IPL 2025: গত বছরের আইপিএলে (IPL) পয়েন্ট তালিকার সবার শেষে ছিলো মুম্বই ইন্ডিয়ান্স। ১৪ ম্যাচের মধ্যে জয় পেয়েছিলো মাত্র ৪টিতে। সেই ব্যর্থতাকে পিছনে ফেলে নতুন উদ্যম নিয়ে এবার মাঠে নেমেছে তারা। কিন্তু প্রথম চারটি ম্যাচে যে পারফর্ম্যান্স মুম্বই (MI) ফ্র্যাঞ্চাইজির, তাতে সাফল্যের সম্ভাবনা বিশেষ দেখা যাচ্ছে না। চেপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে হেরে অভিযান শুরু করেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে গুজরাত টাইটান্সের বিপক্ষে। এরপর ঘরের মাঠে কলকাতার বিরুদ্ধে জিতলেও লক্ষ্ণৌ ম্যাচে ফের সঙ্গী হয়েছে হতাশা। এই মুহূর্তে ৪ ম্যাচ খেলে মাত্র ১টি জয় ও ২ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় অষ্টম স্থানে রয়েছে মুম্বই। এখান থেকে প্লে-অফে পা রাখা যে বেশ কঠিন, তা মানছেন বিশেষজ্ঞরা। ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে ওপেনিং জুটির বেহাল দশাকেই তুলে ধরছেন তাঁরা।
Read More: IPL 2025: দুঃখের পাহাড় ভেঙ্গে পড়লো মুম্বই ইন্ডিয়ান্সের উপর, চোটের কারণে ছিটকে যাচ্ছেন রোহিত শর্মা !!
ওপেনিং সমস্যা ভোগাচ্ছে মুম্বইকে-

ঈশান কিষণ (Ishan Kishan) নাকি রোহিত শর্মা-দুই ওপেনারের মধ্যে কাকে ধরে রাখা হবে সে নিয়ে মরসুম শুরুর আগেই বড়সড় প্রশ্নের সম্মুখীন হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI) থিঙ্কট্যাঙ্ক। শেষমেশ রোহিতের অভিজ্ঞতার উপর আস্থা রাখেন আম্বানিরা। ১৬.৩ কোটি টাকায় রিটেন করা হয়েছিলো প্রাক্তন অধিনায়ককে। সেই সিদ্ধান্ত আদৌ সঠিক ছিলো কিনা তা নিয়ে যদিও ইতিমধ্যেই দেখা গিয়েছে সংশয়। এখনও পর্যন্ত ২০২৫-এর আইপিএলে (IPL) চার ম্যাচের মধ্যে তিনটিতে খেলেছেন রোহিত। তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ০, ৮ ও ১৩। প্রত্যেকটি ম্যাচেই পাওয়ার-প্লে’তে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন তিনি। কখনও মহম্মদ সিরাজের স্ক্র্যাম্বল্ড সিম ডেলিভারি সামলাতে পারেন নি। কখনও আবার মরিয়া হয়ে বড় শট খেলতে গিয়ে হয়েছেন খলিল আহমেদের শিকার। দলের অন্যতম মহাতারকা ছন্দে না থাকায় চাপ বেড়েছে মুম্বই ইন্ডিয়ান্সের উপর।
অনুশীলনের সময় হাঁটুতে চোট লাগায় লক্ষ্ণৌর বিরুদ্ধে রোহিতকে খেলায় নি মুম্বই। তাঁর বদলে ওপেনার হিসেবে নেমেছিলেন উইল জ্যাকস (Will Jacks)। হতাশ করেছেন ইংল্যান্ডের তারকাও। ৭ বলে ৫ রান করে আকাশ দীপের বলে রবি বিষ্ণোইয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। মরসুমের প্রথম তিনটি ম্যাচে ওপেনিং জুটিতে মুম্বই তুলেছিলো যথাক্রমে ০, ৮ ও ৪৬। লক্ষ্ণৌর বিরুদ্ধে প্রথম উইকেট খোয়াতে হয় ১১ রানের মাথাতেই। রোহিত (Rohit Sharma), জ্যাকসদের হতশ্রী পারফর্ম্যান্সের মাঝের ‘মন্দের ভালো’ বলা যেতে পারে দক্ষিণ আফ্রিকার রায়ান রিকলটন’কে। চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স বা লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে বড় রান পান নি তিনিও। তবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে করেছেন ঝোড়ো ৬২। আগামীকাল বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বই। ওপেনিং সমস্যা কাটিয়ে উঠতে পারলে সমস্যা বাড়তে পারে তাদের।
বুমরাহ’র প্রত্যাবর্তনে স্বস্তি মুম্বই শিবিরে-

ওপেনিং নিয়ে অস্বস্তির মাঝে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) প্রত্যাবর্তন যেন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের জন্য এক ঝলক টাটকা বাতা। অস্ট্রেলিয়া সফর চলাকালীন পিঠের পেশীতে চোট পেয়েছিলেন তারকা ফাস্ট বোলার। চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজ খেলা হয় নি বুমরাহ’র। অংশ নিতে পারেন নি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025)। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির অধীনে চলছিলো তাঁর রিহ্যাব। অবশেষে ডান হাতি পেসারকে মাঠে ফেরার ছাড়পত্র দিয়েছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই তিনি যোগ দিয়েছেন মুম্বই শিবিরে (MI)। সোশ্যাল মিডিয়ায় পেস তারকার প্রত্যাবর্তনের খবর পোস্টও করেছে ফ্র্যাঞ্চাইজি। শুরু করেছেন অনুশীলন। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধেই তাঁকে একাদশে রাখা হবে কিনা তা নিয়ে এখনও কোনো তথ্য মেলে নি। তবে ১৩ তারিখ দিল্লীর বিরুদ্ধে নিঃসন্দেহে মাঠে দেখা যাবে তাঁকে।
বুমরাহকে স্বাগত জানালো MI-
The King of the jungle is back in his kingdom 🦁🔥#MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/oZMIiSiEm5
— Mumbai Indians (@mipaltan) April 6, 2025