no-sponsor-for-team-india-in-asia-cup

২০২৩-এর জুলাই মাসে ৩৫৮ কোটি টাকার বিনিময়ে ভারতীয় ক্রিকেট দলের (Team India) লিড স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলো ড্রিম ইলেভেন (Dream 11)। তিন বছর ছিলো চুক্তির মেয়াদ। কিন্তু তা ফুরানোর আগেই ‘মেন ইন ব্লু’র হাত ছাড়তে হচ্ছে তাদের। অনলাইন গেমিং-এ আর্থিক লেনদেন বন্ধ করতে নতুন ‘প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫’ এনেছে কেন্দ্রীয় সরকার। আর তাতেই ব্যাকফুটে ড্রিম ইলেভেন। মূল ব্যবসায় ক্ষতি হওয়ার কারণে সরে দাঁড়াচ্ছে তারা। দিনকয়েক আগেই মুম্বইতে বিসিসিআই-এর দপ্তরে ক্রিকেট নিয়ামক সংস্থার সিইও হেমাঙ্গ আমিনের সাথে বৈঠকে বসেছিলেন ফ্যান্টাসি গেমিং সংস্থার প্রতিনিধিরা। সোমবার আনুষ্ঠানিক ভাবে বিচ্ছেদের ঘোষণা করেছেন বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া। ভবিষ্যতে এহেন কোনো সংস্থার সাথে যে চুক্তি করা হবে না, তাও সাফ জানিয়ে দেন তিনি।

Read More: ভারতীয় ক্রিকেটে বড় ধাক্কা, বিশ্বকাপের আগেই অবসরের ঘোষণা রোহিত শর্মার !!

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে ভারত-

Dream 11 Has Pulled Out of BCCI Deal | Image: Getty Images
Dream 11 Has Pulled Out of BCCI Deal | Image: Getty Images

আর্থিক জটিলতার কারণে নির্দিষ্ট সময়ের আগেই চুক্তি ভেঙে বেরিয়ে গিয়েছিলো টিম ইন্ডিয়ার (Team India) পূর্বতন ‘লিড স্পন্সর’ বাইজু’স (BYJU’S)। এড-টেক সংস্থার থেকে ক্ষতিপূরণ পেয়েছিলো বিসিসিআই। কিন্তু ড্রিম ইলেভেনের (Dream 11) ক্ষেত্রে সেই সুযোগ নেই। কারণ চুক্তিপত্রের একটি শর্তে স্পষ্ট লেখা রয়েছে যে সরকারী কোনো নীতির ফলে তাদের মূল ব্যবসা অর্থাৎ অনলাইন ফ্যান্টাসি গেমিং ক্ষতিগ্রস্ত হলে কোনো ক্ষতিপূরণ না দিয়েই সরে দাঁড়াতে পারে তারা। সংবাদসংস্থা PTI-কে দেবজিৎ সইকিয়া জানিয়েছেন যে “কেন্দ্রীয় সরকার নির্ধারিত সব রীতিনীতি মেনেই বিসিসিআই চলবে। আমরা বিকল্প স্পন্সরের খোঁজ শুরু করেছি।” আগামী ৯ সেপ্টেম্বর থেকে রয়েছে এশিয়া কাপের মত বড় টুর্নামেন্ট। তার ঠিক আগে ড্রিম ইলেভেনের (Dream 11) বিদায়ে ক্রিকেট নিয়ামক সংস্থার উপর আর্থিক চাপ যে বেড়েছে বলাই যায়।

কারা হবে ভারতীয় দলের (Team India) পরবর্তী স্পন্সর? একাধিক দেশী-বিদেশী বহুজাতিক কোম্পানির নাম ভাসছে ক্রিকেটমহলের অলিন্দে। ফিন-টেক সংস্থা আপস্টক্স আগ্রহ প্রকাশ করেছে বলে খবর মিলেছে সূত্র মারফত। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে যে দৌড়ে রয়েছে জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থা টয়োটাও (TOYOTA)। ক্রিকেটে বিনিয়োগের অভিজ্ঞতা রয়েছে তাদের। এর আগে অস্ট্রেলীয় বোর্ডের সাথে চুক্তিবদ্ধ ছিলো তারা। এই মুহূর্তে ‘লিড স্পন্সর’ হিসেবে রয়েছে ইংল্যান্ড দলের সাথে। আগামীতে কোহলি-রোহিতদের জার্সিতে দেখা যাবে টয়োটা’র লোগো? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তবে এশিয়া কাপের (Asia Cup 2025) আগে নতুন স্পন্সরের সাথে চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। দৈনিক জাগরণে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে যে ২০২৭-এর বিশ্বকাপ অবধি চুক্তি করতে চায় বোর্ড। তাই আপাতত ধীরে চলো নীতিই নিচ্ছে তারা।

৪ঠা সেপ্টেম্বর দুবাই যাচ্ছে টিম ইন্ডিয়া-

Indian Cricket Team | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

আগামী ১০ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ (Asia Cup 2025) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া (Team India)। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। দ্বিতীয় ম্যাচটি রয়েছে ১৪ তারিখ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রয়েছে খেলা। অপারেশন সিঁদুরের পর প্রথমবার বাইশ গজে সম্মুখসমরে দুই দেশ। স্ফূলিঙ্গ ছিটকে বেরোনোর অপেক্ষায় দিন গুণছেন ক্রিকেটপ্রেমীরা। ১৯ তারিখ গ্রুপে শেষ ম্যাচ ভারতের (Team India)। ওমানের বিরুদ্ধে মাঠে নামবেন সূর্যকুমার যাদবেরা। ২০২৩-এ দাপুটে ক্রিকেট খেলে ট্রফি জিতেছিলো ‘মেন ইন ব্লু।’ খেতাব ধরে রাখার লক্ষ্য সামনে রেখে আগামী ৪ঠা সেপ্টেম্বর দুবাই উড়ে যাওয়ার কথা সূর্যকুমার যাদবদের। ৫ তারিখ থেকে আইসিসি অ্যাকাডেমিতে শুরু হবে অনুশীলন। আপাতত মূল স্কোয়াডের ১৫ জনকেই নিয়ে যাওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যগামী বিমানের টিকিট পান নি স্ট্যান্ড-বাই তালিকায় থাকা পাঁচ জন।

Also Read: সরে দাঁড়িয়েছে DREAM 11, টিম ইন্ডিয়ার স্পন্সর হওয়ার দৌড়ে এই প্রতিথযশা সংস্থা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *