not-shreyas-karthik-wants-harshit-for-bgt

সঙ্কটের মুখে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) টেস্ট কেরিয়ার। গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ড-এর বিরুদ্ধে সিরিজের মাঝপথে বাদ পড়েছিলেন অফ ফর্মের কারণে। তাঁকে ছন্দে ফেরার জন্য ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছিলো বিসিসিআই-এর তরফে। গড়িমসি করে কর্তাদের ক্ষোভের মুখে পড়েন মুম্বইয়ের ক্রিকেটার। কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাই করা হয়েছিলো শ্রেয়সকে (Shryeas Iyer)। এই ঘটনার প্রায় মাসছয়েক পর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য লাইফলাইন দেওয়া হয়েছিলো তাঁকে। সুযোগ দেওয়া হয়েছিলো দলীপ ট্রফিতে (Duleep Trophy)। ভারত-ডি’র হয়ে দুটি ম্যাচ খেলে ফেললেও রানের দেখা নেই তাঁর ব্যাটে। আপাতত তাঁকে আন্তর্জাতিক আঙিনার জন্য প্রস্তুত বলে মনে করছেন না নির্বাচকেরা। তাই রাখা হয়েছে বাংলাদেশ সিরিজের বাইরে।

শ্রেয়সের (Shreyas Iyer) পারফর্ম্যান্সে হতাশ বোর্ড কর্তারাও। সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, “এই মুহূর্তে শ্রেয়সের জন্য কোনো জায়গা নেই টেস্ট দলে। কার বদলে খেলবে ও? তাছাড়া দলীপ ট্রফিতে ওর শট নির্বাচন আমাদের চিন্তায় ফেলেছে। বিশেষ করে গতকাল (রবিবার)। থিতু হয়ে গিয়েছিলো, কিন্তু হঠাৎ যে ভাবে বাম হাতি স্পিনারকে মারতে গেলো তা অহেতুক। পাটা পিচে যখন তুমি ব্যাটিং করছো, তখন সুযোগের সদ্ব্যবহার করা উচিৎ।” বছরের শেষের দিকে বর্ডার-গাওস্কর ট্রফির জন্য অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারত। শর্ট বলে দুর্বল শ্রেয়স (Shreyas Iyer) যে বাদ পড়বেন তা এখনই স্পষ্ট জানিয়ে দিয়েছেন ঐ কর্তা। ডান হাতি ব্যাটারের টেস্ট কেরিয়ারের সামনে যখন প্রশ্নচিহ্ন, তখন তাঁর KKR সতীর্থকে বর্ডার-গাওস্কর ট্রফিতে চেয়ে সওয়াল করলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)।

Read More: ভারত ছাড়ছেন উমরান মালিক, আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন এই দলের হয়ে !!

অস্ট্রেলিয়ায় হর্ষিত রাণা’কে চাইছেন কার্তিক-

Harshit Rana and Dinesh Karthik | Shreyas Iyer | Image: Getty Images
Harshit Rana and Dinesh Karthik | Image: Getty Images

২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy)। রয়েছে পাঁচটি টেস্ট ম্যাচ। এর আগে দুই বার অজিদের ডেরায় গিয়ে তাদের হারিয়ে এসেছে ভারত। এবার টানা তৃতীয় সাফল্যের সংকল্প নিয়ে উড়ে যাবেন রোহিত-কোহলিরা। এখন থেকেই এই সিরিজের জন্য চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। সম্প্রতি সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ নিয়ে মুখ খুললেন প্রাক্তনী দীনেশ কার্তিক। কেমন হতে পারে ভারতীয় স্কোয়াড, তার একটা আভাস দেওয়ার চেষ্টা করেছেন তিনি। চমক হিসেবে তিনি ঘোষণা করেছেন তরুণ পেসার হর্ষিত রাণা’র (Harshit Rana) নাম। কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে এবারের আইপিএলে (IPL) ১৯ উইকেট নিয়েছেন হর্ষিত। ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফর্ম্যান্স তাঁর। সময় হয়েছে তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়ার, মনে করছেন কার্তিক।

সাক্ষাৎকারে দীনেশ কার্তিক জানান, “হর্ষিত রাণা, ওর বিশেষ দক্ষতা রয়েছে। ওর বল পিচে চুমু খেয়ে যেন ব্যাকস্পিন হয়। ও খুবই প্রতিভাবান বোলার। আমি চাই যেন ওকে (ভারতীয় দল) অস্ট্রেলিয়া নিয়ে যায়। ও (হর্ষিত) তফাৎ গড়ে দিতে পারে।” আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ। সেখানেও হর্ষিত সুযোগ পেতে পারতেন বলে মত ডিকে’র। তবে যে দল নির্বাচকেরা ঘোষণা করেছেন, তাতে তিনি সন্তুষ্ট বলেই জানিয়েছেন তিনি। বলেছেন, “আমি (ভারতীয় স্কোয়াড নিয়ে) খুবই তৃপ্ত। খালি মনে হয়েছে যে এখানে কি হর্ষিত রাণাকে জায়গা দেওয়া যেত? আমার মতে ও খুবই প্রতিভাবান ফাস্ট বোলার। কিন্তু ওদের (ভারত) এমনিতেই চারজন খুব ভালো মিডিয়াম পেসার রয়েছে। তাই দল’টা অত্যন্ত ভালো।”

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, যশ দয়াল।

Also Read: বাংলাদেশ সিরিজের আগেই অধিনায়কত্ব হারালেন সূর্যকুমার, হার্দিক পান্ডিয়ার হাতেই উঠছে টি-২০ দলের দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *