OWOF CUP: স্থায়ী হলো না অশোক দিন্দার সেলিব্রেশন, যুবরাজের হয়ে বাংলার পেসারকে পালটা দিলেন ইউসুফ পাঠান !! 1

OWOF CUP: এক দুনিয়া, এক পরিবার’ এই স্লোগানকে সামনে রেখেই আয়োজিত হতে চলেছে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান ফ্যামিলি কাপ (OWOF CUP)। বিশ্বব্যপী একতার বাণী প্রচারের মাধ্যম হিসেবে ক্রিকেটকে বেছে নিয়েছেন উদ্যোক্তারা। কর্ণাটকের মুদ্দেনাহালির সত্য সাঁই গ্রামে ওকটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছেন সাত দেশের ২৪ প্রথিতযশা প্রাক্তনী। ‘ওয়ান ওয়ার্ল্ড একাদশ’-এর নেতৃত্বে রয়েছেন শচীন তেন্ডুলকর ও যুবরাজ সিং রয়েছেন ‘ওয়ান ফ্যামিলি একাদশের’ নেতৃত্বে। প্রথমে ব্যাটিং করছে যুবরাজের দল। রমেশ কালুভিথারানা, রিচার্ড ম্যাডি, পার্থিব প্যাটেল’রা ভালো খেলেছেন পানেসার, মরিসন, আর পি সিং, ইরফান পাঠানদের বিরুদ্ধে। ফিনিশার হিসেবে দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন অধিনায়ক যুবরাজ। ডেথ ওভারে তাঁর সঙ্গী আজ ইউসুফ পাঠান।

Read More: বুড়ো হাড়ে বল হাতে ভেল্কি শচীন তেন্ডুলকারের, মারকাটারি ব্যাটসম্যানকে দেখালেন প্যাভিলিয়নের রাস্তা !!

১৯তম ওভারে অশোক দিন্দার হাতে বল তুলে দিয়েছিলেন শচীন তেন্ডুলকর। শর্ট লেন্থে থাকা প্রথম বলটিতে ট্রেডমার্ক পুল শট মারেন যুবরাজ। দিন্দা ভেবেছিলেন ডিপ স্কোয়্যার লেগে দাঁড়ানো বদ্রীনাথ বুঝি তালুবন্দী করেছেন বল। ভারসাম্য রাখতে না পেরে তা ছুঁড়ে দিয়েছেন ভেতরে। ছক্কা আটকাতে পারায় যুবরাজের একদম সামনে গিয়ে মজার ছলে নাচের ভঙ্গী করেন তিনি। যেহেতু প্রীতি ম্যাচ সেহেতু হাত’ও মেলান যুবরাজের সঙ্গে। তবে আনন্দ স্থায়ী হয় নি তাঁর। পরে জানা যায় যে ক্যাচ ধরার সময় পা বাউন্ডারি লাইনে ঠেকে গিয়েছে বদ্রীনাথের। ফলে ছক্কা ‘ওয়ান ফ্যামিলি’ একাদশের অধিনায়ক’ও ভেবেছিলেন যে এক রান’ই পেয়েছেন তিনি। তাঁর রানের খাতায় যে ছয় রান যোগ হয়েছে, তা বুঝতে পেরে খানিক চমকে যান তিনিও।

দেখুন দিন্দার সেলিব্রেশন-

দিন্দার সেলিব্রেশনের জবাব উদযাপন দিয়েই দিলেন নন-স্ট্রাইকার প্রান্তে থাকা ইউসুফ পাঠান। আম্পায়ার ছক্কার সংকেত দেওয়ার পর তিনিও দিন্দার সামনে গিয়ে দুই হাত মাথার উপর তুলে নাচতে থাকেন রীতিমত। তাঁর হাবভাব দেখে হেসে ফেলেন স্বয়ং দিন্দাও। হাসিমুখেই তিনি ফেরেন নিজের রান আপে। শেষমেশ যুবরাজের দল ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৮০ রান। শচীন তেন্ডুলকর শিবিরকে ১৮১ তুলতে হবে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি কাপ (OWOF CUP) ঘরে তুলতে হলে। চার-ছক্কা দেখা গিয়েছে ইউসুফ, যুবরাজদের ব্যাটে। এবার শচীন স্বয়ং সময়ের চাকা পিছনের দিকে ঘোরাতে পারেন কিনা সেদিকেই নজর সকলের।

দেখুন ঘটনার ভিডিও-

Also Read: দলে ফেরা কঠিন হয়ে গেল ঈশান কিষানের জন্য, এই ‘তুফান’ এর হচ্ছে এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *