no-pujara-rahane-in-duleep-trophy

২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দেশের জার্সি গায়ে শেষবার মাঠে নামার সুযোগ পেয়েছিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে ব্যর্থ হওয়ার পর ছেঁটে ফেলা হয় তাঁকে। এরপর সৌরাষ্ট্রের হয়ে নিয়মিত রঞ্জি ট্রফি খেলেছেন তিনি। এমনকি সাসেক্সের হয়ে খেলেছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ’ও। কিন্তু প্রত্যাবর্তনের স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে তাঁর। তিন নম্বরে পূজারার জায়গায় বেশ কিছুদিন ব্যাটিং করেছেন শুভমান গিল। বর্তমানে সাই সুদর্শন, করুণ নায়ারদের সেখানে ব্যবহারের চেষ্টা করছে টিম ইন্ডিয়া। একই অবস্থা অজিঙ্কা রাহানেরও (Ajinkya Rahane)। ২০২৩-এই ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার আন্তর্জাতিক আঙিনায় দেখা গিয়েছিলো তাঁকে। বাদ পড়ার পর মুম্বইয়ের হয়ে রঞ্জি জিতেছেন, ইরানী কাপ জিতেছেন। লেস্টারশায়ারের হয়ে খেলেছেন কাউন্টি’ও। কিন্তু তাঁকেও আর ফেরানোর সিদ্ধান্ত নেন নি নির্বাচকেরা।

Read More: বেছে বেছে ম্যাচ খেলার দিন শেষ, বুমরাহ’র ওয়ার্কলোড নিয়ে কড়া হচ্ছে বিসিসিআই !!

ডাক পেলেন না রাহানে-পূজারা-

Ajinkya Rahane and Cheteshwar Pujara | টেস্ট | Image: Getty Images
Ajinkya Rahane and Cheteshwar Pujara | Image: Getty Images

দিনকয়েক আগে লর্ডসে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট চলাকালীন স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রত্যাবর্তনে বাসনা প্রকাশ করেছিলেন রাহানে। নির্বাচকদের সাথে আলোচনা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু কোনো উত্তর পান নি, আক্ষেপ শোনা গিয়েছিলো তাঁর গলায়। এখনও যে দেশের হয়ে টেস্ট খেলার ইচ্ছা রয়েছে তাঁর, তা বেশ কয়েকটি সাক্ষাৎকারে জানিয়েছেন চেতেশ্বর পূজারাও (Cheteshwar Pujara)। কিন্তু সেই বাসনা সম্ভবত আর পূরণ হচ্ছে না তাঁদের। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, বরং ঘরোয়া ক্রিকেট থেকেও ধীরে ধীরে তাঁদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বোর্ড। চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে দলীপ ট্রফি (Duleep Trophy)। আজ ঘোষিত হয়েছে পশ্চিমাঞ্চল বা ওয়েস্ট জোনের স্কোয়াড। একঝাঁক তারকা থাকলেও জায়গা পান নি মুম্বইয়ের রাহানে (Ajinkya Rahane) ও সৌরাষ্ট্রের চেতেশ্বর পূজারা।

জয় শাহ (Jay Shah) বিসিসিআই সচিব থাকাকালীন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারদেরও নিয়মিত অংশ নিতে হবে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলিতে। সেই নীতি বজায় রেখেছেন রজার বিনি, দেবজিৎ সইকিয়ারাও। ওয়েস্ট জোনের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে অলরাউন্ডার শার্দুল ঠাকুর’কে (Shardul Thakur)। যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), ঋতুরাজ গায়কোয়াড়দের মত পরিচিত মুখেরাও রয়েছেন স্কোয়াডে। থাকছেন অভিজ্ঞ স্পিন বোলিং অলরাউন্ডার শামস মুলানি, গত কয়েক মরসুমে ঘরোয়া ক্রিকেটে সাড়া ফেলে দেওয়া তনুষ কোটিয়ান (Tanush Kotian) বা আইপিএলে নজর কাড়া তুষার দেশপাণ্ডেও। সরাসরি দলীপ ট্রফির সেমিফাইনালে মাঠে নামবে ওয়েস্ট জোন। ৪ সেপ্টেম্বরে তাদের ম্যাচ বেঙ্গালুরুর মাঠে।

পশ্চিমাঞ্চলের সম্পূর্ণ স্কোয়াড-

শার্দুল ঠাকুর (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, আর্য দেশাই, হার্ভিক দেশাই (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, সরফরাজ খান, ঋতুরাজ গায়কোয়াড়, জয়মিত প্যাটেল, মনন হিংরাজিয়া, সৌরভ নাওয়ালে (উইকেটরক্ষক), শামস মুলানি, তনুষ কোটিয়ান, ধর্মেন্দ্র জাদেজা, তুষার দেশপাণ্ডে, অর্জন নাগেশওয়াসওয়াল্লাহ।

ফর্ম্যাট বদলাচ্ছে দলীপ ট্রফির-

Hanuma Vihari with Duleep Trophy | Image: Twitter
Hanuma Vihari with Duleep Trophy | Image: Twitter

২০২৪-২৫ মরসুমে চারটি দল অংশ নিয়েছিলো দলীপ ট্রফিতে (Duleep Trophy)। ভারত-বি, ভারত-সি ও ভারত-ডি’কে হারীয়ে খেতাব জেতে ভারত-এ দল। তিনটি ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছিলো তারা। ১২ পয়েন্ট নিয়ে ট্রফি ঘরে তুলেছিলো তারা। কিন্তু আগামী মরসুমে ফর্ম্যাট বদলাচ্ছে দলীপ ট্রফি। বিসিসিআই-এর সাধারণ বার্ষিক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে টুর্নামেন্টের পুরনো আঞ্চলিক বা জোন্যাল ফর্ম্যাটকে ফিরিয়ে আনার। চারটি নয়, আসন্ন প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে ছয়টি দল। ইস্ট জোন, ওয়েস্ট জোন, নর্থ জোন, সাউথ জোনের পাশাপাশি থাকছে সেন্ট্রাল জোন ও নর্থ-ইস্ট জোন’ও। দলের সংখ্যা বাড়ায় বেশী সংখ্যক ক্রিকেটার নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন দলীপ ট্রফিতে (Duleep Trophy), মনে করছে বোর্ড। আগামী ২৮ অগস্ট শুরু হচ্ছে টুর্নামেন্ট। চলবে ১১ সেপ্টেম্বর অবধি।

Also Read: চলতি টেস্টে গম্ভীরের দাদাগিরি, দল থেকে ছেঁটে ফেললেন জসপ্রীত বুমরাহকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *