শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ, মুশফিকুরের 'হেলমেট সেলিব্রেশন' হলো ভাইরাল !! 1

BAN vs SL: হেলমেট খুলে নকল করতে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ঝোলাত পুরেছে বাংলাদেশ। আর সিরিজ জিততেই টাইমড আউট সেলিব্রেশনের বদলা নিল বাংলাদেশ। বাংলাদেশ দলের প্রাক্তন ক্যাপ্টেন মুশফিকুর রহিম ‘হেলমেট’ খুলে নকল করা সেলিব্রেশন করে সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে উঠেছেন। ২০২৩ বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিরুদ্ধে বিতর্কে জড়িয়ে শিরোনামে উঠে আসেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)।

মুশফিকুরের ‘হেলমেট সেলিব্রেশন’ হলো ভাইরাল

Ban vs sl
BAN vs SL | Image: Getty Images

গতকাল বাংলাদেশ ও শ্রীলঙ্কা তাদের তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচটি খেলেছিল, যেটি ছিল সিরিজ ডিসাইডার। সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারানোর পর হাতে ঘড়ির চিহ্ন দেখিয়ে বাংলাদেশকে ট্রোল করেছিলেন, তবে তার থেকে রিভেঞ্জ নিলেন মুশফিকুর। সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে সেলিব্রেশন করার সময় হেলমেট নিয়ে যান। তবে এটি ছিল বিশ্বকাপে ঘটে থাকা মাটগইউজের

বিশ্বকাপে টাইমড আউট হয়েছিলেন মাথিউজ

প্রসঙ্গত শ্রীলঙ্কান দলের প্রাক্তন অধিনায়ক মাথিউজ (Angelo Mathews) ক্রিজে আসতে দেরি করেন। আসলে ব্যাটিং করার আগেই ম্যাথুজের হেলমেটের স্ট্র্যাপ ছিড়ে গিয়েছিল। যে কারণে তিনি দেরিতে ক্রিজে আসেন। ক্রিকেটের নিয়ম অনুযায়ী একজন ব্যাটার আউট হওয়ার তিন মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটারকে বলের মোকাবিলা করতে প্রস্তুত হতে হয়। কিন্তু হেলমেট নিয়ে সমস্যায় পড়েছিলেন ম্যাথিউজ।

তিন মিনিটের মধ্যে হেলমেটের সমস্যা না মেটানোর জন্য মাথিউজকে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan) টাইম আউটের অপরাধে আম্পায়ারের কাছে অভিযোগ জানান। সেই অভিযোগ নিয়ে মাথিউজ আম্পায়ার ও শাকিবকে অনুরোধও করেছিলেন। তাতেও কাজ হয়নি। শাকিব নিজের সিদ্ধান্তে ছিলেন অনড়, আর শাকিবের কারণেই আউট হতে হয় ম্যাথিউজকে। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসে শাকিবকে আউট করে নিজের ঘড়ির দিকে লক্ষ করে ‘টাইম আউটের’ সেলিব্রেশন করেন। আর এই সেলিব্রেশন গুলো এখনও চলে আসছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ গুলিতে।

আরও পড়ুন | চোটের থাবা চেন্নাই শিবিরে, IPL শুরুর চারদিন আগেই ছিটকে গেলেন তারকা পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *