Asia Cup 2025: ২০২৩-এর জুলাই মাসে ‘লিড স্পন্সর’ হিসেবে বিসিসিআই-এর সাথে চুক্তি করেছিলো ড্রিম ইলেভেন (Dream 11)। ৩ বছরে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থাকে ৩৫৮ কোটি টাকা দেওয়ার অঙ্গীকার করেছিলো তারা। কিন্তু সেই চুক্তির মেয়াদ ফুরানোর আগেই সরতে হয়েছে তাদের। নেপথ্যে কেন্দ্রীয় সরকারের নয়া ‘প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫। রিয়্যাল মানি গেমিং অর্থাৎ আর্থিক লেনদেনের মাধ্যমে অনলাইন গেম খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষিত হয়েছে এই নতুন নিয়মের ফলে। ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিসিসিআই-এর সাথে চুক্তি ভেঙেছে ফ্যান্টাসি গেমিং সংস্থা। আচমকাই ড্রিম ইলেভেন (Dream 11) সরে দাঁড়ানোর ব্যাকফুটে ভারতীয় বোর্ড। চুক্তিপত্রের একটি বিশেষ শর্তের কারণে কোনো ক্ষতিপূরণও পাচ্ছে তারা। সঙ্কট কাটাতে জোরকদমে চলছে বিকল্পের সন্ধান। কিন্তু এখনও পর্যন্তু চূড়ান্ত হয় নি নয়া স্পন্সরের নাম।
Read More: TOP 3: জাতীয় দলে ব্রাত্য শ্রেয়স আইয়ার, এই তিন কারণেই টেস্ট ও টি-২০তে পাচ্ছেন না সুযোগ !!
এখনও স্পন্সরহীন টিম ইন্ডিয়া-

নতুন স্পন্সরের খোঁজে টিম ইন্ডিয়া (Team India)। গতকালীকটি বিজ্ঞপ্তি জারি করে আগ্রহী সংস্থাগুলিকে দরপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। ড্রিম ইলেভেনের সাথে বিচ্ছেদের ঘটনা থেকে শিক্ষা নিতে চাইছেন দেবজিৎ সইকিয়া, রাজীব শুক্লরা। জুয়া, অনলাইন গেমিং, মদ্ ও তামাকজাত দ্রব্যের উৎপাদন ও বিপননের সাথে যুক্ত সংস্থাগুলিকে স্পন্সর হিসেবে ভেবে দেখা হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা। ড্রিম ইলেভেন ৩ বছরে বিসিসিআই-কে ৩৫৮ কোটি টাকা দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলো। কিন্তু সংবাদমাধ্যম সূত্রে খবর যে ২০২৫ ও ২০২৮-এর মধ্যে মোট ১৪০টি ম্যাচের জন্য ৪৫০ কোটি টাকার চুক্তি করতে চাইছেন কর্মকর্তারা। দ্বিপাক্ষিক সিরিজে তাঁরা চাইছেন ম্যাচ প্রতি ৩.৫ কোটি টাকা। আর বহুদলীয় টুর্নামেন্টগুলিতে ম্যাচ প্রতি চাওয়া হচ্ছে ১.৫ কোটি।
আগামী ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025)। গতবারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া অভিযান শুরু করছে ১০ তারিখ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। এরপর গ্রুপ পর্বে পাকিস্তান ও ওমানের বিরুদ্ধেও মাঠে নামার কথা রয়েছে সূর্যকুমার যাদবদের। এত কম সময়ে নতুন স্পন্সরের নাম চূড়ান্ত করা হয়ত সম্ভব হবে না বিসিসিআই-এর পক্ষে। ফলে এশিয়া কাপে (Asia Cup 2025) কোনো পৃষ্ঠপোষক ছাড়াই মাঠে নামতে পারেন ক্রিকেটাররা। ভারতের জার্সিতে থাকবে না কোনো স্পন্সরের লোগো। তবে অক্টোবরের মাঝামাঝি রয়েছে অস্ট্রেলিয়া সফর। ওয়ান ডে ও টি-২০ খেলতে ক্যাঙারুর দেশে উড়ে যাবে ‘মেন ইন ব্লু।’ তার আগে নতুন স্পন্সরের নাম নির্দিষ্ট করতে চাইছে বোর্ড। আপস্টক্স, টয়োটার মত সংস্থা আগ্রহ দেখিয়েছে বলে খবর মিলেছে সংবাদমাধ্যম সূত্রে। শেষমেশ কাদের ভাগ্যে শিকে ছেঁড়ে সেদিকেই তাকিয়ে ক্রিকেটজনতা।
দেখে নিন BCCI-এর বিজ্ঞপ্তি-
NEWS 🚨 – BCCI announces the release of the Invitation for Expression of Interest for National Team Lead Sponsor Rights
More details here 👇https://t.co/Qx6YZvYWrw pic.twitter.com/0e0vCoIdBT
— BCCI (@BCCI) September 2, 2025
স্পন্সর টিকছে না ভারতীয় ক্রিকেটে-

ড্রিম ইলেভেন সরে দাঁড়ানোর পর নেটদুনিয়া জুড়ে চলছে হইচই। অতীতের উদাহরণ তুলে ধরে অনেকেই দাবী করছেন যে ভারতীয় ক্রিকেট দলের সাথে যে সংস্থাই গাটছাঁড়া বাঁধে, তাদেরই পড়তে হয় বিপর্যয়ের মুখে। নতুন শতকের শুরুতে ভারতীয় জার্সিতে থাকত সাহারা কোম্পানির লোগো। পরে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এরপর স্পন্সর হয় স্টার ইন্ডিয়া। স্বার্থের সংঘাতের অভিযোগ থাকায় সরতে হয় তাদের। পরে আর্থিক জটিলতার কারণে রিলায়েন্সের মালিকানাধীন ভায়াকম-১৮ সংস্থার সাথে মার্জ’ও করতে হয়েছে তাদের। পরবর্তী স্পন্সর ওপো’কে সরতে হয় চীনা দ্রব্যের প্রতি সরকারের কঠোর অবস্থানের কারণে। এড-টেক সংস্থা বাইজু’স-এর সাথে এরপর চুক্তি করেছিলো বোর্ড। দেউলিয়া হয়েছে তারাও। এই ট্র্যাক রেকর্ড দেখে আদৌ কেউ আগ্রহ দেখাবে? থাকছে সংশয়।