WPL 2023: "জার্সি নম্বর ১৮ হলেই কেউ রানী হয়ে যায় না", দ্বিতীয় ম্যাচেও ভরাডুবির পর নেটিজেনরা স্মৃতির নিলেন একহাত !! 1

WPL 2023 : পরস্পর দুটি ম্যাচে দুটি পরাজয়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের মিললো আবার পরাজয়। হারমানপ্রীত কৌরের (Harmanpreet Kaur) মুম্বই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। ব্যাটিং করতে এসে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার। কিন্তু বেশি সময় ক্রিজে স্থায়ী হতে পারেননি স্মৃতি।

১৭ বলে ২৩ রান করেন অধিনায়ক স্মৃতি। ভারতীয় দলের এই ওপেনার ব্যাটসম্যান রিতিমতন হিমশিম খাচ্ছেন WPL-এই অধিনায়কত্বের ভার পেয়ে। প্রথম ম্যাচেও বেশিক্ষন টিকে থাকতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে জলদি আউট হয়ে ও ম্যাচ হারার জন্য সমাজ মাধ্যমে বাজে ভাবে ট্রোল হয়েছেন স্মৃতি।

মিললো পরস্পর দুটি পরাজয়

WPL 2023: "জার্সি নম্বর ১৮ হলেই কেউ রানী হয়ে যায় না", দ্বিতীয় ম্যাচেও ভরাডুবির পর নেটিজেনরা স্মৃতির নিলেন একহাত !! 2
MI VS RCB

টস জিতে ব্যাটিং করতে এসে বেশ ভালো শুরু করেছিলেন অধিনায়ক মন্ধনা ও সোফিয়া ডেভিন (Sophie Devine)। প্রথম উইকেট হারান দলের ডেভিন। ১১ বলে ১৬ রান করেন এই কিউই। তবে এর পর শুরু হয় উইকেট হারানোর পালা। ৩২ রানে ৫ উইকেট হারিয়ে সমস্যার সম্মুখীন হয় RCB । ৭১ রানে অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায়। ১৫৫ রানেই ১৯ তম ওভারের মধ্যেই অলআউট হয়ে যায় RCB।

বিপরীত শিবিরে অসাধারণ প্রদর্শন দেখায় তিন ডিপার্টমেন্টেই। মুম্বই দলের অলরাউন্ডার হাইলি ম্যাথিউস (Hayley Matthews) ৪ ওভারে ৩ উইকেট নেন। ২ টি করে উইকেট নিয়েছেন আমেলিয়া কের (Amelia Kerr) ও সাইকা ঈশাক (Saika Ishaque)।  ১৫৬ রান তাড়া করতে এসে পাওয়ার প্লের ভরপুর ফায়দা তোলেন ম্যাথিউস ও ইয়াস্তিকা।

এরপর ব্যাটিং করতে এসে পাওয়ার হিটিংয়ের নমুনা দেখান ন্যাট স্কিভার ব্রান্ট (Nat Sciver-Brunt)। অলরাউন্ডার ন্যাটালি স্কিভার ব্রান্ট ৫৫  রান করেন। এবং আজকের খেলায় ব্যাট ও বল হাতে জ্বলে ওঠেন হেইলি ম্যাথিউস, ৩৮ বলে ৭৭ করে অপরাজিত থাকেন তিনি। পরস্পর দুটি ম্যাচ হেরে ট্রোলের মুখে পড়েন স্মৃতি মন্ধনা।

দেখেনিন ট্রোল

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *