আজকের ম্যাচটি অত্যন্ত জরুরি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য। যে দল জিতবে, তারা প্রথম দল হিসেবে প্লে অফসে যোগ্যতা অর্জন তো করবেই, পাশাপাশি প্রথম দুই স্থানের মধ্যেও থেকে যেতে পারে। এই অবস্থায় অধিনায়ক রোহিত শর্মাকে বাদ দিয়ে কি অবস্থায় নামবে মুম্বই, দেখে নেওয়া যাক সম্ভাব্য একাদশ।
১. কুইন্টন ডি কক
হালে বেশ ভালো ফর্ম এসেছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যান। ১১ ম্যাচে ৩৭৪ রান, যার মধ্যে চারটি অর্ধশতরানের ইনিংস খেলেছেন ডি কক। ওপেনিংয়ে ভরসাযোগ্য ইনিংস খেলতে সক্ষম তিনি।
২. ঈশান কিষান
রোহিত শর্মার চোটের দরুণ ওপেনিংয়ের দায়িত্ব সামলাতে হচ্ছে এই বাঁ হাতি ব্যাটসম্যানকে। ওপেনিংয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন কিষান। পাশাপাশি গতবার আরসিবির বিরুদ্ধে দুরন্ত ৯৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি, ফলে আবারও সেই একই পারফর্মেন্স দিতে মরিয়া।
৩. সূর্যকুমার যাদব
মুম্বই ইন্ডিয়ান্সের টপ অর্ডারের অত্যন্ত ভরসাযোগ্য ব্যাটসম্যান হিসেবে রয়েছেন তিনি। মুম্বইয়ের রঞ্জি দলের অধিনায়ক গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম মূখ্য খেলোয়াড় হিসেবে নিজের জায়গা দখল করে রেখেছেন। এবারের আইপিএল এ ১৪৮ স্ট্রাইক রেটে ২৮৩ রান করেছেন সূর্য।
৪. সৌরভ তিওয়ারি
রোহিত শর্মার পরিবর্তে আসা ঝাড়খন্ডের এই বাঁ হাতি ক্রিকেটার সুযোগ পেলেই রান করছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। ৩২ এর গড় রেখে তিনি খেলেছেন চার ম্যাচে। মিডল অর্ডারে ধরে রাখার জন্য বেশ ভালো ভূমিকা রেখেছেন সৌরভ।
৫. ক্রুনাল পান্ডিয়া
বাঁ হাতি এই তারকা অলরাউন্ডার মুম্বই ইন্ডিয়ান্স দলে ভারসাম্য নিয়ে আসেন। মিডল অর্ডারকে ধরে রাখার ক্ষমতা রয়েছে বরোদার এই অলরাউন্ডারের। পাশাপাশি স্লগ ওভারে রান রেট বাড়ানোর ভূমিকাও রাখেন তিনি। পাশাপাশি তার আটোসাটো লেফট আর্ম স্পিন বোলিং যথেষ্ট কার্যকরী প্রমাণিত হয়েছে এবারের আইপিএল এ।
৬. হার্দিক পান্ডিয়া
মুম্বই ইন্ডিয়ান্সের এক্স ফ্যাক্টর হিসেবে পরিচিত হার্দিক পান্ডিয়া। স্লগ ওভারে তার দুর্ধর্ষ ব্যাটিং যেন বুস্টারের কাজ করে মুম্বইয়ের জন্য। এছাড়া চোট ক্রমশ সেরে ওঠার দরুণ তিনি হয়ত দুই এক ওভার বোলিংও করে দিতে পারবেন।
৭. কাইরন পোলার্ড
ক্রিকেটার হিসেবে তো নিজের জাত চিনিয়েছেন পোলার্ড, তবে অধিনায়ক হিসেবেও অত্যন্ত সফল এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। সদ্য অধিনায়ক হিসেবে জিতেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। সুতরাং এবার অধিনায়ক হিসেবে আইপিএল জিততে ভূমিকা রাখতে চাইবেন পোলার্ড।
৮. জেমস প্যাটিনসন
এবারের আইপিএল এ বেশ জোরদার পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। আট ম্যাচে ১১টি উইকেট নিয়ে এই মুহুর্তে মুম্বইয়ের পেস ব্রিগেডের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। ফলে এই ম্যাচে তিনি থাকছেন।
৯. রাহুল চাহার
নিয়মিত হারে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে এই তরুণ লেগস্পিনারের। প্রয়োজনে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করে রাখতে পারেন নিজের বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ের মাধ্যমে। এবারের আইপিএল এ ১৩টি উইকেট নিয়েছেন চাহার।
১০. ট্রেন্ট বোল্ট
ওডিআই ক্রিকেটের এক নম্বর বোলারকে পেয়ে মুম্বইয়ের বোলিং লাইনআপ আরও শক্তিশালী হয়ে উঠেছে। ১৬টি উইকেট নিয়ে এই মুহুর্তে পার্পল ক্যাপ দখলের লড়াইয়ে রয়েছেন কিউই এই বাঁ হাতি পেসার।
১১. জসপ্রীত বুমরাহ
মুম্বইয়ের ভয়ংকর বোলিংয়ের নেতা তথা বিশ্বের সেরা ডেথ বোলার জসপ্রীত বুমরাহকে প্রথম একাদশের বাইরে রাখার সাহস কেউই করবে না। ১৭টি উইকেট নিয়ে এবারের আইপিএল এ দুর্ধর্ষ ফর্মে রয়েছেন বুমরাহ।