not-rohit-virat-but-riyan-to-play-test

ভারতীয় দলে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) ভবিষ্যৎ কি? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। টি-২০ বিশ্বকাপ জয়ের পর কুড়ি-বিশের ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন দু’জনে। কিন্তু বাকি দুই ফর্ম্যাটে যে খেলবেন তা জানিয়েছেন তাঁরা। বর্তমানে কোহলির বয়স প্রায় ৩৬, রোহিত (Rohit Sharma) পেরিয়ে গিয়েছেন ৩৭-এর গণ্ডী। আর কতদিন দেশের জার্সিতে দুই মহারথী খেলে যাবেন, সে সম্পর্কে নিশ্চয়তা দিতে পারছেন না কেউই। সেরা ছন্দ থেকে বহুদূরে রয়েছেন বিরাট। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজই তার প্রমাণ। রোহিত’ও (Rohit Sharma) সম্ভবত আগের মত লম্বা ইনিংস খেলতে পারছেন না। তাই হয়ত চেষ্টা করছেন শুরু থেকেই বিস্ফোরক ইনিংস খেলার। দুই সুপারস্টার ধীরে ধীরে সন্ন্যাসের দিকে এগিয়ে চলায় নয়া কোচ গম্ভীর চাইছেন এখন থেকেই আগামীর ছক কষে রাখতে।

Read More: ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ঈশান কিষণ, কোটি টাকার বিনিময়ে এই দেশের হয়ে খেলার প্রস্তাব পেলেন !!

রিয়ান হতে পারেন ভবিষ্যতের বাজি-

Virat Kohli and Riyan Parag | Rohit Sharma | Image: Getty Images
Virat Kohli and Riyan Parag | Image: Getty Images

বেশ কয়েকবছর আইপিএলের মঞ্চে ভালো পারফর্ম্যান্স করতে পারেন নি রিয়ান পরাগ (Riyan Parag)। তাঁর আত্মবিশ্বাসী মন্তব্যকে সেই সময় অহংকার বলে ধরে নিয়েছিলো ক্রিকেটজনতা। সোশ্যাল মিডিয়ায় পড়তে হয়েছিলো ব্যাপক ট্রলিং-এর মুখে। যাবতীয় ব্যর্থতা পিছিয়ে দেয় নি তাঁকে, বরং কটাক্ষ, কটূক্তিকেই সাফল্যের সিঁড়িতে পরিণত করে ফিরে এসেছেন তিনি। গত বছরের সৈয়দ মুস্তাক আলি ট্রফি (SMAT) থেকেই অনবদ্য ছন্দে দেখা গিয়েছে অসমের তরুণকে। ১৮৩ স্ট্রাইক রেটে ৫১০ রান করেছিলেন তিনি। ছিলো ৭টি টানা হাফসেঞ্চুরি। এরপর ৫০ ওভারের ফর্ম্যাটে দেওধর ট্রফিতেও সর্বোচ্চ সংখ্যক ছক্কা হাঁকানোর রেকর্ড করেন তিনি। ছন্দ ধরে রেখেছিলেন আইপিএলে (IPL)। রাজস্থান রয়্যালসের জয়ে ৫৭১ রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

ভালো পারফর্ম্যান্সের পুরষ্কার পেয়েছেন রিয়ান (Riyan Parag)। ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন টিম ইন্ডিয়ায়। গত মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে হয় টি-২০ অভিষেক। কুড়ি-বিশের ফর্ম্যাটে খেলেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধেও। আর চলতি মাসে তাঁকে ওডিআই-এর মঞ্চেও পরখ করে দেখেছেন কোচ গৌতম গম্ভীর। পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন তিনি। ব্যাট হাতে এখনও উল্লেখযোগ্য কোনো ইনিংস না খেললেও বোলিং-এ নজর কেড়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০তে ৭ বলে নেন ৩ উইকেট। ওডিআই অভিষেকেও আউট করেছেন তিন প্রতিপক্ষ ব্যাটারকে। রিয়ানের (Riyan Parag) ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সীমিত ওভারের দুই ফর্ম্যাট খেলে ফেলেছেন তিনি। অপেক্ষা এখন টেস্ট ক্রিকেটের।

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেন রিয়ান-

Riyan Parag | Image: Getty Images
Riyan Parag | Image: Getty Images

শ্রীলঙ্কা সফরের পর এখন মাসখানেকের বিরতি রয়েছে টিম ইন্ডিয়ার (Team India)। এরপর আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের (IND vs BAN)। চেন্নাই ও কানপুরে লাল বলের ফর্ম্যাটে দুটি ম্যাচে প্রতিবেশী রাষ্ট্রের মুখোমুখি হবে ‘মেন ইন ব্লু।’ পরিসংখ্যান বলছে যে আজ অবধি একবারও টেস্ট ক্রিকেটে ভারতকে হারিয়ে উঠতে পারে নি বাংলাদেশ। ১৩টি ম্যাচের মধ্যে ১১টি ভারত জিতেছে, দু’টি ড্র হয়েছে। ২০২২ সালে মীরপুরে খুব কাছাকাছি এসেছিলো তারা জয়ের। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়াই। খাতায়-কলমে পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের বিশ্রাম দিতে পারে টিম ইন্ডিয়া। আসন্ন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের জন্য তাদের তরতাজা রাখাই লক্ষ্য। নতুন মুখদের জায়গা করে দেওয়া হতে পারে।

আগামীর কথা ভেবে কোচ গম্ভীরের (Gautam Gambhir) এই নতুন মুখ আমদানি করার পরিকল্পনার সুফল পেতে পারেন রিয়ান পরাগ (Riyan Parag)। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিতে পারেন তিনি। অসমের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত তিনি। ২৯ ম্যাচে প্রায় ৩৭ গড়ে ১৭৯৮ রান রয়েছে তাঁর। নিয়েছেন ৫০টি উইকেটও। রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরানটিরও মালিক তিনি। ছত্তীশগড়ের বিরুদ্ধে ৫৬ বলে পেরিয়েছিলেন শতকের গণ্ডী। লাল বলের ক্রিকেটেও তিনি যে বেমানান হবেন, এমনটা কখনোই বলা যাবে না। রিয়ানের (Riyan Parag) মাঠে নামার সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশ সিরিজ গুরুত্বপূর্ণ হতে চলেছে মহম্মদ শামির (Mohammed Shami) জন্যও। গোড়ালির চোট সারিয়ে বোলিং রান আপে ফিরতে পারেন তিনি। নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে রয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি (BGT)। তার আগে সেরা ছন্দে ফিরতে চাইবেন বাংলার পেসার।

Also Read: “আমি চাই যে…” সূর্যকুমার যাদব চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন BCCI-কে, টি-২০ অধিনায়কের বয়ানে শোরগোল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *