IPL 2023: "আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিক..." আইপিএলের সময়সূচি প্রকাশ হতেই ট্রোল হলেন ভারতীয়রা !! 1

IPL 2023: প্রকাশিত হলো আইপিএল ২০২৩-এর আইপিএল এর সময়সূচি, মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় তো টোয়েন্টি লীগ আইপিএল (IPL), তালিকা প্রকাশ হওয়ার পরই জানা গিয়েছে এবছর আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে, চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস, ৩১ মার্চ আহমেদাবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। গত সিজিনে নবম স্থানে শেষ করেছিল ধোনির চেন্নাই ও প্রথম প্রচেষ্টায় আইপিএল ট্রফি নিজের নামে করে গুজরাট, আইপিএলে এবছর ও দেখা যাবে ১০ টি দল, গত বছরের মতন ই একই নিয়মে খেলা হবে ম্যাচ গুলি। মোট ৭০ টি ম্যাচ দেখা যাবে প্লে অফসের আগে এবং ৩ টি প্লেঅফস ও ফাইনাল ধরে মোট ৭৪ টি খেলা হবে এই আইপিএলে। আইপিএলের তালিকা প্রকাশ হওয়ার পরেই ভক্তরা সমাজ মাধ্যমে ভারতীয় প্লেয়ারদের নিয়ে ট্রোল করতে শুরু করে দিয়েছে।

সমাজমাধ্যমে চড়াও হয়েছেন ভারতীয় ভক্তরা

Jasprit Bumrah and Rohit Sharma
Jasprit Bumrah and Rohit Sharma | Image : Getty Images

বর্তমানে ভারতীয় দলে সুযোগ পাওয়ার অন্যতম হাতিয়ার হলো এই আইপিএল, এর মাধ্যমেই বহু প্লেয়ার লম্বা সময় ধরে খেলে আসছে, আবার ঘরোয়া ক্রিকেটের অনেক মুখ নষ্ট হয়েছে এই আইপিএলের চক্করে, জাসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) , রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), রোহিত শর্মা (Rohit Sharma), কে এল রাহুল (KL RAHUL) দের মতন অনুভবি প্লেয়াররা আইপিএলে একটি ম্যাচও মিস করে না যেখানে জাতীয় দলের হয়ে খেলতে গেলে প্রায়শই চোট পেতে থাকেন তারা, আবার প্রাক্তন ভারতীয় দলের নির্বচক চেতন শর্মা এই চোট সংক্রান্ত তথ্যের বেপ্যার মুখ খুলে ভারতীয় বোর্ডকে একেবারে নাড়িয়ে দিয়েছে, যেখানে তিনি স্পষ্ট বলেছেন ভারতীয় প্লেয়াররা সুস্থ না থাকলে ইনজেকশন পুশ করে দলের হয়ে খেলে, যদিও ঘটনার সত্যতা এখনও যাচাই করা হয়নি, তবে আজ আইপিএলের তালিকা প্রকাশিত হওয়ার পরই যেন ভক্তরা ভারতীয় প্লেয়ারদের ট্রোলের বন্যা বইয়ে দিচ্ছেন।

দেখেনিন ট্রোল

https://twitter.com/vkt453/status/1625541478960467973

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *