IND vs ENG: নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দু’টি টেস্ট সিরিজে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। লাল বলের ফর্ম্যাটে শেষ আটটি ম্যাচের মধ্যে ছয়টিতে জুটেছে পরাজয়। এই হতশ্রী পারফর্ম্যান্সের বোঝা মাথায় নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) নামছে মেন ইন ব্লু। ঘরের মাঠে তারা ২২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে পাঁচটি টি-২০ খেলবে। এছাড়া ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি রয়েছে তিনটি একদিনের ম্যাচ’ও। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে এই ম্যাচগুলিতেই নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ পাবেন ভারতীয় তারকারা। ইতিমধ্যে দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। কিন্তু ধীরে চলো নীতি নিয়েছে বিসিসিআই। তারকাদের ওয়ার্কলোড, চোট-আঘাত সমস্যা, ফর্মের ওঠানামার মত নানান বিষয় স্কোয়াড নির্বাচনের আগে মাথায় রাখতে হচ্ছে অজিত আগরকার, শিবসুন্দর দাসদের।
Read More: ‘হারানো প্রাপ্তি’ নাইট রাইডার্সের, ফের একবার ফিল সল্ট খেলবেন বেগুনি-সোনালী জার্সিতে !!
টি-২০তে নেই মহম্মদ সিরাজ-
গত দুই বছর প্রায় কোনো বিশ্রাম ছাড়াই একটানা খেলে গিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট হবে বিষয়টি। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ শামি (Mohammed Shami), হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) যেখানে যথাক্রমে ৫৬০.১, ২৪৭.৩ ও ১৮০.৩ ওভার হাত ঘুরিয়েছেন , সেখানে সিরাজ বোলিং করেছেন ৬৭১.৩ ওভার। তিন ফর্ম্যাটেই দেশের জার্সিতে নিয়মিত মাঠে নামতে হয়েছে তাঁকে। সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজেও ভারতীয় পেসারদের মধ্যে সবচেয়ে বেশী বোলিং করেছেন হায়দ্রাবাদের তারকাই। মোট ১৫৭ ওভার বোলিং করতে দেখা গিয়েছে তাঁকে। তিনি নিয়মিত খেলেছেন আইপিএল’ও (IPL)। যার ফলে ধকল বেড়েছে তাঁর। সিরাজের ওয়ার্কলোড নিয়ে ভাবিত টিম ইন্ডিয়ার থিঙ্কট্যাঙ্ক। সেই কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে তাঁকে।
শুধু সিরাজ (Mohammed Siraj) নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) পাঁচ টি-২০’র সিরিজে ভারতীয় জার্সিতে দেখা যাবে না যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), জসপ্রীত বুমরাহদেরও (Jasprit Bumrah)। ঘরের মাঠে নিউজিল্যান্ড, বাংলাদেশ সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে বিদেশের মাঠে টানা পাঁচটি টেস্ট খেলেছেন দুই তারকাই। তাঁদেরও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ‘ছুটি’ দেওয়া হচ্ছে। এছাড়া সিডনি টেস্টে পিঠের পেশীতে টান ধরেছেন জসপ্রীত বুমরাহ’র। দ্বিতীয় ইনিংসে তাই করতে পারেন নি বোলিং। সেই কারণেই সেরে ওঠার বাড়তি সময় দেওয়া হচ্ছে তাঁকে। গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (IND vs SA) যাঁরা সুযোগ পেয়েছিলেন, তাঁদের অধিকাংশকেই ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) কুড়ি-বিশের সিরিজে দেখা যাবে বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। দলের নেতৃত্বে থাকবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
IND vs ENG সিরিজের সম্পূর্ণ সূচি-
ম্যাচ নং | তারিখ | ভেন্যু | সময় (IST) |
প্রথম টি-২০ ম্যাচ | ২২/০১/২০২৫ | কলকাতা | সন্ধ্যে ৭টা |
দ্বিতীয় টি-২০ ম্যাচ | ২৫/০১/২০২৫ | চেন্নাই | সন্ধ্যে ৭টা |
তৃতীয় টি-২০ ম্যাচ | ২৮/০১/২০২৫ | রাজকোট | সন্ধ্যে ৭টা |
চতুর্থ টি-২০ ম্যাচ | ৩১/০১/২০২৫ | পুণে | সন্ধ্যে ৭টা |
পঞ্চম টি-২০ ম্যাচ | ০২/০২/২০২৫ | মুম্বই | সন্ধ্যে ৭টা |
ওডিআই ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরবেন সিরাজ-
৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENF) যথাক্রমে বিদর্ভ, কটক ও আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এই ম্যাচ তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফির অডিশনের মঞ্চ হতে পারে বলে মনে করছে ক্রিকেটমহল। একাদশ কেমন হবে তার আভাস মিলবে জস বাটলারদের বিরুদ্ধে। টি-২০ সিরিজ না খেললেও তিনটি একদিনের ম্যাচে বোলিং রান আপে দেখা যাবে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও তিনি নিশ্চিত বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। এই সিরিজে প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে মহম্মদ শামি’রও। তবে ছন্দে থাকা বুমরাহকে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও বিশ্রাম দেওয়ার সম্ভাবনা থাকছে। বদলে তৃতীয় পেসার হতে পারেন বাম হাতি আর্শদীপ সিং (Arshdeep Singh)। এছাড়া হার্দিক, শ্রেয়সরাও প্রত্যাবর্তন ঘটাতে পারে ওডিআই স্কোয়াডে।