শুরু হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL 2025)। গতকাল বার্মিংহ্যামে অভিযান শুরু করার কথা ছিলো গত বছরের চ্যাম্পিয়ন ভারতীয় দলের। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ হওয়ার কথা ছিলো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। কিন্তু ম্যাচের ঠিক এক দিন আগে বেঁকে বসেন ইউসুফ পাঠান, ইরফান পাঠান, সুরেশ রায়না, হরভজন সিং-দের মত ভারতীয় ‘লেজেন্ড’রা। তাঁরা সাফ জানিয়ে দেন যে পহলগাম হত্যাকাণ্ড ও অপারেশন সিঁদুরের পর কোনো ভাবেই পাকিস্তানী খেলোয়াড়দের সাথে কোনো রকম ক্রিকেটীয় সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় তাঁদের পক্ষে। একধাপ এগিয়ে শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ট্যুইটারে লেখেন, “১১ মে যে পদক্ষেপ নিয়েছিলাম, এখনও তাতে অনড় রয়েছি।” সরে দাঁড়ানোর আবেদন করে তিনি যে ই-মেল করেছেন উদ্যোক্তাদের তার স্ক্রিনশট’ও ট্যুইটারে পোস্ট করেছিলেন ‘গব্বর।’ শেষমেশ বাতিল হয় ম্যাচটি।
Read More: “শ্রীশন্থকে মারার ঘটনা…” অনুতপ্ত হরভজন, ক্ষমা চাইলেন প্রাক্তন সতীর্থের কাছে !!
ভারতীয় তারকাদের কটাক্ষ পাক প্রাক্তনীর-

ম্যাচের আগের দিন ভারতীয় তারকাদের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে চরম কটাক্ষ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন তারকা আব্দুর রউফ (Abdur Rauf)। হরভজন, শিখর, রায়না’দের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ’ও তুলেছেন তিনি। সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে রউফ বলেছেন, “জনগণের সামনে দেখাচ্ছ যে (পাকিস্তানের বিরুদ্ধে) আমরা খেলব না আর একসাথে ঘুরছ, কেনাকাটা করছ, এটা মোটেই সঠিক নয়। শুধুমাত্র পাকিস্তানী খেলোয়াড়রা নয়-ভারতীয় খেলোয়াড়রা এটা (সৌহার্দ্য) অনুভব করে। আমরা একসাথে খেলেছি। ড্রেসিংরুম ভাগ করে নিয়েছি। একসাথে খেয়েছি। বিদেশসফরের সময় একসাথে কেনাকাটা করেছি। একের অপরের হোটেল রুমেও থেকেছি-মাঠের বাইরে আমরা বন্ধু। তা সত্ত্বেও জনসমক্ষে দূরত্বের ছবি তুলে ধরা-খেলব না বলা-এগুলো অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করে।”
ভারতীয় তারকাদের সিদ্ধান্তকে সমর্থন করেন নি দেশের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে’ও। খেলাধূলার আঙিনায় রাজনীতি থাকা উচিৎ নয়, ম্যাচ বাতিল প্রসঙ্গে জানিয়েছিলেন তিনি। গতকাল এক সাক্ষাৎকারে রিপাবলিক অফ ইন্ডিয়া পার্টি (আতাওয়ালে)’র নেতা বলেছেন, “খেলাধূলার সাথে রাজনীতি জড়ানো একেবারেই উচিৎ নয়। খেলা ভারতের মাটিতে হলে বিষয়টি গুরুতর হতে পারত। কিন্তু ম্যাচ হওয়ার কথা ছিলো ইংল্যান্ডে। আমরা পাকিস্তানকে যুদ্ধে হারিয়েছি। ওদের ক্রিকেট দলকেও হারিয়েছি। তাই খেলার মাঠে রাজনীতি টেনে আনা সঠিক নয়। এটা ঠিক যে পহলগামে জঙ্গি হামলা হয়েছিলো। তবে জবাবে তো ওদের জঙ্গিঘাঁটি আমরা গুঁড়িয়ে দিয়েছি। কিন্তু তার সাথে খেলাকে জড়িয়ে ফেলা একদমই ঠিক নয়।” তবে দেশের ক্রিকেটপ্রেমী জনতা অবশ্য পাশেই দাঁড়িয়েছেন ধাওয়ান-হরভজনদের।
ঘোর বিপাকে WCL প্রতিযোগিতা-

গতকাল ভারত-পাক ম্যাচ বাতিল প্রসঙ্গে একটি বিবৃতি জারি করেছিলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL 2025) টুর্নামেন্ট উদ্যোক্তারা। তাঁরা জানান, “…পাকিস্তান হকি দল ভারতে আসছে এবং সম্প্রতি ভারত-পাক একটি ভলিবল ম্যাচ আয়োজিত হওয়ার খবর শোনার পর আমরা ভেবেছিলাম যে WCL-এও ভারত বনাম পাকিস্তান ম্যাচটি রাখার-বিশ্বের নানা প্রান্তের বহু মানুষকে কিছু সুন্দর স্মৃতি উপহার দেওয়ার জন্য। কিন্তু তা করতে গিয়ে হয়ত আমরা অনেকের ভাবাবেগে আঘাত করে ফেলেছি। পাশাপাশি ভারতীয় কিংবদন্তিদেরও আঘাত দিয়েছি যারা দেশকে বহু সাফল্য এনে দিয়েছেন। তাই আমরা এই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।” নক-আউট টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে পুনরায় দুই দল মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে কোনো ঘোষণা অবশ্য আসে নি এখনও।
WCL কর্তৃপক্ষের বিবৃতি-
Dear all , pic.twitter.com/ViIlA3ZrLl
— World Championship Of Legends (@WclLeague) July 19, 2025