২০১৬ থেকে ২০২৪, প্রায় আট বছর পর বিরাট কোহলি (Virat Kohli) কি ফিরবেন দলীপ ট্রফির মঞ্চে? গত কয়েক দিন ধরেই প্রশ্ন ঘোরাফেরা করছিলো ভারতীয় ক্রিকেটমহলে। চলতি বছরের গোড়া থেকেই ঘরোয়া ক্রিকেটের উপর জোর দেওয়ার কথা জানিয়েছিলো বিসিসিআই। সেই মর্মে নির্দেশ’ও দেওয়া হয়েছিলো ক্রিকেটারদের। রঞ্জি ট্রফিতে খেলতে অসম্মত হওয়ায় রীতিমত শাস্তির মুখে পড়তে হয়েছিলো ঈশান কিষণ (Ishan Kishan), শ্রেয়স আইয়ার’দের। রোহিত-কোহলি’দের
(Virat Kohli) মত সিনিয়র মহাতারকাদের ক্ষেত্রেও এই নিয়ম বলবৎ থাকে কিনা তা নিয়ে জিজ্ঞাসা ছিলো। গতকাল অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি স্কোয়াড ঘোষণার পর নিরসন হলো সেই কৌতূহলের। জাতীয় দলের একঝাঁক তারকা দলীপ ট্রফির অংশ হচ্ছেন ঠিকই, তবে বিশ্রামেই থাকছেন রোহিত-বিরাট’রা (Virat Kohli)।
ভারত-এ, ভারত-বি, ভারত-সি ও ভারত-ডি, চারটি আলাদা আলাদা স্কোয়াড প্রকাশ করা হয়েছে গতকাল। সেখানে দেখা যায় নি রোহিত শর্মা, বিরাট কোহলি (Virat Kohli), রবিচন্দ্রণ অশ্বিন ও জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। বাংলাদেশ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি হাইপ্রোফাইল টেস্ট সিরিজ রয়েছে টিম ইন্ডিয়ার। সেই কথা মাথায় রেখেই সম্ভবত বিশ্রাম দেওয়া হয়েছে চার তারকাকে। বিশেষ করে পেস অস্ত্র বুমরাহ’র ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বিশেষভাবে চিন্তিত বিসিসিআই। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের দুটি সিরিজ থেকেও বাইরে রাখা হয়েছিলো তাঁকে। রো-কো (Virat Kohli) জুটি না খেললেও তারকা অভাব অবশ্য থাকছে না দলীপ ট্রফিতে। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ থেকে মহম্মদ সিরাজ, চার দলে রয়েছেন বহু হেভিওয়েট নাম।
Read More: রাতারাতি দল ঘোষণা BCCI-এর, প্রথমবার শুভমান গিলের নেতৃত্বে খেলবেন KL রাহুল !!
ফর্ম ঝালিয়ে নেওয়ার মঞ্চ দলীপ ট্রফি-
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৪-এর দলীপ ট্রফি (Duleep Trophy)। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ও বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামকে। এই প্রতিযোগিতাকে টেস্ট দলের অডিশনের মঞ্চ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। জাতীয় দলের প্রায় সব তারকাকেই দেখা যাবে ব্যাট বা বল হাতে। ভারত-এ দলের নেতৃত্বে রাখা হয়েছে শুভমান গিল’কে (Shubman Gill)। তরুণ তুর্কির অধিনায়কত্বে খেলতে দেখা যাবে কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুড়েল, শিবম দুবে’র (Shivam Dube) মত টিম ইন্ডিয়ার পরিচিত মুখদের। ভারত-বি দলের নেতৃত্বে অভিমণ্যু ঈশ্বরণ। এখনও টেস্ট অভিষেক হয় নি বাংলার ক্রিকেটারের। কিন্তু রঞ্জি ও প্রথম শ্রেণির খেলায় তাঁর পারফর্ম্যান্সের পুরষ্কার পাচ্ছেন তিনি। ভারত-বি স্কোয়াডে আছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, ঋষভ পন্থের মত তারকা।
ভারত-সি দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়’কে (Ruturaj Gaikwad)। সম্প্রতি সীমিত ওভারের সিরিজগুলি থেকে তিনি বাদ পড়ায় কথা উঠেছিলো বিস্তর। প্রত্যাবর্তনের মঞ্চে তাঁর দিকে নজর থাকবে। বাংলার অভিষেক পোড়েল রয়েছেন ভারত-সি দলে। এছাড়াও থাকছেন বিজয়কুমার বৈশাখ, বি.সাই সুদর্শন, সূর্যকুমার যাদব, রজত পতিদার, মায়াঙ্ক মারকণ্ডেরা। ভারত-ডি দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shryeas Iyer)। বোর্ডের সাথে ঠাণ্ডা লড়াই শেষে ক্রিকেটে ফিরছেন ঈশান কিষণ। ঝাড়খণ্ডের উওকেটরক্ষক-ব্যাটার রয়েছেন শ্রেয়সের দলে। আসন্ন দলীপ ট্রফিতে তাঁদের সতীর্থ হচ্ছেন আর্শদীপ সিং, কে এস ভরত, রিকি ভুঁই, হর্ষিত রাণা, তুষার দেশপাণ্ডেরা। সেপ্টেম্বর থেকে জানুয়ারির মধ্যে ১০টি টেস্ট রয়েছে ভারতের। দলীপ ট্রফির সেরা পারফর্মারদের জাতীয় দলে দেখা যেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।
সঞ্জুর জন্য সুযোগ অধরাই-
ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক আঙিনার একঝাঁক তারকা সুযোগ পেলেও সঞ্জু স্যামসনের (Sanju Samson) প্রতি সদয় হলেন না নির্বাচকেরা। চারটি স্কোয়াডের একটিতেও জায়গা হয় নি তাঁর। দিনকয়েক আগেই কেরলের উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছিলেন যে তিন ফর্ম্যাটেই দেশের হয়ে খেলতে চান তিনি। কিন্তু আপাতত সেই স্বপ্ন যে অপূর্ণই থাকছে, তা দিনের আলোর মত পরিষ্কার। প্রথম শ্রেণির খেলায় সঞ্জুর সংগ্রহ ৬২ ম্যাচে ৩৬২৩ রান। গড় ৩৯-এর কাছাকাছি। রয়েছে ১০টি শতরান ও ১৬টি অর্ধশতরান’ও। পরিসংখ্যানের নিরিখে কে এস ভরত বা ঈশান কিষণের তুলনায় এগিয়ে থাকা সত্ত্বেও কেন সঞ্জুর ভাগ্যে শিকে ছিঁড়লো না, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর নেই কারও কাছে। গতকাল দল নির্বাচনের পর থেকেই অজিত আগরকার ও অন্যান্য নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
দেখে নিন চার দলের নির্বাচিত স্কোয়াড-
🚨 NEWS 🚨
Squads for first round of #DuleepTrophy 2024-25 announced
All The Details 🔽 @IDFCFIRSTBankhttps://t.co/EU0RDel975
— BCCI Domestic (@BCCIdomestic) August 14, 2024