IND vs AUS: নভেম্বরের শেষ সপ্তাহে কঠিনতম পরীক্ষার সম্মুখীন হতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। শুরু হচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফি। এতদিন ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে থাকত চারটি করে ম্যাচ। কিন্তু এবার থেকে অ্যাসেজের মতই এই লড়াইও হবে পাঁচ টেস্টের। এবার আয়োজকের ভূমিকায় অজিরা। ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার (Team India) সম্পূর্ণ সফরসূচি সামনে এসেছে। প্রথম টেস্ট ম্যাচটি রয়েছে পারথ্-এ। চলবে ২২ থেকে ২৬ নভেম্বর। ৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট রয়েছে অ্যাডিলেডে। দিন-রাতের এই ‘পিঙ্ক বল টেস্ট’ খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ‘মেন ইন ব্লু।’ ১৪ তারিখ থেকে তৃতীয় ম্যাচটি ব্রিসবেনে। এরপর মেলবোর্নের মাঠে ২৬ ডিসেম্বর থেকে রয়েছে ‘বক্সিং ডে টেস্ট।’ নতুন বছরের ৩-৭ জানুয়ারি সিডনিতে খেলা হবে অন্তিম ম্যাচটি।
Read More: IPL 2025: দলে থাকলেও দিল্লী’র নেতৃত্ব হারাচ্ছেন ঋষভ পন্থ, মেগা অকশনের আগে স্পষ্ট করলেন সৌরভ গাঙ্গুলী !!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূর্ণশক্তির স্কোয়াড চায় ভারত-
সাম্প্রতিক অতীতে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজ মানেই দেখা গিয়েছে রোমহর্ষক লড়াই। টেস্টে ২০১৭ সাল থেকে টানা বাজিমাত করে আসছে টিম ইন্ডিয়া (Team India)। দুই বার দেশের মাঠে বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছে তারা। আর দুই বার অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছে অস্ট্রেলিয়ার মাঠে। অন্যদিনে ভারত-এর বিশ্বজয়ের স্বপ্ন চুরমার করেছে অজি’রা। টেস্ট ও ওডিআই-দুই ফর্ম্যাটেই টিম ইন্ডিয়াকে হারিয়েই সেরার শিরোপা জিতেছে তারা। দুই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীর লড়াইতে এবারও যে অস্ট্রেলিয়ান সামারের উত্তাপ বাড়বে তা বলাই বাহুল্য। ক্রিকেট ইতিহাসে টানা তিনবার অস্ট্রেলীয় ভূমিতে ব্যাগি গ্রিনের শৌর্যে আঘাত করার নজির কারও নেই। সেই অসাধ্য সাধনের লক্ষ্য নিয়েই ক্যাঙারুর দেশে পা দেবে টিম ইন্ডিয়া।
ধুন্ধুমার সিরিজের জন্য পূর্ণশক্তির দল চায় টিম ইন্ডিয়া। ওপেনিং-এ যশস্বী জয়সওয়ালের সাথে দেখা যেতে পারে রোহিত শর্মা’কে। তিন ও চারে যথাক্রমে শুভমান গিল ও বিরাট কোহলি (Virat Kohli)। ২০১৪ সালে অজিদের বিপক্ষে এক সিরিজে ৪টি শতরান করেছিলেন ‘কিং’ কোহলি। পছন্দের প্রতিপক্ষের বিরুদ্ধে সেই আগুনে ফর্মে ফিরতে চাইবেন তিনি। পাঁচে খেলতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)। গাব্বা জয়ের নায়কের দিকে এবারও থাকবে নজর। ছয় নম্বরে কে এল রাহুলের খেলার সম্ভাবনা। সাতে দেখা যেতে পারে রবীন্দ্র জাদেজা’কে। গতিময় পিচে চার পেসার নিয়ে মাঠে নামতে পারে ভারত। শামি, বুমরাহ, সিরাজ ত্রয়ীর সাথে যুক্ত হতে পারেন আর্শদীপ সিং-ও (Arshdeep Singh)। এছাড়া সরফরাজ, ধ্রুব জুড়েল, অশ্বিন, মুকেশ কুমার ও ওয়াশিংটন সুন্দর’কে জায়গা দেওয়া হতে পারে স্কোয়াডে।
রাহানে-পূজারা অধ্যায়ের সমাপ্তি আসন্ন-
গত দশকে ভারতীয় মিডল অর্ডারের দুই স্তম্ভ ছিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্কা রাহানে (Ajinkay Rahane)। সৌরাষ্ট্রের পূজারা’কে দেশে হোক বা বিদেশের মাঠে বহুবার ঢাল হয়ে দাঁড়াতে দেখা গিয়েছে। তিন নম্বরে নেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) একাধিক বড় ইনিংস রয়েছে তাঁর। ২০১৮তে সিরিজ জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। রাহানে’র পছন্দের পজিশন পাঁচ। টপ-অর্ডারের ভাঙন বহুবার রুখেছেন তিনি। ২০২০-২১’এর বর্ডার-গাওস্কর ট্রফিতে মেলবোর্নের মাঠে তাঁর করা দুর্দান্ত শতরানটিই ভারতকে ফিরিয়েছিলো লড়াইতে। কোহলির অনুপস্থিতিতে সেবার তিনটি টেস্টে অধিনায়কত্ব’ও করেন তিনি। গত বছরের মাঝামাঝি সময় থেকে টেস্ট দল থেকে ছেঁটে ফেলা হয়েছে দু’জনকেই। অফ ফর্ম ব্যাকফুটে ঠেলে দিয়েছে তাঁদের। অস্ট্রেলিয়া সিরিজে’ও তাঁদের অভিজ্ঞতার প্রয়োজন নেই বলে মনে করছে দল।
বাংলাদেশ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী কয়েক মাসে ১০টি টেস্ট খেলবে ভারত। প্রস্তুতির জন্য তারকাদের দলীপ ট্রফিতে অংশ নিতে বলা হয়েছে। এই তালিকায় শুভমান গিল (Shubman Gill), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান (Sarfaraz Khan), সূর্যকুমার যাদব’রা যেমন রয়েছেন, তেমনই কানাঘুষো শোনা যাচ্ছে যে খেলতে পারেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা’রাও। সংবাদমাধ্যম সূত্রে খবর, একঝাঁক ক্রিকেটারকে চারদলীয় দলীপ ট্রফিতে (Duleep Trophy) অংশ নেওয়ার নির্দেশ পাঠানো হলেও পূজারা (Cheteshwar Pujara) বা রাহানের কাছে এহেন কোনো নির্দেশ পাঠায় নি দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। অদূর ভবিষ্যতে দুজনেই যে নির্বাচকদের পরিকল্পনায় নেই, তা পরিষ্কার জয় শাহ, রজার বিনিদের এই সিদ্ধান্ত থেকেই।
এক নজরে IND vs AUS সিরিজের সম্ভাব্য স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, সরফরাজ খান, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, আর্শদীপ সিং, মুকেশ কুমার, ওয়াশিংটন সুন্দর।