অ্যাথলেটিক্সের দুনিয়ার ভারতীয় পতাকাকে সবার উপরে স্থান করে দিয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। দুরন্ত জ্যাভেলিন থ্রো’তে ২০২১ সালে টোকিও’র মাটিতে অলিম্পিক সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন তিনি। ২০০৮ সালে শুটিং-এ সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। তার ১৩ বছর পর অলিম্পিকে ভারতকে সোনার স্বাদ এনে দেন নীরজ (Neeraj Chopra)। প্রথম ভারতীয় হিসেবে সোনা জেতেন অ্যাথলেটিক্স বিভাগে। অলিম্পিক থেকে সোনালী সময় শুরু হয়েছিলো নীরজের তা অব্যাহত রয়েছে এখনও। দেশ-বিদেশের নানা অ্যাথলেটিক্স মিট, ডায়মন্ড লীগ এমনকি কমনওয়েলথ গেমস বা এশিয়ান গেমসের মত বড় আসরেও একের পর এক সোনার পদক জিতে দেশের মাথা উঁচু করেছেন তিনি। হরিয়ানার নীরজ হয়ে উঠেছেন ভারতের ‘সোনার ছেলে।’
জ্যাভেলিন-এর পাশাপাশি নীরজের (Neeraj Chopra) অন্যতম পছন্দের খেলা ক্রিকেট। প্রায়শই মাঠে দেখা যায় তাঁকে। গত ১৯ নভেম্বর আহমেদাবাদের মাঠে বিশ্বকাপ ফাইনাল দেখতেও হাজির ছিলেন তিনি। মিডিয়ার চোখ এড়িয়ে খানিক নিভৃতেই চাক্ষুস করেছেন ম্যাচ। ভারত ৬ উইকেটের ব্যবধানে পরাজিত হওয়ায় দেশের বাকিদের মতই মন খারাপ নীরজেরও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গ্রুপ পর্ব থেকে ফাইনাল অবধি ভারতীয় দলের যাত্রাপথকে কুর্নিশ জানিয়েছেন তিনি। নীরজ (Neeraj Chopra) নিজে একজন স্পোর্টসম্যান। তাই ভালো করেই বুঝতে পেরেছেন তীরে এসে তরী ডোবার যন্ত্রণা। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিটি ছত্রে ছত্রে তাই ছিলো রোহিত-বিরাটদের প্রতি সহানুভূতি। বিশ্বকাপের পরেও নীরজের ক্রিকেট প্রেম কমে নি বিন্দুমাত্র। স্বতপ্রবৃত্ত হয়েই তিনি এগিয়ে এলেন জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah) সাহায্য করতে। দিলেন গতি বাড়ানোর টোটকা।
Read More: IPL 2024: রিটেন হয়ে ভুল করেছে এই ৩ খেলোয়াড়, নিলামে অংশ নিলে হতো লক্ষ্মীলাভ !!
বুমরাহ’কে পরামর্শ দিলেন নীরজ চোপড়া-

ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) কেরিয়ার বেশ ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে গত দুই বছরে। পিঠের চোটের জন্য লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। স্ট্রেস ফ্র্যাকচারের কারণে খেলা হয় নি ২০২২-এর এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ। ২০২৩-এর আইপিএল বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও বুমরাহ’র অনুপস্থিতি অনুভূত হয়েছে। শেষমেশ নিউজিল্যান্ডে অস্ত্রোপচার ও বেঙ্গালুরুর এনসিএ-তে দীর্ঘ রিহ্যাবের পর মাঠে ফিরেছেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। প্রাথমিক জড়তা কাটিয়ে ফের হয়ে উঠেছেন ভারতীয় সমর্থকদের প্রিয় ‘বুম-বুম-বুমরাহ।” এশিয়া কাপে চমকপ্রদ পারফর্ম করেছেন। বিশ্বকাপে (ICC World Cup 2023) ১৮.৬৫ গড়ে ১১ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট।
তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra) সম্প্রতি সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেই বুমরাহ-বন্দনায় মাততে দেখা গিয়েছে তাঁকে। জ্যাভেলিন সুপারস্টার জানান, “আমার জসপ্রীত বুমরাহ’কে ভালো লাগে। ওর বোলিং অ্যাকশন বেশ স্বতন্ত্র। গতি বাড়ানোর জন্য আমার মনে হয় ওর রান-আপ লম্বা করা উচিত। জ্যাভেলিন থ্রোয়ার হিসেবে আমরা সবসময় আলোচনা করি কি করে বোলাররা গতি বাড়াতে পারে, যদি নিজেদের রান-আপ একটু লম্বা করে। আমার বুমরাহ’র স্টাইল ভালো লাগে।” বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয় প্রসঙ্গেও মুখ খুলেছেন নীরজ। বলেন, “হয়ত মানসিক ভাবে শুরু থেকেই অস্ট্রেলিয়া এগিয়ে ছিলো। যখন ওরা বোলিং করছিলো,আমার মনে হচ্ছিলো ওরা মানসিকভাবে বেশ শক্তিশালী। নিজেদের খেলা নিয়ে ওরা আশ্বস্ত ছিলো।”