no-shreyas-in-india-asia-cup-squad

Team India: কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ২০২৪-এর আইপিএল (IPL) জিতেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ঐ বছর মুম্বইকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিও উপহার দিয়েছিলেন তিনি। ফর্ম ধরে রেখেছেন ২০২৫-এও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। আইপিএলে পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে জ্বলে উঠেছেন ব্যাট হাতে। ১৭ ম্যাচে তিনি করেছেন ৬০৪ রান। ৫০-এর বেশী গড় ধরে রেখেছেন সম্পূর্ণ মরসুম জুড়ে। ধারাবাহিক সাফল্য সত্ত্বেও ভারতীয় (Team India) টি-২০ দলে ব্রাত্যই রয়ে গেলেন তিনি। গত মঙ্গলবার মুম্বইতে একটি সাংবাদিক সম্মেলন করে আসন্ন এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও মুখ্য নির্বাচক অজিত আগরকার। ১৫ সদস্যের মূল স্কোয়াডে নেই শ্রেয়স। এমনকি স্ট্যান্ড-বাই তালিকাতেও ঠাঁই হয় নি তাঁর।

Read More: অধিনায়ক রোহিত, ব্যাটিং অর্ডারে যশস্বী-শ্রেয়স, অস্ট্রেলিয়ার বিপক্ষে ODI সিরিজের জন্য ভারতীয় দল প্রকাশ্যে !!

সুযোগ প্রাপ্য শ্রেয়সের, বলছেন বিশেষজ্ঞরা-

Shreyas Iyer | Team India | Image: Getty Images
Shreyas Iyer Did Not Get Chance in Indian T20 Squad | Image: Getty Images

কেন বাদ পড়েছেন শ্রেয়স (Shreyas Iyer)? সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিলো মুখ্য নির্বাচক অজিত আগরকারকে (Ajit Agarkar)। তিনি জানান, “ওর (শ্রেয়স) প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই প্রশ্ন করছি-কার জায়গায় খেলবে ও? এতে (বাদ পড়ায়) ওর দোষ নেই। আমাদেরও দোষ নেই। আমরা কেবল ১৫ জনকেই বেছে নিতে পারি। ওকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।” আগরকারের সাফাই অবশ্য মানতে রাজী নয় ক্রিকেটজনতা। ভারতের (Team India) মূল স্কোয়াডে রয়েছেন সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা। তারপরও স্ট্যান্ড-বাই তালিকায় তৃতীয় উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) রাখা হয়েছে। উত্তরপ্রদেশের তরুণের বদলে কি সুযোগ দেওয়া যেত না মুম্বইয়ের মিডল অর্ডার ব্যাটারকে? ভারতীয় বোর্ডের দিকে উড়ে এসেছে প্রশ্নবাণ।

শ্রেয়সের (Shreyas Iyer) বাদ পড়ায় হতাশ ক্রিকেটমহল। ভারতীয় দলের (Team India) প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি বিশ্বাস করতে পারছি না। আমার বোধগম্য হচ্ছে না কেন ও (শ্রেয়স) অন্তত অতিরিক্ত ক্রিকেটারের তালিকাতেও নেই। ও একজন উঁচুমানের ক্রিকেটার। এই সিদ্ধান্তটা কোনো ভাবেই ব্যাখ্যা করা যায় না।” সুর চড়িয়েছেন মুম্বইয়ের আরেক প্রাক্তনী সঞ্জয় মঞ্জরেকরও। বলেছেন, “আগে ওকে বাদ দেওয়া হয়েছিলো ঘরোয়া ক্রিকেটে পর্যাপ্ত গুরুত্ব না দেওয়ার জন্য। কিন্তু ও দারুণ মানসিকতা নিয়ে ফিরে এসেছিলো। চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ড সিরিজে ওর ব্যাটিং-এ একটা আলাদা পরিণতবোধ দেখা গিয়েছে। আইপিএলেও দাপট দেখিয়েছে। কোনো ভুল না সত্ত্বেও বাদ দেওয়ার সিদ্ধান্ত অভাবনীয়।”

শ্রেয়স বাদ পড়ায় হতাশ তাঁর বাবা-

ভালো খেলেও মিলছে না সুযোগ, গম্ভীর-আগরকারদের ভুলে ডুবতে বসেছে এই তারকার কেরিয়ার !! 1

যেভাবে দিনের পর দিন উপেক্ষিত হচ্ছেন শ্রেয়স (Shreyas Iyer), তাতে বেশ হতাশ তাঁর বাবা সন্তোষ আইয়ার। এশিয়া কাপের দল ঘোষিত হওয়ার পর সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক তিনি জানিয়েছেন, “আমি জানি না শ্রেয়সকে ভারতীয় টি-২০ দলে জায়গা পেতে আর কি করতে হবে। ও আইপিএলে বছরের পর বছর রান করে চলেছে। দিল্লী ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স হোক পাঞ্জাব কিংস, অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছে। কলকাতাকে ২০২৪-এ আইপিএল জিতিয়েছে। এবার পাঞ্জাবকেও ফাইনালে তুলেছে।” “আমি বলছি না ওকে ভারতের অধিনায়ক করে দেওয়া হোক। কিন্ত অন্তত সুযোগ তো দিক। ডাক না পেলেও ও কখনও মেজাজ হারায় না। শুধু বলে, ‘এটাই আমার কপাল।’ ঐ কাউকে দোষ দেয় না, কিন্তু ভিতরে ভিতরে হতাশ তো হয়ই,” হতাশ গলায় সংযোজন তাঁর।

Also Read: TOP 5: এশিয়া কাপে কেমন খেলবে ভারত ? দেখে নিন সূর্য-শুভমানদের পাঁচটি শক্তি-দুর্বলতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *