Nathan lyon, THE ASHES
Nathan Lyon | Image: Twitter

বেশ জমে উঠেছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (ENG VS AUS) টেস্ট সিরিজ চলছে। দুই দলের মধ্যে অসাধারণ এক ম্যাচ দেখা যাচ্ছে। আপাতত দ্বিতীয় টেস্টের কথা বলতে গেলে, দ্বিতীয় টেস্টে আবার একবার টস জেতেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। প্রথমে ব্যাটিং করতে এসে বেশ দারুন সূচনা দেন অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা। ৮৮ বলে দুর্দান্ত ৬৬ রান বানান ডেভিড ওয়ার্নার (David Warner)। ৯৩ বলে ৪৭ রান করেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। পাশাপাশি, দলের হয়ে ৭৩ বলে ৭৭ রান করেন ট্রেভিস হেড (Travis Head)। আর এবার একবার ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন স্টিভ স্মিথ (Steve Smith)। ১৮৪ বলে ১১০ রান বানান তিনি। ১০ উইকেট হারিয়ে ৪১৬ রান বানায় অস্ট্রেলিয়া দল।

পাশাপাশি, দ্বিতীয় ইনিংসে যখন ইংল্যান্ড দল ব্যাটিং করতে আসেন তখন আবার বাজবলতে পদ্ধতি খেলতে দেখা গেল। ৪৮ বলে ৪৮ বানান জ্যাক ক্রোওলি (Jack Crawley), ওলি পোপ (Ollie Pope) ৬৩ বলে ৪২ রান বানান। আপাতত দলের হয়ে সর্বাধিক ১৩৪ বলে ৯৮ রান বানিয়ে আউট হবে বেন ডাকেট (Ben Duckett)।তবে, গতকাল অজিদের চিন্তার বিষয় ছিল নাথান লিয়নের (Nathan Lyon) চোট। ফিল্ডিং করতে গিয়ে চোট পান লিয়ন। আজকে তিনি একবারে ক্রেপ ব্যান্ডেজ জড়িয়ে মাঠে উপস্থিত হলেন। তার হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। তাকে হাটতে গিয়ে ওয়াকিং স্টিকের সাহায্য নিতে হচ্ছে। তার অবস্থা দেখে মনে হচ্ছে, এই ম্যাচ থেকে বাদই পরে গেলেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *