IND vs AUS: জমে উঠেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজ। প্রথম তিনটি ম্যাচের পর ফলাফল ১-১। পার্থ-এ ২৯৫ রানের ব্যবধানে জিতে দৌড় শুরু করেছিলো টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে প্রত্যাঘাত করে অস্ট্রেলিয়া। দিন-রাতের টেস্টে তারা জয় পায় ১০ উইকেটে। এরপর ব্রিসবেনে ব্যাকফুটে থাকা ভারতের জন্য ত্রাতা হিসেবে আবির্ভূত হয় বৃষ্টি। ফলাফলই পাওয়া যায় নি ম্যাচের। বর্তমানে মেলবোর্নে চলছে চতুর্থ টেস্ট ম্যাচ। বক্সিং ডে দ্বৈরথের ভাগ্য ঝুলছে সূক্ষ্ম সুতোয়। টেস্ট ম্যাচের সম্ভাব্য তিন ফলাফলের জন্যও খোলা রয়েছে রাস্তা। সিনিয়রদের মধ্যে একমাত্র জসপ্রীত বুমরাহ বাদে বাকিরা এই সিরিজে তেমন দাগ কাটতে পারেন নি। টিম ইন্ডিয়াকে (Team India) এগিয়ে নিয়ে যাচ্ছেন নীতিশ রেড্ডি, যশস্বী জয়সওয়ালদের মত তরুণ তুর্কিরা। তাঁদের সাফল্যের ছটায় ঢাকা পড়ে যাচ্ছেন দুই ব্রাত্য তারকা।
Read More: IND vs AUS 4th Test: “ক্যাচ মিস, ম্যাচ মিস…” ব্যাগি গ্রিনদের বাগে পেয়েও সুযোগ নষ্ট ভারতের, আক্ষেপ সোশ্যাল মিডিয়ার !!
রিজার্ভ বেঞ্চেই ঠাঁই হয়েছে প্রসিদ্ধ-অভিমণ্যুর-
চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হয়েছে পেসার হর্ষিত রাণা’র (Harshit Rana)। প্রথমবার টেস্ট ক্যাপ পেয়েছেন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি’ও। কিন্তু সেই সৌভাগ্য অধরাই রয়ে গিয়েছে অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran)। প্রথম টেস্ট ম্যাচটি রোহিত শর্মা যে খেলবেন না তা স্পষ্ট ছিলো সিরিজ শুরুর আগেই। অনেকেই মনে করেছিলেন যে পার্থ-এ অবশেষে অভিষেক হবে অভিমন্যু’র। কিন্তু শেষ মুহূর্তে কে এল রাহুলকে ইনিংসের শুরুতে খেলানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারে খেলানো হয় ধ্রুব জুড়েলকে। সাম্প্রতিক অতীতে দলীপ ট্রফি ও ইরানী কাপে একাধিক বড় রানের ইনিংস খেললেও অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে ভারত-এ’র জার্সিতে দুই ম্যাচে ব্যর্থ হওয়াতেই বাতিল হয়েছেন বাংলার ক্রিকেটার, মত বিশেষজ্ঞদের।
এখনও অবধি একটি ম্যাচেও মাঠে নামতে পারেন নি প্রসিদ্ধ কৃষ্ণা’ও (Prasidh Krishna)। সিরিজের গোড়া থেকেই ভারতীয় পেস ব্যাটারিকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। স্বপ্নের ছন্দে রয়েছেন তিনি। চারটি টেস্টেই খেলেছেন মহম্মদ সিরাজ’ও। তৃতীয় পেসার হিসেবে পার্থ ও অ্যাডিলেডে খেলেছিলেন দিল্লীর হর্ষিত রাণা। প্রথম ম্যাচে সফল হলেও, দ্বিতীয় টেস্টে দাগ কাটতে পারেন নি তিনি। তরুণ তুর্কিকে রিজার্ভ বেঞ্চে পাঠিয়ে বাংলার আকাশ দীপ’কে ব্রিসবেন ও মেলবোর্নে খেলানোর সিদ্ধান্ত নেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। পেকিং অর্ডারে প্রসিদ্ধ যে আপাতত রয়েছেন পঞ্চম স্থানে তা দিনের আলোর মত স্পষ্ট। আগামী ম্যাচটি রয়েছে সিডনিতে। সেখানে সাধারণত স্পিন সহায়ক উইকেট হয়। ফলে পুঞ্চম টেস্টেও কর্ণাটকের পেসারের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।
অভিমণ্যু ও প্রসিদ্ধের কেরিয়ার পরিসংখ্যান-
বাংলার অভিমণ্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ভারতের ঘরোয়া ক্রিকেটের আঙিনায় বেশ পরিচিত নাম। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০১টি ম্যাচ খেলেছেন তিনি। রঞ্জি, দলীপ ট্রফি, ইরানী কাপের পাশাপাশি লাল বলের ফর্ম্যাটে নিয়মিত গায়ে চাপিয়েছেন ভারত-এ দলের জার্সিও। ৪৮.৮৭ গড়ে তাঁর সংগ্রহে রয়েছে ৭৬৭৪ রান। ২৭টি শতরান ও ২৯টি অর্ধশতক রয়েছে তাঁর ঝুলিতে। এর আগে ২০২২-এ বাংলাদেশের বিরুদ্ধেও ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছিলেন কিন্তু মাঠে নামার সুযোগ আসে নি। অস্ট্রেলিয়া সফরেও দেখা গিয়েছে একই চিত্র। কর্ণাটকের প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) তিন ফর্ম্যাটেই ভারতের হয়ে খেলেছেন ইতিমধ্যে। ২টি টেস্টে তাঁর সংগ্রহে কেবল ২টি উইকেট। ১৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট। আর ৫টি টি-২০তে ডান হাতি পেসার পেয়েছেন ৮টি উইকেট।