WPL 2025: গত ১৪ ফেব্রুয়ারি শুরু হয়েছিলো উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) তৃতীয় মরসুম। আইসিসি’র চ্যাম্পিয়ন্স ট্রফির সমান্তরালে চললেও মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লীগের জনপ্রিয়তায় ভাটা পড়ে নি একবিন্দুও। প্রথমবার কেবল মুম্বইতে টুর্নামেন্ট আয়োজন করেছিলো বিসিসিআই। দ্বিতীয় বার ক্যারাভান মডেলে উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL) আয়োজনের পথে হেঁটেছিলো বোর্ড। টুর্নামেন্টের প্রথম অংশ বেঙ্গালুরুতে এবং দ্বিতীয় অংশ হয়েছিলো দিল্লীতে। তৃতীয় মরসুমে আরও বেশী জায়গায় ডব্লুপিএল-কে ছড়িয়ে দেওয়ার প্রয়াস করেছেন রজার বিনি, দেবজিৎ সইকিয়ারা। বেঙ্গালুরু, বরোদা, লক্ষ্ণৌ ও মুম্বই-চারটি ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে প্রতিযোগিতার জন্য। এক মাসের দুর্দান্ত দ্বৈরথের পর অপেক্ষা এখন ফাইনালের। বাণিজ্যনগরীর ঐতিহাসিক ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কারা শিরোপা ছিনিয়ে নেয় তা জানা যাবে আগামীকাল।
Read More: “ভারত পাকিস্তানকে শুধু দর্জি হিসেবে মনে রাখবে..”, পিসিবিকে কটাক্ষ পাক সঞ্চালকের !!
ফাইনালে মুখোমুখি দিল্লী ও মুম্বই-

উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) গ্রুপ পর্বে ফের একবার জয়জয়কার দিল্লী ক্যাপিটালসের (DCW)। প্রথম দুই মরসুমে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সরাসরি ফাইনালে পা দিয়েছিলো তারা। মেগ ল্যানিং (Meg Lanning), শেফালী ভার্মা’রা এবারেও ধরে রেখেছেন সেই দাপট। প্রথম দুই মরসুমে ডব্লুপিএলের (WPL) ৮টি গ্রুপ ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছিলো দিল্লী, এবার জয়ের সংখ্যা কমে দাঁড়িয়েছে পাঁচে। তবে তার ফলে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে অসুবিধা হয় নি বিশেষ। পয়েন্ট তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করেছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MIW) ও গুজরাত জায়ান্টস (GG)। কোয়ালিফায়ার ম্যাচে বেথ মুনি, অ্যাশলে গার্ডনারদের গুজরাতকে ৪৭ রানের বড়সড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন মুম্বই’ও।
গত দুই বছর ফাইনাল খেললেও ট্রফির মুখ দেখতে পায় নি দিল্লী (DCW)। ২০২৩-এ হারতে হয়েছিলো মুম্বইয়ের (MIW) বিরুদ্ধে। আর ২০২৪-এ রুদ্ধশ্বাস ম্যাচে খেতাব ছিনিয়ে নিয়ে গিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCBW)। এবার তৃতীয় সুযোগে বাজিমাত করার মরিয়া সংকল্প নিচ্ছেন তিতাস সাধু, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যালিস ক্যাপসি’রা। অন্যদিকে মুম্বইয়ের কাছে সুযোগ রয়েছে ইতিহাস গড়ার। আগামীকাল জয় পেলে প্রথম ডব্লুপিএল (WPL) ফ্র্যাঞ্চাইজি হিসেবে জোড়া ট্রফি জয়ের নজির গড়বে তারা। তাই পিছু হটতে নারাজ হরমনপ্রীত, ন্যাটালি সিভার-ব্রান্ট, এমেলিয়া কের’রা। এই মরসুমে লীগ পর্বে দুইবার মুখোমুখি হয়েছে দুই শিবির। বরোদা ও বেঙ্গালুরুতে বাজিমাত করেছে দিল্লী (DCW)। ফাইনালে জোড়া হারের ‘প্রতিশোধ’ নিয়ে ২০২৩-এর স্মৃতি ফেরাতে চাইবে মুকেশ আম্বানির দল।
সমাপ্তি অনুষ্ঠানে থাকছে চমক-

বরোদার মাঠে ১৪ ফেব্রুয়ারি উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) উদ্বোধনের দিন আয়োজিত হয়েছিলো এক জমকালো অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। পারফর্ম করেন মধুবন্তী বাগচি, ভবানী ভানুশালি, কিঞ্জল দাভে’রা। গ্ল্যামার কোশেন্টে পিছিয়ে থাকছে না সমাপ্তি অনুষ্ঠান’ও। বিসিসিআই-এর তরফে একটি ট্যুইটবার্তায় ঘোষণা করা হয়েছে যে আগামীকাল ব্র্যাবোর্নের উষ্ণতা বাড়াতে উপস্থিত থাকবেন মরোক্কান অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহী (Nora Fatehi)। ইতিমধ্যে ‘দিলবর’, ‘কামারিয়া’র মত ‘হিট’ গানের সাথে রুপোলি পর্দায় নোরা’র নাচ ঝড় তুলেছে আসমুদ্র হিমাচলে। ১৫ মার্চ সামনে থেকে তাঁর পারফর্ম্যান্স চাক্ষুস করার সুযোগ থাকছে ক্রিকেটজনতার কাছে। আরও কোনো শিল্পী সমাপ্তি অনুষ্ঠানে থাকছেন কিনা তা এখনও জানায় নি বোর্ড, তবে তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা।
দেখুন বোর্ডের ট্যুইট বার্তাটি-
Mumbai, get ready to be blown away! 🔥
Nora Fatehi is bringing the ultimate heat to #TATAWPL with a performance you won’t forget! 🥳
It’s going to be pure fire, glitz, and nonstop energy💥
See you at the stadium – don’t blink or you’ll miss it!💯#DCvMI | #Final pic.twitter.com/m1kCPc2K3D
— Women’s Premier League (WPL) (@wplt20) March 14, 2025