no-harshit-in-ind-vs-eng-test-series
IND vs AUS | Image: Getty Images

IND vs ENG: নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) পরপর দুটি সিরিজ হারার পর লাল বলের ফর্ম্যাট থেকে বেশ কিছুদিন দূরে ছিলো টিম ইন্ডিয়া (Team India)। আগামীমাসে ফের টেসের ময়দানে ফিরতে চলেছে তারা। ২০ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ (IND vs ENG)। সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে ‘মেন ইন ব্লু’ ছন্দে ফিরতে পারে কিনা সেদিকে নজর রয়েছে সকলের। অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন সরে দাঁড়িয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। চলতি মাসেই টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা’র মত দুই কিংবদন্তিও। সেই শূন্যস্থান পূরণ’ও বড় চ্যালেঞ্জ ভারতের সামনে। আজ মুম্বইতে দীর্ঘ বৈঠকের পর স্কোয়াড বেছে নিয়েছে নির্বাচকমণ্ডলী। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন দলে আর্শদীপ সিং, সাই সুদর্শনদের মত তরুণরা সুযোগ পেলেও ডাক পান নি হর্ষিত রাণা।

Read More: IND vs ENG: “মুখ পোড়াতে যাচ্ছে…” নেতৃত্বে শুভমান, ইংল্যান্ড সফরের স্কোয়াড সামনে আসতেই ক্ষোভের আগুন নেটদুনিয়ায় !!

জায়গা হলো না হর্ষিত রাণা’র-

Harshit Rana | IND vs ENG | Image: Getty Images
Harshit Rana | Image: Getty Images

গতবছর আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সেই সময়ই তাঁর পছন্দের তালিকায় জায়গা করে নেন হর্ষিত রাণা। এরপর জুলাইতে নাইট রাইডার্স ছেড়ে টিম ইন্ডিয়ার কোচের আসনে বসেন গম্ভীর। মূলত তাঁর ইচ্ছাতেই আন্তর্জাতিক ক্রিকেটে ‘ফাস্ট ট্র্যাক’ হয় হর্ষিতকে (Harshit Rana)। ডাক পেয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে। তবে তাঁকে মাঠে নামানো হয় নি দ্বীপরাষ্ট্রের বিপক্ষে। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে অভিষেকের কথা ছিলো তাঁর। কিন্তু অসুস্থতার কারণে হাতছাড়া হয় সেই সুযোগও। অস্ট্রেলিয়া সফরের আগে প্রথা ভেঙে নির্বাচনী বৈঠকে যোগ দিয়েছিলেন গম্ভীর। তাঁর জোরাজুরিতেই টেস্ট দলে জায়গা দেওয়া হয় হর্ষিতকে (Harshit Rana)। শেষমেশ বর্ডার-গাওস্কর ট্রফিতে প্রথমবার দেশের হয়ে মাঠে নামার সুযোগ পান তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুইটি টেস্ট খেলেছিলেন হর্ষিত (Harshit Rana)। এরপর ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) ঘরের মাঠে টি-২০, একদিনের সিরিজ খেলেন। জসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ার পর বিকল্প হিসেবে তাঁকে সুযোগ দেওয়া হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025)। কোচ গম্ভীরের প্রিয়পাত্র যে ধীরে ধীরে তিন ফর্ম্যাটেই নিয়মিত হয়ে উঠছেন তা অনুমান করতে পেরেছিলেন ক্রিকেটজনতা। তবে ইংল্যান্ড সিরিজের (IND vs ENG) স্কোয়াড সামনে আসার পর রীতিমত ধাক্কা খেতে হয়েছে তাঁদের। পিচের স্যুইং সহায়ক চরিত্রের কথা মাথায় রেখে মোট পাঁচজন ফ্রন্টলাইন পেসারকে রাখা হয়েছে ১৮ জনের স্কোয়াডে। কিন্তু সুযোগ পান নি হর্ষিত রাণা (Harshit Rana)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনের পিঙ্ক বল টেস্টে তাঁর ব্যর্থতা ও আইপিএলের অফ ফর্মের কথা মাথায় রেখেই তাঁকে ছেঁটে ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বাদ মহম্মদ শামি’ও-

Mohammed Shami | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে (IND vs ENG) ভারতীয় পেস ব্যাটারির ধার বাড়াতে থাকছেন জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ। এছাড়া বাম হাতি বিকল্প হিসেবে আর্শদীপ সিং-কেও রাখা হয়েছে স্কোয়াডে। কিন্তু হর্ষিতের মতই দলে জায়গা হয় নি বাংলার মহম্মদ শামি’র (Mohammed Shami)। অফ ফর্ম নয়, ফিটনেস সমস্যার কারণেই ইংল্যান্ডগামী দলে নেই অভিজ্ঞ পেসার, আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার। তিনি বলেছেন, “গত সপ্তাহে শামির একটু সমস্যা হয়েছিলো। এমআরআই করাতে হয়। ও পাঁচটা ম্যাচ খেলার অবস্থায় নেই। ওর ওয়ার্কলোডও যেমনটা হওয়া উচিৎ সেই পর্যায়ে নেই। চিকিৎসকদের সাথে কথা বলেই শামিকে বাদ দেওয়া হয়েছে।” ২০২৩-এর জুন মাসে শেষবার ভারতের হয়ে টেস্ট খেলতে দেখা গিয়েছলো তাঁকে। চোট জল ঢেলে দিলো প্রত্যাবর্তনের স্বপ্নে।

সম্পূর্ণ টেস্ট স্কোয়াড-

Also Read: IND vs ENG: রাজার সিংহাসনে বসছেন যুবরাজ, বিসিসিআই-এর ইংল্যান্ড বধের পরিকল্পনা এলো প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *