাক…” বাংলাদেশের বিপক্ষে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান, কটাক্ষে বাবরদের বিঁধলো সোশ্যাল মিডিয়া !!

দৌড় থেকে ছিটকে গেলো পাকিস্তান-

Pakistan Cricket Team | Image: Getty Images
Pakistan Cricket Team | Image: Getty Images

চলতি বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-০ হোয়াইটওয়াশ হয়েছিলো পাকিস্তান (PAK)। অ্যাওয়ে সিরিজের ব্যর্থতার পর এবার ঘরের মাঠেও মুখ থুবড়ে পড়লো তারা। বাংলাদেশের বিরুদ্ধে রাওয়ালপিন্ডির মাঠে জোড়া হারের পর নিভে গেলো পাক শিবিরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলার স্বপ্ন। নয় দলের পয়েন্ট তালিকায় এই মুহূর্তে অষ্টম স্থানে তারা। একমাত্র ওয়েস্ট ইন্ডিজ রয়েছে পিছনে। ৭টি ম্যাচ খেলে ২টি জয় ও ৫টি পরাজয়ের মুখ দেখেছেন বাবর আজম’রা। তাদের পার্সেন্টেজ পয়েন্ট মাত্র ১৯.০৫। সিরিজ জয়ের পর অনেকটা লাফ দিয়েছে বাংলাদেশ (BAN)। ৬ ম্যাচে ৩টি জয় ও ৩টি হার রয়েছে তাদের। পার্সেন্টেজ পয়েন্ট ৪৫.৮৩। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর পাঁচটি টেস্টে জিতেছে ইংল্যান্ড’ও। তারাও উঠে এসেছে কয়েক ধাপ। ৪৫ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে তারা। তৃতীয় স্থানে নিউজিল্যান্ড।

ফাইনালে সম্ভবত ভারত বনাম অস্ট্রেলিয়া-

IND vs AUS | WTC | Image: Getty Images
IND VS AUS | Image: Getty Images

২০২১ ও ২০২৩, টানা দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। প্রথমবার সাদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিলো। দ্বিতীয়বার ওভালের বাইশ গজে বাধার প্রাচীর তুলে দাঁড়িয়েছিলো অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ (Steve Smith) ও ট্র্যাভিস হেডের (Travis Head) জোড়া শতরানের কোনো জবাব দিতে পারে নি ভারত। ২০২৫ সালের লর্ডসের সবুজ ঘাসে ইতিহাস লিখতে চায় ভারত। তৃতীয় বার ফাইনাল খেলাই শুধু লক্ষ্য নয় রোহিত শর্মা’র (Rohit Sharma) দলের, সাথে ট্রফি’ও প্রথমবারের জন্য জিততে মরিয়া তারা। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অনুযায়ী ভারত রয়েছে শীর্ষস্থানে। ৯ ম্যাচে তাদের পার্সেন্টেজ পয়েন্ট ৬৮.৫২। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে ৫টি টেস্ট খেলার কথা টিম ইন্ডিয়ার (Team India)। সেগুলি জিতলে রোহিত অ্যান্ড কোং-এর ফাইনাল খেলা একপ্রকার নিশ্চিতই হয়ে যাবে।

নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারি মাস অবধি টানা টেস্ট রয়েছে ভারতের। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) পাঁচটি ম্যাচ খেলতে প্রতিপক্ষের ডেরায় উড়ে যাবেন রোহিত-কোহলি’রা। সেখানে হোয়াইটওয়াশ না হলে ভারতেরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলার সম্ভাবনা জোরালো। ২০২৩-এর মত ২০২৫-এও তাদের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। পার্সেন্টেজ পয়েন্ট ৬২.৫০। ১২টি ম্যাচ খেলে ৮টি জিতেছে তারা, হার ৩টি’তে, ড্র করেছে ১টি ম্যাচ। লর্ডসের ফাইনালের আগে ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭টি টেস্ট খেলার সুযোগ পাবেন প্যাট কামিন্স’রা। বিশেষজ্ঞদের ধারণা তা থেকে যোগ্যতা অর্জনের জন্য যে সংখ্যক পয়েন্ট যথেষ্ট, তা নিশ্চিতভাবেই অর্জন করে নিতে পারবে ‘ব্যাগি গ্রিন’ বাহিনী।

এক নজরে দেখে নিন WTC পয়েন্ট তালিকা-

পাকিস্তানের হারে ফায়দা ভারতের, WTC ফাইনালে এই দল হবে প্রতিপক্ষ !! 1

Also Read: IND vs BAN: হার্দিককে অধিনায়ক করে টি-২০ স্কোয়াড ঘোষণা ভারতের, রিঙ্কু পেলেন এই গুরুদায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *