বাংলার ক্রিকেট উন্নতি করার ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) দীর্ঘদিন ধরে নিজের অবদান রেখেছেন। তার দেখানো পথ ধরে এগিয়ে গেছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) থেকে শুরু করে ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। তবে প্রথম বাঙালি হিসাবে রিচা ঘোষের (Richa Ghosh) হাতেই উঠল বিশ্বকাপ ট্রফি। শিলিগুড়ির এই তনয়ার সাফল্যে বর্তমানে উচ্ছ্বসিত সমগ্র দেশ। গতকাল ইডেন গার্ডেন্সে তাকে সিএবির (CAB) পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এর সঙ্গেই একাধিক সম্মান তুলে দেওয়া হয় এই তারকার হাতে। এবার রিচার জন্য আরও এক চমক অপেক্ষা করছে। সিএবির পক্ষ থেকে এবার নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
Read More: পুলিশের বড়ো পদে রিচা ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ সন্মান বিশ্বকাপ জয়ীকে !!
ভারতকে দিয়েছেন অনন্য সন্মান-

এই বছর মহিলাদের বিশ্বকাপ (Women’s ODI WC 2025) ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হয়েছিল। ব্লু ব্রিগেডদের হয়ে ব্যাটিং অর্ডারে ওপেনার হিসেবে দুরন্ত ফর্মে ছিলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। এছাড়াও নিচের দিকে ব্যাট করতে নেমে দলকে ভরসা দেন রিচা ঘোষ (Richa Ghosh)। তার একের পর এক বিধ্বংসী ইনিংস দলকে আত্মবিশ্বাস দিয়েছে। ফাইনালে দক্ষিণ আফ্রিকার (India W vs South Africa W) বিপক্ষে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময় তার ব্যাটিং ভক্তদের মন জয় করে নিয়েছিল।
১৪০’এর ওপর স্ট্রাইক রেটে ২৪ বলে তুলে নেন ৩৪ রান। বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন রিচা। ১২ টি ছক্কা হাঁকিয়ে দৃষ্টান্ত তৈরি করেন। ৮ ম্যাচে সংগ্রহ করেছিলেন মোট ২৩৫ রান। বিশ্বকাপ জয়ে এই বঙ্গ তনয়ার বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পর্যন্ত শুভেচ্ছা জানান। এর সঙ্গেই ইডেন গার্ডেন্সে শনিবার মমতা ব্যানার্জি (Mamata Banerjee) রিচার হাতে তুলে দেন অসংখ্য পুরস্কার।
রিচা ঘোষের নামে স্ট্যান্ড-

শনিবার ইডেন গার্ডেন্সে রিচা ঘোষকে বঙ্গভূষণের সম্মান দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া তাকে রাজ্য সরকারের পুলিশ বিভাগের ডিএসপি পদে চাকরি দেওয়া হয়েছে। সিএবির (CAB) পক্ষ থেকে বিশ্বকাপ জয়ী এই তারকার হাতে তুলে দেওয়া হয় গোল্ডেন ব্যাট ও বল। এবার সূত্র অনুযায়ী রিচার নামে ইডেন গার্ডেন্সে নতুন স্ট্যান্ড উন্মোচনের সিদ্ধান্ত নিতে চলেছেন বাংলা ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।
এই ঐতিহাসিক স্টেডিয়ামে সৌরভ গাঙ্গুলী এবং ঝুলন গোস্বামীর নামে ইতিমধ্যেই স্ট্যান্ড রয়েছে। প্রসঙ্গত এই বছর মহিলাদের বিশ্বকাপ চলাকালীন অন্ধ্রপ্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে মিতালি রাজের (Mithali Raj) নামে নতুন স্ট্যান্ড উন্মোচন করে সম্মান জানানো হয়। মিতালি ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন। ফলে রিচার (Richa Ghosh) নামে ইডেন গার্ডেন্সে স্ট্যান্ড হলে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।