আগামী মাসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর। বছরের গোড়াতেই আয়োজক সংস্থা আইসিসি ঘোষণা করে দিয়েছিলো টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস ও নির্ঘন্ট। ২০ দলের প্রতিযোগিতায় ভারত রয়েছে গ্রুপ-এ’তে। তাদের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, পাকিস্তান, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। ৫ জুন নিউ ইয়র্কের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। ৯ তারিখ নাসাও কাউন্টির মাঠেই তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এরপর ১২ ও ১৫ জুন যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিরুদ্ধে গ্রুপ পর্বের বাকি ম্যাচদুটি খেলতে চলেছে ভারত।
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারতের ট্রফি ক্যাবিনেট থেকেছে শূন্যই। আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতাতেই জয় পায় নি ‘মেন ইন ব্লু।’ কখনও সেমিফাইনাল আবার কখনও ফাইনাল থেকে ফিরতে হয়েছে খালি হাতে। গত বছর মিলেছিলো জোড়া সুযোগ। জুন মাসের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অক্টোবর-নভেম্বরের ওডিআই বিশ্বকাপ-দুই টুর্নামেন্টেরই ফাইনালে পা রেখেছিলেন রোহিত শর্মা’রা। কিন্তু বিধি বাম। দুই ক্ষেত্রেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে স্বপ্ন ভেঙেছে দলের। এহেন পরিস্থিতিতে এগারো বছরের খরা কাটাতে ভারতের সামনে ভরসা টি-২০ বিশ্বকাপই (T20 World Cup)। প্রস্তুতিও নিচ্ছে দল। তবে বিসিসিআই যে স্কোয়াড ঘোষণা করেছে তাতে লক্ষ্য কুড়ি-বিশের টুর্নামেন্ট নয়, বরং ২০২৭-এর বিশ্বকাপ বলে মনে হচ্ছ।
Read More: টি-২০ বিশ্বকাপে নাশকতার হুমকি, অভিযোগের আঙুল উঠছে পাকিস্তানের দিকে !!
টি-২০’র দলে ওডিআই স্পেশ্যালিস্টের ছড়াছড়ি-
কারা আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে চাপাবেন তা নিয়ে জল্পনা ছিলোই। অবশেষে যাবতীয় প্রশ্নের উত্তর মেলে গত ৩০ তারিখ। ১৫ সদস্যের স্কোয়াড ও চার জন্ ট্র্যাভেলিং রিজার্ভের নাম ঘোষণা করে বিসিসিআই। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ১৯ ক্রিকেটারের নাম ঘোষণা করলেও অনেকেই হতাশ হয়েছেন নামের তালিকা দেখে। সিনিয়রদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁদের ক্রিকেটীয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই নিঃসন্দেহে। কিন্তু আধুনিক দ্রুত গতির টি-২০ খেলায় কতদূর তাঁরা মানিয়ে নিতে পারবেন তা নিয়ে থাকছে প্রশ্ন। পাওয়ার-প্লে’র পরে কোহলির স্ট্রাইক রেট নীচের দিকে নেমে যাওয়ার প্রবণতা দেখা গিয়েছে। ওডিআইতে সময় নিয়ে ইনিংস গড়তে পারেন বিরাট। কিন্তু টি-২০তে আদৌ সেই সময় তিনি পাবেন কিনা তা জানা নেই বিশেষজ্ঞদের।
একই কথা বলা চলে রোহিতের ক্ষেত্রেও। ১২০-১৩০-এর আশেপাশেই ঘোরাফেরা করে অধিকাংশ সময় তাঁর স্ট্রাইক রেট। গত টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পাওয়ার-প্লে’তে ওপেনার রোহিত সাবলীল না হওয়ার ফল ভুগেছিলো দল। এবার কি হবে তা নিয়ে থাকছে আশঙ্কা। এছাড়াও রিঙ্কু সিং-এর মত কুড়ি-বিশের ক্রিকেটে আদর্শ ক্রিকেটার,যাঁর স্ট্রাইক রেট আন্তর্জাতিক ক্রিকেটে ১৮০’র কাছাকাছি তাঁকে মূল দলে না রাখার কারণও বোধগম্য হচ্ছে না অনেকের। প্রশ্ন উঠছে রবীন্দ্র জাদেজার নির্বাচন নিয়েও। তিনি ১৫ বছর আন্তর্জাতিক টি-২০ খেলে রান করেছেন মাত্র ৪৮০, উইকেট ৫৩টি। এই পারফর্ম্যান্স টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) আদৌ কতদূর কাজে আসবে তা নিয়ে সন্দিহান ক্রিকেটবোদ্ধারা। অনেকেরই মত টি-২০ বিশ্বকাপ’কে ২০২৭-এর ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ বানিয়ে ফেলতে পারেন কোহলি, রোহিত, জাদেজারা।