নীতা আম্বানির ভালবাসায় কাঙাল হলেন এই খেলোয়াড়, সুখের জীবন হলো কষ্টময় !! 1

Nita Ambani: ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার উপর নেমে এসেছে দুঃখের পাহাড়। দীর্ঘ ৪ বছরের সম্পর্কের টানাপোড়েন ঘটেছে। গতকাল রাতে সম্পর্কের ইস্তফা দিয়েছেন পান্ডিয়া ও নাতাশা। তবে শুধু ব্যাক্তিগত সম্পর্ক নয় টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের জায়গা হারাতে হলো হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব তুলে দেওয়া হলো সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতে। একেরপর এক প্রাপ্য জিনিস হারাচ্ছেন পান্ডিয়া।

নিতা আম্বানির কারণে সংসার ভাঙলো এই প্লেয়ারের

Nita Ambani
Nita Ambani | Image: Getty Images

এখন খবর উঠে আসছে যে, আইপিএলে বাজে পারফরম্যান্সের পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বও চলে যেতে পারে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। মালকিন নিতা আম্বানি পান্ডিয়ার ক্যাপ্টেন্সি মানতে পারেননি। হার্দিক পান্ডিয়ার পরিবর্তে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করতে পারেন নিতা আম্বানি (Nita Ambani)।

একসময়ে নিতা আম্বানির সঙ্গে বেশ ভাব তৈরি হয়েছিল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। রোহিত শর্মার মতন অভিজ্ঞ ক্যাপ্টেনকে সিংহাসন থেকে নামিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। MI পল্টন নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলেন পান্ডিয়াকে। জানা গিয়েছিল হার্দিক পান্ডিয়ার সঙ্গে ২০২৩ সালের বিশ্বকাপ চলাকালীন কথোপকথন করেছিল মুম্বই টিম ম্যানেজমেন্ট, আর মুম্বই ইন্ডিয়ান্সের নেওয়া এই সিদ্ধান্ত কাল হয়ে দাঁড়ায় হার্দিক পান্ডিয়া উপরে।

ক্যারিয়ার শেষ হলো হার্দিকের

Hardik pandya, ipl 2024, nita ambani
Hardik Pandya | Image: Getty Images

প্রথমত, বিশ্বকাপের মঞ্চ থেকে চোট পেয়ে ছিটকে যেতে হয় হার্দিক পান্ডিয়াকে। এরপর মুম্বই দলের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে হার্দিক পান্ডিয়ার নিন্দা শুরু হয়। এরই মাঝে পান্ডিয়াকে নিয়ে মাঠে ও মাঠের বাইরে নানান আপত্তিকর কথা চলতে থাকে। এমনকি এই সময় হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশা ইনস্টাগ্রাম থেকে ‘পান্ডিয়া’ পদবি সরিয়ে দেন। তার পর থেকেই শুরু হয় জলঘোলা হওয়া।

বিশ্বকাপ কিংবা আইপিএলের কোনো ম্যাচ দেখতেই আসেননি নাতাশা। জল্পনা একেরপর এক বেড়েই যায়। এমনকি সমাজ মাধ্যম থেকে হার্দিকের সাথে কাটানো সময় গুলির ফটো তিনি মুছে ফেলেন, পাশাপশি হার্দিক টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও নাতাশার পক্ষ থেকে কোনো শুভেচ্ছা বার্তা না আসায় এটা স্পষ্ট হয়ে দাঁড়ায় যে তাদের সম্পর্কের কোনো না কোনো ঘাটতি রয়েছে। গতকাল হার্দিক তাদের সম্পর্কের কথা জানিয়ে দেন।

Read Also: Nita Ambani: আম্বানির ছেলের বিয়েতে উপস্থিত নেই রোহিত শর্মা, তবে কি সম্পর্কে ফাটল ধরল ??

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *