গত বছর বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় টেস্ট দলের হয়ে অভিষেক হয়েছিলো নীতিশ কুমার রেড্ডি’র (Nitish Kumar Reddy)। অস্ট্রেলিয়ার মাটিতে নজর কেড়েছিলেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার। মেলবোর্নে ঐতিহ্যশালী ‘বক্সিং ডে টেস্ট’-এ শতরান’ও করেন তিনি। সেই সাফল্যের সুবাদে ইংল্যান্ড সফরের স্কোয়াডেও রাখা হয়েছিলো তাঁকে। লিডসে না খেললেও এজবাস্টন ও লর্ডসে তাঁকে সুযোগ দিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। হয়ত ম্যাঞ্চেস্টার ও ওভালে সিরিজের বাকি দু’টি টেস্টও খেলতেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় চোট-আঘাত। চতুর্থ টেস্ট শুরুর আগে জিমে অনুশীলন করার সময় হাঁটুতে আঘাত পান নীতিশ (Nitish Kumar Reddy)। সেই কারণেই ছিটকে যেতে হয় তাঁকে। ফিটনেসজনিত সমস্যায় এই মুহূর্তে বেশ ব্যাকফুটে বিশাখাপত্তনমের ক্রিকেটার। এমতাবস্থায় গোদের উপর বিষফোঁড়ার মত আইনি সমস্যাতেও জড়িয়ে পড়েছেন তিনি।
Read More: ইংল্যান্ডের বিপক্ষেও ধরাশায়ী ভারত, গম্ভীরের এই ভুলে পাকিস্তানের মতো পরিণত হচ্ছে দল !!
দায়ের হলো প্রতারণার মামলা-

নীতিশ কুমার রেড্ডি’র (Nitish Kumar Reddy) বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করেছে তাঁর পুরনো ম্যানেজমেন্ট সংস্থা স্কোয়্যার দ্য ওয়ান। গত বছর বর্ডার-গাওস্কর ট্রফি (BGT) চলাকালীনই সংস্থার সাথে ক্রিকেট তারকার বিবাদ চরমে পৌঁছায়। অস্ট্রেলিয়া সফরের পর তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন নীতিশ (Nitish Kumar Reddy)। অন্য এক ভারতীয় ক্রিকেটারের ম্যানেজারের সাথে চুক্তি করেন তিনি। বকেয়া টাকা দেন নি তরুণ অলরাউন্ডার, এই মর্মে একটি মামলা দায়ের করেছে স্কোয়্যার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড সংস্থা। ‘আরব্রিট্রেশন ও কনিসিলিয়েশন অ্যাক্টের ১১(৬) ধারা’ ভেঙেছেন নীতিশ, অভিযোগ করেছে তারা। সূত্রের খবর আগামী ২৮ জুলাই মামলাটি উঠতে পারে দিল্লী হাইকোর্টে। সংবাদসংস্থা ইন্ডিয়া টুডে সূত্রে খবর মিলেছে যে যে বকেয়া থাকা অর্থের পরিমাণ ৫ কোটি টাকা।
২০২৪-এর আইপিএলে প্রথম নজর কেড়েছিলেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। তারপরেই তিনি ডান পান ভারতীয় স্কোয়াডে। তবে নীতিশের সাথে স্কোয়্যার দ্য ওয়ান সংস্থার সম্পর্ক তিনি তারকা হয়ে ওঠার বহু আগে থেকেই। ২০২১ থেকে তাঁকে ‘ম্যানেজ’ করছিলো সংস্থাটি। বেশ কিছু বাণিজ্যক চুক্তিও তাঁরা এনে দিয়েছিলেন তরুণ অলরাউন্ডার’কে। তা থেকে প্রাপ্ত অর্থের ভাগ-বাঁটোয়ারা নিয়েই রয়েছে বিবাদ। “এই ধরণের ৯০ শতাংশ ঘটনা আদালত অবধি গড়ায় না। নিজেদের মধ্যেই দুই পক্ষ বিবাদ মিটিয়ে নেন। কিন্তু এক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ দাবী করা হয়েছে, কারণ নীতিশ কোনো অর্থই দিতে রাজী হয় নি বরং দাবী করেছে যে ঐ বিজ্ঞাপনী চুক্তিগুলি সে নিজেই নিয়ে এসেছে,” ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এক ব্যক্তি।
নীতিশ রেড্ডি’র কেরিয়ার পরিসংখ্যান-

টি-২০ ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পথচলা শুরু করেছিলেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৪টি কুড়ি-বিশের ম্যাচ খেলেছেন তিনি। একটি অর্ধশতকসহ ঝুলিতে রয়েছে ৯০ রান। গড় ৪৫.০০। এছাড়া নিয়েছেন ৩টি উইকেট। ইতিমধ্যে ৭টি টেস্ট ম্যাচও খেলে ফেলেছেন নীতিশ। ২৮.৫৮ গড়ে করেছেন ৩৪৩ রান। মেলবোর্নে একটি চমৎকার শতরানও করেছেন বিশাখাপত্তনমের অলরাউন্ডার। লাল বলের ফর্ম্যাটে দেশের হয়ে তাঁর উইকেটসংখ্যা ৮। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩২ ম্যাচে নীতিশের (Nitish Kumar Reddy) সংগ্রহ ১২৫৭ রান। শতরানের সংখ্যা ২, অর্ধশতক ৩টি। উইকেট নিয়েছেন ৬৬টি। লিস্ট-এ ক্রিকেটে ১৪ ম্যাচে রান ও উইকেট সংখ্যা যথাক্রমে ৪০৩ ও ১৪। ৩৭টি টি-২০তে করেছেন ৬৬৭ রান। নিয়েছেন ৮টি উইকেট।