no-ruturaj-and-rajat-for-india-a-team

সেপ্টেম্বরে এশিয়া কাপের আসরে দেখা যাবে টিম ইন্ডিয়াকে (Team India)। মধ্যপ্রাচ্যের মাঠে ভারতের সিনিয়র দল যখন মহাদেশীয় ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টায় ব্যাপৃত থাকবে ঠিক তখনই দেশের মাঠে অস্ট্রেলিয়ার মহড়া নেবে তাদের যুব দল। লক্ষ্ণৌতে ১৬ ও ২৩ সেপ্টেম্বর থেকে দু’টি চার দিনের বেসরকারী টেস্ট ম্যাচ রয়েছে ভারত-এ’র। সেই সিরিজের জন্য আজ স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। গত দুই-তিন বছরে ভারত-এ’র (India-A) অধিকাংশ সিরিজেই অধিনায়ক হিসেবে দেখা গিয়েছে অভিমন্যু ঈশ্বরণ’কে। কিন্তু এবার নেতৃত্বের ব্যাটন শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) হাতে তুলে দিয়েছেন নির্বাচকেরা। দলে রয়েছেন সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণাদের মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন তারকারাও। নজর কেড়ে নিয়েছে ঋতুরাজ গায়কোয়াড় ও রজত পাটিদারদের না থাকা।

Read More: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয়স, আরও একবার ব্রাত্যই রইলেন ঈশান কিষণ !!

সুযোগ পেলেন না ঋতুরাজ-রজত’রা-

Rajat Patidar | Image: Getty Images
Rajat Patidar | Image: Getty Images

আইপিএল ও ঘরোয়া ক্রিকেটের পরিসরে যথেষ্ট সাফল্য রয়েছে ঋতুরাজ গায়কোয়াড় ও রজত পাটিদারের। কিন্তু আন্তর্জাতিক আঙিনায় এখনও পায়ের তলার মাটি শক্ত হয় নি দু’জনেরই। ২০২১-এর আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলো মহারাষ্ট্রের ঋতুরাজ (Ruturaj Gaikwad)। পরের বছরই তাঁর সামনে খুলে গিয়েছিলো জাতীয় দলের (Team India) দরজা। গুটিকয় একদিনের ম্যাচ ও টি-২০ খেলেন তিনি। কিন্তু আহামরি পারফর্ম্যান্স করতে না পারায় তাঁকে ছেঁটে ফেলেছিলো বিসিসিআই। পরবর্তী তিন বছরে মাঝেমধ্যে সুযোগ যে পান নি তা নয়। কুড়ি-বিশের ফর্ম্যাটে বেশ কিছু ভালো ইনিংসও খেলেছেন। কিন্তু তারপরেও নিয়মিত আর হয়ে উঠতে পারেন নি ঋতুরাজ। ইতিপূর্বে বেশ ভারত-এ’র হয়ে বেশ কয়েকটি সিরিজে খেলেছেন তিনি। সামলেছেন অধিনায়কত্ব’ও। কিন্তু অস্ট্রেলিয়া-এ’র বিপক্ষে তাঁকে ছাড়াই পরিকল্পনা সাজিয়েছে বোর্ড।

ঋতুরাজের মতই নড়বড়ে রজত পাটিদারের (Rajat Patidar) আন্তর্জাতিক কেরিয়ারও। ২০২৩-এর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার সিনিয়র জাতীয় দলের (Team India) জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। ২২ করে ফিরেছিলেন সাজঘরে। এরপর আর পঞ্চাশ ওভারের ক্রিকেটে তাঁর কথা ভাবেন নি নির্বাচকেরা। রঞ্জি ট্রফিতে চমৎকার পারফর্ম্যান্সের সুবাদে লাল বলের ফর্ম্যাটে অবশ্য দরজা খুলেছিলো তাঁর জন্য। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিলো তাঁর। তিনটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মধ্যপ্রদেশের ব্যাটার। ১০.৫০ গড়ে ৬৩ রানের বেশী করতে পারেন নি। সেই ব্যর্থতার পর বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মত দলের বিরুদ্ধে টেস্ট খেলেছে ভারতীয় দল (Team India)। কিন্তু আর ডাক আসে নি রজতের জন্য। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তিনি যে ভাবনায় নেই তা স্পষ্ট ভারত-এ দল থেকেও রজত’কে ছেঁটে ফেলার সিদ্ধান্ত থেকেই।

দলীপ ট্রফিতে শতক ঋতু-রজতের-

Rajat Patidar | Team India | Image: Getty Images
Rajat Patidar | Image: Getty Images

আসন্ন সিরিজগুলিতে টিম ইন্ডিয়ার (Team India) জার্সি গায়ে রজত পাটিদার (Rajat Patidar) বা ঋতুরাজ গায়কোয়াড়কে যে দেখা যাবে না তা দিনের আলোর মতই স্পষ্ট। কিন্তু তা সত্ত্বেও নির্বাচকদের নোটবুকে জায়গা করে নিতে মরিয়া দু’জনেই। দলীপ ট্রফিতে সেন্ট্রাল জোনের হয়ে খেলছেন রজত আর ঋতুরাজ খেলছেন ওয়েস্ট জোনের বিরুদ্ধে। অনবদ্য ব্যাটিং করেছেন দুই ডান হাতিই। কোয়ার্টার ফাইনালে নর্থ-ইস্ট জোনের বিপক্ষে তিন অঙ্কের মাইলস্টোন ছুঁয়েছেন রজত। প্রথম ইনিংসের ১২৫-এর পর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ৬৬। সেমিফাইনালে ওয়েস্ট জোনের বিপক্ষেও প্রথম ইনিংসে ৭৭ রান করেছেন তিনি। পিছিয়ে নেই ঋতুরাজও (Ruturaj Gaikwad)। সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলো তাঁর দল পশ্চিমাঞ্চল। মাত্র ২০৬ বলে ১৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলে জাত চিনিয়েছেন মহারাষ্ট্রের ব্যাটার।

ভারত-এ স্কোয়াড-

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), নারায়ণ জগদীশন (উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কাল, হর্ষ দুবে, আয়ুষ বাদোনি, নীতিশ কুমার রেড্ডি, মানব সুতার, তনুষ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনূর ব্রার, খলিল আহমেদ, যশ ঠাকুর,

Also Read: এশিয়া কাপের আগে ম্যাচ ফিক্সিংয়ে কালো ছায়া, কোটি-কোটি টাকার অফার রিঙ্কুর সতীর্থদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *