বিশ্বকাপের মতই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও টিম ইন্ডিয়ার অন্যতম ভরসার মুখ মহম্মদ শামি (Mohammed Shami)। সদ্য চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন। আইসিসি টুর্নামেন্টে কেমন পারফর্ম করবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন অনেকেই। কিন্তু যাবতীয় সন্দেহ ফুৎকারে উড়িয়ে নিজেকে আরও একবার ম্যাচ উইনার হিসেবে প্রমাণ করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাফল্য না পেলেও ফের জ্বলে উঠলেন সেমিফাইনালে। অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই ওপেনার কুপার কনোলি’কে আউট করেন তিনি। এরপর স্টিভ স্মিথকেও সাজঘরে ফেরান ভারতীয় পেস তারকা। শামি’র বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হন অস্ট্রেলীয় অধিনায়ক। ডেথ ওভারে নাথান এলিসকেও আউট করেন তিনি। ৪ ম্যাচে মোট ৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী শামি (Mohammed Shami)।
Read More: CT 2025 IND vs NZ: নিউজিল্যান্ডকে চমকে দেওয়ার স্ট্র্যাটেজি তৈরি গম্ভীরের, ফাইনালের জন্য প্রস্তুত রাখছেন মানসপুত্রকে !!
দেশের হয়ে মাঠে সর্বস্ব উজাড় করে দিচ্ছেন শামি (Mohammed Shami)। পাকিস্তানের বিরুদ্ধে ডান পায়ে টান লেগেছিলো তাঁর। যন্ত্রণা সয়েও বোলিং করেছেন। তার পরেও একশ্রেণির কট্টরপন্থীদের আক্রমণের শিকার হতে হলো তাঁকে। চলছে রমজান মাস। এই সময় সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি কোনোরকম খাদ্য ও পানীয় গ্রহণ করলেন না ইসলাম ধর্মাবলম্বীরা। কিন্তু খেলার ধকল সামলে ‘রোজা’ রাখা সম্ভব হয় নি মহম্মদ শামি’র (Mohammed Shami) পক্ষে। ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল চলাকালীন তাঁকে দেখা যায় ইলেক্ট্রোলাইট পান করতে। এই নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। দেশ আগে না ধর্ম এই প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ক্রিকেটদুনিয়া। আগুনে ঘি ঢেলেছেন অল ইন্ডিয়া মুসমিল জামাত সংস্থার সভাপতি মৌলানা সাহাবুদ্দিন রাজভি বেরেইলভি। শামি’র (Mohammed Shami) গায়ে রীতিমত ‘অপরাধী’ তকমা লাগিয়ে দিয়েছেন তিনি।
“ইসলাম মতে রোজা (উপবাস) বাধ্যতামূলক। সকল সুস্থ পুরুষ ও মহিলাকে এটা মেনে চলতেই হয়। যদি কেউ ইচ্ছাকৃত উপবাস না করে তাহলে সেটা বড়সড় পাপ। ধর্মীয় দায়িত্ব হওয়া সত্ত্বেও মহম্মদ শামি রোজা রাখেন নি। উপবাস না করে উনি শরিয়ার চোখে থেকে বড়সড় ‘পাপ’ করেছেন। ধর্মের দৃষ্টিভঙ্গী থেকে উনি ‘অপরাধী’। এটা করা ওনার উচিৎ হয় নি। আমি ওনাকে ইসলামের বাধ্যবাধকতা মেনে চলার উপদেশ দিচ্ছি,” জানিয়েছেন মৌলানা। কট্টরপন্থীদের আক্রমণের মুখেও অবশ্য দেশের ক্রিকেটজনতার সিংহভাগকেই পাশে পাচ্ছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ‘এই মৌলানাদের কোনো ধারণাই নেই ক্রিকেট খেললে শরীরের উপর কতটা ধকল যায়,’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন একজন। ‘এনাদের সর্বসমক্ষে নিয়ে এসে তিরষ্কার করা উচিৎ,’ শামি’র স্বপক্ষে লিখেছেন আরও একজন। ‘এগিয়ে চলো শামি, তোমার পাশে গোটা দেশ,’ মন্তব্য আরও একজনের।
দেখুন ট্যুইট চিত্র-
He’s a sportsperson. He’s no religious bigot. Let him play for himself and for the nation as well. Keep the religions out of sports and games.
— GK (@metadoors) March 6, 2025
He is a true soldier. There are many of us who cannot fast during Navratras so does that make us non hindu or a filthy creature⁉️ NO. So we are with him and will always be proud of him.
— Saurabh Singh (@Sikarwar_SSingh) March 6, 2025
That maulana must be taken care of by the authorities
— Leopard (@foxbat_rai) March 6, 2025
He belongs to Kolkata where people are very open minded, be it Hindu or Muslim or Sikh or Christian or Parsi or Jew. They live their life happily with very less rules and regulations. Children grow with such openness,that when they grow up,they don’t develop any typical judgement
— DDatta (@deba_65) March 6, 2025
What the fuck is this? You all don’t have any serious issues!
— Rahul Yadav (@MODERNINDIA1879) March 6, 2025
Right this is the personal matter no one have a right to command on it
— 𝐓𝐀𝐌𝐈𝐋 (@tamil7315) March 6, 2025
Fasting (Roza) is a personal affair between an individual and his almighty god (Allah). Hence, no maulana or any one has a right to call anyone a ‘sinner’.
— fahd (@fahadfahim) March 6, 2025
haan paapi hai shami bhai, jo ukhaadna hai ukhaado…em howlagallunnarura
— Jitendra (@hydbadshah) March 6, 2025
Name and shame the Maulana?
— Arunudoy Bhattacharjee (@ArunudoyB) March 6, 2025
It is his personal matter, no one right to comment on it
— Rajan (@rajansiha98) March 6, 2025
Also Read: CT 2025: ফাইনালে হার নিশ্চিত ভারতের, সিঁদুরে মেঘ দেখছে ক্রিকেটমহল !!