IND vs ENG: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ (IND vs AUS) হারের পর চলতি মাসের শেষদিকে মাঠে ফিরছে টিম ইন্ডিয়া (Team India)। সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের (IND vs ENG)। প্রথমে রয়েছে টি-২০ সিরিজ। কলকাতা, চেন্নাই, রাজকোট, পুণে ও মুম্বইতে যথাক্রমে পাঁচটি ম্যাচ রয়েছে ২২, ২৫, ২৮, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি। দিনকয়েকের বিরতির পর পঞ্চাশ ওভারের দ্বৈরথে সম্মুখসমরে নামছে দুই পক্ষ। ৬, ৯ ও ১২ তারিখ যথাক্রমে বিদর্ভ, কটক ও আহমেদাবাদে রয়েছে তিনটি ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে ইংল্যান্ডের বিরুদ্ধে বেশ কয়েকজন তারকাকে দেখে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। কোচ গম্ভীরের নোটবুকে নাম তোলার চেষ্টায় থাকবেন বেশ কয়েকজন। সূত্রের খবর সাদা বলের দুই সিরিজেই নীল জার্সিতে দেখা যাবে না কে এল রাহুলকে (KL Rahul)।
Read More: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক শিবিরে ফিরছেন ‘ভারতের ত্রাস’, মাঠে নামার আগে চাপ বাড়লো রোহিতদের উপর !!
ইংল্যান্ডের বিরুদ্ধে নেই কে এল রাহুল-
বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) মাঠে নামবেন না কে এল রাহুল (KL Rahul)। ২০২২-এর কুড়ি-বিশের বিশ্বকাপের পর থেকেই ক্ষুদ্রতম ফর্ম্যাটে আর দেশের জার্সি গায়ে চাপান নি কর্ণাটকের তারকা। ফলে পাঁচ টি-২০’র সিরিজ থেকে তাঁর বাদ পড়াকে অস্বাভাবিক কিছু বলে মনে করছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু গত দুই বছরে ওডিআই-তে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে টিম ইন্ডিয়ার (Team India) প্রথম পছন্দ ছিলেন রাহুল। মিডল অর্ডারে রান’ও করেছেন নিয়মিত। এশিয়া কাপ, বিশ্বকাপের মত মঞ্চে সফল হয়েছেন তিনি। তা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে কেন তাঁকে বাদ দিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বিসিসিআই? উঠতে শুরু করেছিলো প্রশ্ন। জবাব’ও অবশ্য দিয়েছেন কর্মকর্তারা। জানা গিয়েছে যে বাদ নয়, বরং ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) বিশ্রাম দেওয়া হচ্ছে কে এল রাহুলকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দীর্ঘ টেস্ট সিরিজ খেলেছেন রাহুল (KL Rahul)। তাঁর ওয়ার্কলোডের কথা মাথায় রেখে তাই দেশের মাঠে ইংল্যান্ড সিরিজে বাইরে রাখা হচ্ছে তাঁকে। “চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে রাহুলকে নিশ্চয়তা দেওয়া হয়েছে। ওকে কেবল ইংল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে,” সংবাদমাধ্যমকে জানিয়েছেন এক বোর্ড কর্তা। শুধু রাহুল (KL Rahul) নয়, হয়ত বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরাহদেরও ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) অভিযান্ন শুরু করতে চলেছে ‘মেন ইন ব্লু।’ দস্তানা হাতে সেখানে রাহুলকেই সম্ভবত দেখা যাবে। আটদলীয় টুর্নামেন্টে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে কে সুযোগ পাবেন সেদিকে তাকিয়ে সকলে। ঋষভ পন্থের সাথে দৌড়ে থাকতে পারেন সঞ্জু স্যামসন’ও।
IND vs ENG সিরিজের সূচি-
ম্যাচ নং | তারিখ | ভেন্যু | সময় (IST) |
প্রথম ম্যাচ | ০৬/০২/২০২৫ | বিদর্ভ | দুপুর ১টা ৩০ |
দ্বিতীয় ম্যাচ | ০৯/০২/২০২৫ | কটক | দুপুর ১টা ৩০ |
তৃতীয় ম্যাচ | ১২/০২/২০২৫ | আহমেদাবাদ | দুপুর ১টা ৩০ |
দলে ফিরছেন শ্রেয়স আইয়ার-
২০২৪ সালে ওঠানামার মধ্য দিয়ে গিয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) আন্তর্জাতিক কেরিয়ার। বছরের গোড়াতে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) টেস্ট সিরিজ চলাকালীন বাদ পড়েছিলেন। এরপর ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ অমান্য করায় পড়তে হয়েছিলো শাস্তির মুখে। খুইয়েছিলেন কেন্দ্রীয় চুক্তি। বেশ কয়েক মাস জাতীয় দল থেকে দূরেই ছিলেন তিনি। প্রত্যাবর্তন ঘটান অগস্টে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের পর আরও একবার শ্রেয়সকে (Shreyas Iyer) বাদ দিয়েছিলেন নির্বাচকেরা। বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখা যায় নি তাঁকে। সন্তুষ্ট থাকতে হয়েছিলো ঘরোয়া ক্রিকেট খেলেই। অবশেষে পাঁচ মাস পর দলে জায়গা ফিরে পাচ্ছেন মুম্বইয়ের তারকা। ইংল্যান্ড সিরিজে (IND vs ENG) খেলবেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও থাকারই সম্ভাবনা শ্রেয়সের। ব্যাট করবেন পছন্দের চার নম্বরেই।