টি-২০ বিশ্বকাপ জিতিয়ে গত জুনে সরে দাঁড়িয়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তাঁর উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। অধিনায়ক রোহিতের সাথে দ্রাবিড়ের জুটি যেমন সফল হয়েছিলো, নয়া কোচের হাত ধরেও ঠিক ততটাই সাফল্য আসবে, আশায় ছিলো ক্রিকেটদুনিয়া। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর হিসেবে গম্ভীরের মগজাস্ত্রের ঝলক অনেকগুণ বাড়িয়ে দিয়েছিলো প্রত্যাশা। কিন্তু গত কয়েক মাসে সমর্থকদের চাহিদার প্রায় কিছুই পূরণ হয় নি। উলটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭ বছর পর হারতে হয়েছে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ। ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ খুইয়েছে ‘মেন ইন ব্লু।’ ২৪ বছর পর জুটেছে হোয়াইটওয়াশের কলঙ্ক। এমনকি এক দশক পর হাতছাড়া হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। নায়ক থেকে খলনায়ক হয়ে উঠেছেন গম্ভীর (Gautam Gambhir)।
Read More: “শামি’কে নিয়ে ছেলেখেলা চলছে…” রবি শাস্ত্রীর নিশানায় BCCI, তুললেন দলে ফেরানোর দাবী !!
ভালো নয় কোচ মর্কেলের ট্র্যাক রেকর্ড-
পরিসংখ্যানের দিকে তাকিয়ে ক্রিকেটজনতার দাবী গৌতম গম্ভীর (Gautam Gambhir) বা রোহিত শর্মা (Rohit Sharma) নয়, টিম ইন্ডিয়াতে ‘অপয়া’ এখন বোলিং কোচ মর্ণি মর্কেল (Morne Morkel)। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি পেসার দীর্ঘ কেরিয়ারে ৮৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১১৭টি একদিনের ম্যাচ ও ৪৪টি টি-২০তেও দেশের জার্সি গায়ে নেমেছেন তিনি। কিন্তু কোনো আন্তর্জাতিক ট্রফিই জিততে পারেন নি তিনি। সেই ‘দুর্ভাগ্য’ যেন বয়ে বেড়াচ্ছেন কোচিং কেরিয়ারেও। ২০২৪-এর আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) শিবিরের বোলিং পরামর্শদাতা ছিলেন মর্কেল। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার প্লে-অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের শুরুটা ভালো করলেও পরে একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়ে কে এল রাহুলের নেতৃত্বাধীন দল। শেষ করে সপ্তম স্থানে।
আন্তর্জাতিক আঙিনায় এর মধ্যে ভারত ও পাকিস্তান দলের ডাগ-আউটে বসেছেন প্রোটিয়া প্রাক্তনী। ২০২৩-এর ওডিআই বিশ্বকাপে কোচ মিকি আর্থারের সহকারী হিসেবে পাক সাজঘরের অংশ ছিলেন মর্কেল (Morne Morkel)। সেমিফাইনালের মুখ দেখেন নি বাবর আজম’রা (Babar Azam)। ভারতের বিরুদ্ধে আহমেদাবাদে মুখ থুবড়ে পড়ে তারা। হারতে হয় আফগানিস্তানের বিরুদ্ধেও। সমালোচিত হয়ে পদ ছাড়তে হয়েছিলো দক্ষিণ আফ্রিকান তারকাকে। হেড কোচের গম্ভীরের (Gautam Gambhir) অত্যন্ত পছন্দের মর্কেল গত বছরের শেষ দিকে যোগ দেন ভারতীয় কোচিং স্টাফে। কিন্তু তাঁর সাথে যেন এসেছে ‘দুর্ভাগ্য’ও। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ (IND vs NZ) হারতে হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষেও (IND vs AUS) হেরে এই প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল পৌঁছতে ব্যর্থ মেন ইন ব্লু।
কোচিং স্টাফে আসতে পারে বদল-
ক্রিকেটজনতা মর্কেল’কে ‘ভিলেন’ বানালেও বোর্ডের অন্দরে আপাতত প্রশ্নের মুখে গম্ভীর’ই (Gautam Gambhir)। তাঁকে ২০২৭-এর ডিসেম্বর পর্যন্ত নিয়োগ করা হয়েছিলো। কিন্তু আদৌ সেই মেয়াদকাল তিনি সম্পূর্ণ করতে পারেন কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। সূত্রের খবর যে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে পরপর দুটি সিরিজ হারের পর বড়সড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। লাল বলের ফর্ম্যাটে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে তাঁকে। বর্তমান ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি প্রধান ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) নাম ভাসছে আগামী ‘রেড বল’ কোচ হিসেবে। পূর্বে লাল ও সাদা বলের ফর্ম্যাটে আলাদা কোচ নিয়োগ করেছে ইংল্যান্ড, পাকিস্তানের মত দল। দক্ষিণ আফ্রিকাও এই পন্থা নিয়ে সাহায্য পেয়েছে। গম্ভীরকে সরানো হলে আগামী জুনের ইংল্যান্ড সফরেই হয়ত দেখা যেতে পারে নয়া প্রশিক্ষককে।