nitish-rana-thanks-rishabh-on-camera

ক্রিকেটদুনিয়ায় অন্যতম সেরা কামব্যাকের গল্প লিখেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাঁর ক্রিকেট কেরিয়ারই পড়েছিলো প্রশ্নের মুখে। হাঁটুর অস্ত্রোপচার করাতে হয়েছিলো। ১৪ মাস ছিলেন মাঠের বাইরে। কঠিন রিহ্যাব সেরে অবশেষে এই বছর আইপিএলের (IPL) আসরে মাঠে ফিরেছেন তিনি। লম্বা সময় ক্রিকেটের সাথে সংযোগ না থাকলেও ছন্দ যে হারান নি তা দিল্লী ক্যাপিটালস জার্সিতে অনবদ্য পারফর্ম করে বুঝিয়ে দিয়েছেন সকলকে। করেছেন ৪৪৬ রান, ৩টি অর্ধশতক। টি-২০ বিশ্বকাপের দলেও তাঁকে জায়গা দিতে বাধ্য হয়েছেন নির্বাচকেরা। কেমন ছিলো ১৪ মাসের এই দুঃসহ যাত্রাটা? এক সাক্ষাৎকারে শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan) খুলে বললেন ঋষভ (Rishabh Pant)। ক্রিকেটার ঋষভের পাশাপাশি মানুষ ঋষভের মহত্বের উপর থেকেও পর্দা ওঠে এই অনুষ্ঠানে।

ঋষভ পন্থের (Rishabh Pant) সাক্ষাৎকার চলার সময়েই ভিডিও কলে তাতে যোগ দেন নীতিশ রাণা (Nitish Rana)। বর্তমানে তিনি উত্তর প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও একটা সময় দিল্লী দলে ছিলেন ঋষভ পন্থের সতীর্থ। দুজনের সম্পর্ক খুবই ঘনিষ্ট। মজার ছলে ঋষভের (Rishabh Pant) ‘সিক্রেট’ ফাঁস করে দেওয়ার হুমকি দিত শোনা যায় কেকেআর সহ-অধিনায়ককে। তবে একই অনুষ্ঠানে মানুষ ঋষভ পন্থের হৃদয় ঠিক কতটা বড় তার ছোট একটি নজির সকলের সামনে উপস্থাপন করেন নীতিশ (Nitish Rana)। বন্ধুর কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায় তাঁকে। ক্রিকেটারর জীবনে ওঠাপড়া থাকতে বাধ্য। তাকে মেনে নিয়েই সামনে তাকাতে হয়। জীবনের এই ধ্রুব সত্যিটা সম্পর্কে তাঁকে অবগত করেছেন ঋষভই, অকপটে স্বীকার করেন রাণা।

Read More:  অপেক্ষার অবসান, গৌতম গম্ভীরের হাতেই টিম ইন্ডিয়ার দায়িত্ব তুলে দিলো BCCI !!

ঋষভের প্রতি কৃতজ্ঞতা জানালেন নীতিশ-

Nitish Rana and Rishabh Pant | Image: Twitter
Nitish Rana and Rishabh Pant | Image: Twitter

জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম বিদেশ সফরের প্রসঙ্গ টেনে আনেন নীতিশ (Nitish Rana)। বলেন, “যখন আমি শ্রীলঙ্কা সফর থেকে ফিরেছিলাম, তখন আমি নিজেকে নিয়েই দ্বিধাগ্রস্ত ছিলাম। আমার সিরিজটা মোটেই ভালো যায় নি। ক্রিকেটীয় বৃত্তেরর একমাত্র মানুষ যিনি আমায় ফোন করে বুঝিয়েছিলেন যে আসল জীবনের সূচনা এখান থেকেই-তিনি ঋষভ পন্থ। ও আমায় বলেছিলো যে ‘দেশের হয়ে খেলার স্বপ্ন, সেটা তুমি অর্জন করে ফেলেছো, এখান থেকে তোমার সামনে তাকানোর পালা।’ বন্ধুত্ব অনেকের সাথেই থাকে, কিন্তু ঋষভ যখন নিজে থেকে আমাকে সাহায্য করেছিলো, তখন সেই অনুভূতিটা স্পেশ্যাল ছিলো।”

নীতিশ (Nitish Rana) আরও বলেন, “…যখন আপনি ভালো খেলেন অনেকে আপনার পাশে থাকবে। কিন্তু ব্যর্থতার সময় কেউই তেমন থাক্বে না। একমাত্র ক্রিকেটদুনিয়ার কেউ যদি প্রতি মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে থাকে, সেটা ঋষভ। এই জন্য আমি ওকে ধন্যবাদ দিতে চাই। কারণ ঐ একটা ১৫ মিনিটের ফোনকল আমার জীবন বদলে দিয়েছিলো।“ বন্ধুর কথা শুনে ঋষভ পন্থের মুখেও দেখা যায় হাসির ঝলক। নীতিশ-ঋষভের (Rishabh Pant) ব্রোম্যান্স গত রবিবার দেখা গেলো খেলার মাঠেও। কেকেআর জার্সিতে নিজের প্রথম আইপিএল জেতেন নীতিশ রাণা। মাঠ থেকেই ভিডিও কল করেন ঋষভ পন্থকে (Rishabh Pant)। টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যস্ততার মধ্যেও বন্ধুর সাথে সেলিব্রেশনে যোগ দেন পন্থ। কেকেআরের আরেক তারকা রিঙ্কু সিং-ও ছিলেন তাঁদের সাথে।

দেখে নিন নীতিশের সাক্ষাৎকারটি-

Also Read: KKR-এর মসনদে গৌতম গম্ভীরকেই চান শাহরুখ খান, রাখলেন অভিনব প্রস্তাব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *