সমাপ্তি ঘটেছে ক্রিকেট বিশ্বকাপের, আর শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৪ (IPL 2024) নিয়ে চর্চা। আইপিএল’এর উন্মাদনা এখন তুঙ্গে। সূত্রের খবর অনুযায়ী এবারের আইপিএল নিলাম ‘দুবাই..’ তে অনুষ্ঠিত হতে চলেছে। ১৯ ডিসেম্বর হতে চলেছে নিলাম। ১৫ই নভেম্বরের মধ্যে দলগুলিকে ছেড়ে দেওয়া দেওয়া খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার কথা ছিল তবে চলতি বিশ্বকাপের কথা মাথায় রেখে তা বাড়ানো হয়েছে ২৬ নভেম্বর পর্যন্ত। তবে আসন্ন আইপিএলে দল হারাচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)।
Read More: IPL 2024: ট্রফি জয় অনিশ্চিত, নিলামের আগেই দুই স্টার প্লেয়ারকে দিল্লি ক্যাপিটালস দেখালো বাইরের পথ !!
মুম্বই ইন্ডিয়ান্স নিলো বড় সিদ্ধান্ত

মুম্বই দলে ফিরতে চলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ২০১৫-২০২১ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের (MI) সদস্য ছিলেন হার্দিক। তবে ২০২২ সালে তিনি গুজরাত দলে আসেন ফিরে। তবে সূত্রের খবর অনুযায়ী রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তন হিসাবেই দলে ফিরেছেন হার্দিক। নিলামের আগেই চলছে ট্রেডিং ব্যাবস্থা। নভেম্বর মাসের শুরুতে অলরাউন্ডার রোমারিও শেফার্ডকে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ট্রেড করেছিল লখনৌ সুপার জায়ান্টস (LSG)। তবে মুম্বই করতে চলেছে বড় ট্রেড, ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও পেসার জোফরা আর্চারকে (Jofra Archer) মুক্তি দিতে চলেছে মুম্বই দল এবং দলে শামিল করতে চলেছে হার্দিক পান্ডিয়াকে।
মুম্বই দলে ফিরছেন হার্দিক পান্ডিয়া

যদিও এটি একটি বড় সিদ্ধান্ত, তবে এটা না হওয়ার কিছুই নেই, প্রথমত রোহিতের বয়স ৩৬, পরবর্তী আইপিএলে (IPL 2024) তিনি হয়ে উঠবেন ৩৭ বছর বয়সী এবং আগামী কয়’বছর রোহিত খেলবেন তা নিয়েও আছে সংশয়, মুম্বইয়ের হয়ে ৫ ট্রফি জিতেছেন রোহিত। তবে বিগত তিন সিজিনে ১ বার প্লেঅফে পৌঁছাতে সক্ষম হয়েছে মুম্বই দল। অন্যদিকে আর্চারকে ২০২২ সালে দলে শামিল করে মুম্বই, চোটের কারণে পারেননি ওই আইপিএলে খেলতে এমনকি ২০২৩ সালে গুটিকয়েক ম্যাচ খেলেই চোট পান তিনি এবং ছিটকে যান দল থেকে। আর হার্দিকের নেতৃত্বে গুজরাত দল ২ বারেই ফাইনাল উঠেছে ও ১ বার চ্যাম্পিয়নও হয়েছে, দ্বিতীয় বারের চ্যাম্পিয়ন থেকে মাত্র ১ টি ভালো বলই দূর ছিল গুজরাত দল। তবে, ভারতীয় দলের ক্যাপ্টেন এবারের বিশ্বকাপেও বেশ দারুন প্রদর্শন দেখিয়েছিলেন, ৫৯৭ রান বানিয়েছিলেন রোহিত, তবে ফাইনালে অজিদের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।