ট্রফি জয় থেকে বিক্রির পথে! ১৭,৭৬২ কোটিতে বদলে গেল RCB'র মালিকানা !! 1

১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২০২৫ সালে আইপিএল ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বিরাট কোহলি ও তাঁর সতীর্থদের হাত ধরে দলটি প্রথমবারের মতো শিরোপা ছুঁয়েছে। অধিনায়ক হিসেবে এই মৌসুমে মধ্যপ্রদেশের রজত পাতিদারকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। দলের এই সাফল্যের পর দল বিক্রি নিয়ে বেশ খবর প্রকাশ্যে এসেছিল । কিন্তু সেই ঐতিহাসিক সাফল্যের মাত্র তিন মাস পরেই শুরু হয়েছে নতুন জল্পনা দলটি নাকি বিক্রি করে দিতে চাইছে মালিকপক্ষ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। যদিও এখনও কোনও সরকারি ঘোষণা আসেনি, তবুও ‘সিএনবিসি টিভি১৮’-এর খবর অনুযায়ী, দ্রুত আরসিবি হাতবদল হওয়ার সম্ভাবনা প্রবল। ব্রিটেনভিত্তিক পানীয় প্রস্তুতকারক সংস্থা দিয়াজিয়োর অংশ ইউনাইটেড স্পিরিটস।

ট্রফি জিতেও অশান্তির মুখে RCB

ipl-2025-kkr-error-led-to-rcb-triumph
RCB | Image: Getty Images

জানা গেছে, তারা আরসিবি-র বাজারমূল্য নির্ধারণ করেছে প্রায় ১৭,৭৬২ কোটি টাকা। এই অঙ্কে যদি দল বিক্রি হয়, তবে আইপিএলের অন্যতম মূল্যবান ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচিতি পাবে আরসিবি। শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরেই বিক্রির বিষয়ে ভাবছিল দিয়াজিয়ো। বিশেষ করে আইপিএল জয়ের পর বেঙ্গালুরুতে উল্লাসের মাঝে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু ও পরবর্তী ক্ষতিপূরণের বোঝা তাদের ওপর চাপিয়ে দেয়। পাশাপাশি সমালোচনার ঝড়ও ওঠে। ফলে ব্যবসায়িক লাভ থাকলেও দলের মালিকানা রাখতে চাইছে না তারা। কোম্পানির এমডি ও সিইও প্রবীণ সোমেশ্বর সম্প্রতি বলেছেন, “আরসিবি লাভজনক হলেও দিয়াজিয়োর কাছে এটি এক ধরনের বোঝা।

বাজারমূল্য বেড়েছে RCB’এর

Rcb
RCB | Image: Getty Images

আসলেই আইপিএল ট্রফি জেতার পর দলের বাজারমূল্য বেড়ে গিয়েছে, আর সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছে সংস্থাটি। এর আগে আইপিএলে দলবদলের নজির রয়েছে। গুজরাত টাইটান্সের মালিকানা সম্প্রতি টরেন্ট গোষ্ঠী কিনেছিল প্রায় ৭৫০০ কোটি টাকায়। তবে আরসিবি-র (RCB) ক্ষেত্রে একেবারে শতভাগ মালিকানা বিক্রি করতে চাইছে দিয়াজিয়ো। শেয়ারবাজারে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে সম্ভাব্য ক্রেতাদের নিয়ে। আলোচনায় উঠে এসেছে সিরাম ইনস্টিটিউটের কর্তা আদার পুনাওয়ালার নাম। তাঁর সম্পদের পরিমাণই কয়েক লক্ষ কোটি টাকার বেশি। ফলে ১৭ হাজার কোটি টাকার বিনিয়োগ তাঁর পক্ষে কঠিন নয়। এখন দেখার বিষয় দীর্ঘ প্রতীক্ষার পর ট্রফি জয় করা আরসিবি-র মালিকানা সত্যিই হাতবদল হয় কি না, নাকি জল্পনাতেই আটকে থাকে।

Read Also: এশিয়া কাপের পর আবারও মুখোমুখি ভারত-পাক, শ্রীলঙ্কার মাটিতে হবে মর্যাদার লড়াই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *