এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে শ্রেষ্ঠতম ফাস্ট বোলার কে? এই প্রশ্নের উত্তরে শতকরা নব্বইজন নিশ্চিতভাবেই বলবেন জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) নাম। টেস্ট, ওয়ান ডে বা টি-২০, ফর্ম্যাট যাই হোক না কেন, ভারতীয় তারকা’র হাতে বল পড়লেই বাইশ গজে দেখা যায় ম্যাজিক। গতি ও স্যুইং-এর দুর্দান্ত সমন্বয়ে প্রতিপক্ষ ব্যাটারদের একের পর এক ম্যাচে নাস্তনাবুদ করে চলেছেন তিনি। ইয়র্কার হোক বা আউটস্যুইঙ্গার-বুমরাহ’র (Jasprit Bumrah) হাতে মজুত রয়েছে সবধরণের অস্ত্র। ২০’র কম বোলিং গড়ে ২০০’র বেশী টেস্ট উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। ইতিমধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মাটিতে ৫০’র বেশী টেস্ট উইকেটও নেওয়া হয়ে গিয়েছে তাঁর। বুমরাহ’কে (Jasprit Bumrah) প্রশংসায় ভরিয়েছেন ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসের মত কিংবদন্তিরা। এমনকি ক্যারিবিয়ান পেস চতুর্ভুজের অন্যতম মুখ অ্যান্ডি রবার্টস অবধি বলেছেন, “তুমি আমাদের একাদশে খেললেও নতুন বলটা হাতে নিতে পারতে।”
Read More: এশিয়া কাপের স্কোয়াড চূড়ান্ত, ভারতীয় জার্সিতে দেখা যাবে না এই তিন ক্রিকেটারকে !!
বুমরাহ’র কোচ’কে শ্রেষ্ঠ বলছেন স্মিথ-

এই মুহূর্তে যুক্তরাজ্যে রয়েছেন অস্ট্রেলীয় তারকা স্টিভ স্মিথ (Steve Smith)। ওয়েলশ ফায়ারের হয়ে ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ খেলছেন তিনি। দেড় দশকের কেরিয়ারে যাঁদের বিরুদ্ধে খেলেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক কে? বিবিসি স্পোর্টস ওয়েলস-কে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। বিকল্প হিসেবে ডেইন স্টেইন (Dale Steyn), জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড (Stuart Broad), রবীন্দ্র জাদেজা, আদিল রশিদ, ট্রেন্ট বোল্টদের নাম উল্লেখ করেন সঞ্চালক। কিন্তু তাঁদের কাউকেই ‘কঠিনতম’ হিসেবে মানতে রাজী হন নি স্মিথ। এমনকি জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) নামেয় সায় দেন নি প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক। তিনি বেছে নেন প্রোটিয়া প্রাক্তনী ও টিম ইন্ডিয়ার বর্তমান বোলিং কোচ মর্ণি মর্কেলকে (Morne Morkel)। র্যাপিড-ফায়ার পর্বে বলেন, “মর্ণি মর্কেল। লম্বা, গতিশীল এবং ওঁর হাতে ভালো বাউন্সও ছিলো।”
দক্ষিণ আফ্রিকা, আফ্রিকা একাদশ ও বিশ্ব একাদশের হয়ে মোট ২৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মর্ণি মর্কেল (Morne Morkel)। ৫৬৬টি উইকেট নিয়েছেন তিনি। স্টিভ স্মিথ তাঁকে ‘কঠিনতম’ আখ্যা দিয়েছেন ঠিকই, কিন্তু অজি তারকাকে আন্তর্জাতিক আঙিনায় সবচেয়ে বেশী বার আউট করার নজির কিন্তু মর্কেলের নেই। সেই রেকর্ডের মালিক ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ড পেসার স্মিথকে সাজঘরে ফিরিয়েছেন ১৪ বার। দ্বিতীয় স্থানে ব্রডেরই ‘পার্টনার ইন ক্রাইম’ জেমস অ্যান্ডারসন। তিনি অজি তারকাকে আউট করেছেন ১১ টি ইনিংসে। ভারতের রবীন্দ্র জাদেজাও ১১ বার স্মিথকে দেখিয়েছেন সাজঘরের রাস্তা। ইংল্যান্ডের আদিল রশিদ ও ক্রিস ওকসের ঝুলিতে স্মিথের উইকেট জমা পড়েছে ৯ বার করে। বুমরাহ’র (Jasprit Bumrah) বলে স্মিথ পরাস্ত হয়েছেন ৭ বার। টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে মর্কেল সেখানে স্মিথের উইকেট পেয়েছেন ৫টি ইনিংসে।
দেখে নিন স্মিথের পছন্দ-
India or England 👀 Steve Smith answers some rapid fire questions‼️
Catch the Hundred every Tuesday and Saturday on BBC Two 📺 🏏
All commentary on BBC Sounds 🎧#BBCCricket pic.twitter.com/Yzs1AF5MAA
— BBC Sport Wales (@BBCSportWales) August 13, 2025
কালিস’কে সর্বকালের সেরা তকমা দিলেন স্মিথ-

‘আপনার মতে সর্বকালের সেরা ব্যাটার’কে?’ প্রশ্ন করা হয়েছিলো স্টিভ স্মিথ’কে (Steve Smith)। প্রথমে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের নাম উচ্চারণ করেছিলেন তিনি। কিন্তু শুধরে নেন কয়েক সেকেন্ডের মধ্যেই। জানান ‘গ্রেটেস্ট ব্যাটার’ নয় বরং কালিস আদতে ‘গ্রেটেস্ট ক্রিকেটার।’ ৫১৯ টি আন্তর্জাতিক ম্যাচে ২৫৫৩৪ রান করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা। টেস্ট ও ওয়ান ডে-দুই ফর্ম্যাটেই ১০০০০-এর উপর রান রয়েছে তাঁর। তিন ফর্ম্যাট মিলিয়ে নিয়েছেন ৫৭৭ উইকেটও। তাই তাঁকেই ‘সর্বকালের সেরা’ হিসেবে বেছে নিয়েছেন স্টিভ স্মিথ। তবে শ্রেষ্ঠতম ব্যাটার’-এর তকমা তিনি দিয়েছেন ভারতের শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। ২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ৬৬৪ ম্যাচে ৩৪৩৫৭ রান করেছেন মাস্টার ব্লাস্টার। করেছেন ১০০টি শতরান। তাঁর সেই অসামান্য পরিসংখ্যানকেই কুর্নিশ জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।
Also Read: বন্ধ হলো জাতীয় দলের দরজা, এশিয়া কাপ থেকে বাদ রিঙ্কু সিং !!