গাওস্করকে প্রণাম নীতিশ রেড্ডি’র বাবা’র, 'গর্বিত পিতা'কে সস্নেহে জড়িয়ে ধরলেন কিংবদন্তি !! 1

গতকাল থেকে নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) নাম ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটমহলের অলিন্দে। পার্‌থ, অ্যাডিলেড বা ব্রিসবেনে প্রতিভার ঝলক দেখিয়েছিলেন তরুণ অলরাউন্ডার। কিন্তু গতকাল মেলবোর্নের বাইশ গজে যে ইনিংসটি খেললেন বছর ২১-এর তারকা, তা দেশের ক্রিকেট ইতিহাসে জায়গা করে দিলো তাঁকে। বর্ডার-গাওস্কর ট্রফির স্কোয়াডে নীতিশের (Nitish Kumar Reddy) জায়গা পাওয়া নিয়ে একটা সময় তীব্র বিতর্ক হয়েছিলো। প্রথম শ্রেণির ক্রিকেটে সীমিত অভিজ্ঞতা নিয়ে তিনি আদৌ অস্ট্রেলিয়ার পরিবেশে সফল হতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। নিজের পারফর্ম্যান্স দিয়েই নিন্দুকদের মুখ বন্ধ করালেন বিশাখাপত্তনমের ক্রিকেটার। প্রতিকূল পরিস্থিতিতে নীতিশের শতরানের সৌজন্যেই প্রতিরোধ গড়লো টিম ইন্ডিয়া (Team India)।

Also Read: IND vs AUS 4th Test: “বিরাট, আমি তোমার বাবা…” ফের বেলাগাম অজি মিডিয়া, কনস্টাস কাণ্ডে ‘স্টার ওয়ার্স’ খোঁচা কোহলিকে !!

নীতিশের সাফল্যে আবেগপ্রবণ পরিবার –

Nitish Kumar Reddy | Image: Getty Images
Nitish Kumar Reddy | Image: Getty Images

চাপের মুখে অনবদ্য এক ইনিংস গতকাল খেললেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ওয়াশিংটন সুন্দরকে সাথে নিয়ে ১০৫ রানের জুটি গড়ে খাদের কিনারে পৌঁছে যাওয়া টিম ইন্ডিয়াকে উদ্ধার করেন তিনি। বিশাখাপত্তনমের অলরাউন্ডার যখন দাঁড়িয়ে ৯৭-তে, তখন নাথান লিয়ঁ’র বলে হঠাৎ’ই উইকেট হারান ওয়াশিংটন (Washington Sundar)। চাপ বাড়ে নীতিশের উপর। জসপ্রীত বুমরাহ যখন প্যাট কামিন্সের শিকার হয়ে ফেরেন সাজঘরে, তখন তাঁর নামের পাশে ৯৯। প্রথম শতক কি আসবে নাকি কাছে এসেও যাবে দূরে সরে? এই সংশয়ে তখন ভুগছিলেন এমসিজি’র ৭০০০০ দর্শক’ও। উৎকন্ঠার প্রহর গুণছিলেন নীতিশ নিজেও। শেষমেশ কামিন্সের ওভারের বাকি তিন বল সিরাজ (Mohammed Siraj) সামলে দেওয়ায় ধরে প্রাণ ফিরে পান তিনি। পরের ওভারে বোল্যান্ডকে মিড অনের উপর দিয়ে চিপ করে ছুঁয়ে ফেলেন মাইলস্টোন।

ব্যাট শূন্যে তুলে যখন গ্যালারির অভিবাদন কুড়িয়ে নিচ্ছেন নীতিশ (Nitish Kumar Reddy), তখন সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা ধরে তাঁর বাবা’কে। কালো শার্ট পরিহিত মুত্থিয়ালা রেড্ডি (Mutyala Reddy) তখন কাঁদছেন অঝোর ধারায়। হিন্দুস্থান জিঙ্ক সংস্থায় চাকরি করতেন তিনি। পুত্রের ক্রিকেট যাতে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে আজ থেকে আট বছর আগে ছেড়েছিলেন সেই কাজ। এরপর থেকে লাগাতার পুত্রের পিছনেই সময় ব্যয় করেছেন তিনি। মেলবোর্নের বাইশ গজে যেন পিতার সেই ঋণ কিছুটা হলেও শোধ করলেন পুত্র। তৃতীয় দিনের খেলা শেষে ক্রিকেটমহলের অন্দরে উঁকি দেওয়ার সুযোগ পেয়েছিলো নীতিশ কুমার রেড্ডি’র পরিবার। রবি শাস্ত্রী (Ravi Shastri), সুনীল গাওস্করদের (Sunil Gavaskar) সাক্ষাৎ হয় তাঁদের। প্রত্যেকেই আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন মুত্থিয়ালা’কে। কুর্নিশ করেছেন তাঁর আত্মত্যাগকে।

নীতিশের বাবা’কে ধন্যবাদ জানালেন গাওস্কর-

Nitish Kumar Reddy and Mutyala Reddy | Image: Twitter
Nitish Kumar Reddy and Mutyala Reddy | Image: Twitter

সুনীল গাওস্করের (Sunil Gavaskar) সাথে দেখা হতেই আবেগে ভাসলেন নীতিশ কুমার রেড্ডি’র বাবা। কিংবদন্তি ক্রিকেট তারকার পায়ে মাথা ঠেকান তিনি। তাঁকে স্নেহাশীষ দিতে কার্পণ্য করেন নি ‘লিটল মাস্টার’ও। বুকে জড়িয়ে ধরেন। নীতিশের সাফল্যের সিংহভাগ কৃতিত্ব তাঁর বাবাকেই দিচ্ছেন তিনি। ধারাভাষ্য দেওয়ার সময় তরুণ তুর্কির শতরান দেখে কেঁদে ফেলেছিলেন, স্বীকার করেন প্রকাশ্যেই। গাওস্কর (Sunil Gavaskar) বলেন, “আপনারা জানেন উনি (নীতিশের বাবা) কত বড় আত্মত্যাগ করেছেন। আপনার জন্যই আসলে আমার চোখে জল। ভারত একটা রত্ন খুঁজে পেয়েছে আপনার জন্যই।” রবি শাস্ত্রীর (Ravi Shastri) সাথেও সাক্ষাৎ হয় মুত্থিয়ালা ও রেড্ডি পরিবারের অন্যান্য সদস্যদের। প্রাক্তন টিম ইন্ডিয়া কোচ’ও পঞ্চমুখ নীতিশের প্রশংসায়। ধারাভাষ্য দেওয়ার সময় চোখে জল ছিলো তাঁর’ও।

দেখুন সেই সাক্ষাতের ভিডিও-

Also Read: IND vs AUS 4th Test: রান-আউটের পর ক্যাচ মিসের ‘হ্যাট্রিক’ যশস্বী’র, মেলবোর্নে ভারতের ‘ভিলেন’ তরুণ তুর্কি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *