নিলামের আগেই মুম্বাই ছাড়া অর্জুন তেন্ডুলকর, পন্থের দলে নিচ্ছেন এন্ট্রি !! 1

মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) থেকে একাধিক তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জয়গা পাকা করে নিয়েছে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এই দল থেকে নিজেদের পরিচয় তৈরি করে বর্তমানে জাতীয় দলের অন্যতম স্তম্ভ। আগামী মরসুমের আগে মুম্বাই‌ও নিজেদের দল গোছানোর দায়িত্বে মাঠে নেমে পড়েছে। বেশ কিছু তারকা ক্রিকেটারকে তারা ছেড়ে দিতে পারে বলে খবর সামনে এসেছে। এর মধ্যেই শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) নিয়ে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে নিতা আম্বানির (Nita Ambani) দল। আগামী বছর তাকে নতুন আইপিএল দলে খেলতে দেখা যাবে বলে জানা যাচ্ছে।

Read More: আর নয় জামাই আদর, দলে টিকতে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে—রোহিত-বিরাটদের স্পষ্ট বার্তা BCCI’র !!

অর্জুন তেন্ডুলকারকে ছাড়ছে মুম্বাই-

ipl-2025-mi-buys-arjun-tendulkar-back, ipl 2025
Rohit Sharma and Arjun Tendulkar | Image: Getty Images

ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে লড়াই করে নিজের জায়গা করে নিতে চাইছেন। ২০২১ আইপিএল (IPL) থেকে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) সঙ্গে যুক্ত আছেন। কিন্তু হার্দিক পান্ডিয়াদের হয়ে বেশি খেলার সুযোগ পাননি। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ৩ টি উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন‌। ৩০ লক্ষ টাকার বিনিময়ে এই বছর আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন অর্জুন।

কিন্তু সূত্র অনুযায়ী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ আইপিএলের (IPL 2026) মিনি নিলামের আগে এই ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে মুম্বাই ইন্ডিয়ান্স। লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) তারকা পেসার শার্দুল ঠাকুরের (Shardul Thakur) সঙ্গে তাকে ট্রেড করা হতে পারে। শার্দুলকে দলে নেওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কর্মকর্তারা।

টাকা বাঁচাতে এই সিদ্ধান্ত-

Arjun Tendulkar, champions trophy 2025, ipl 2024, অর্জুন তেন্ডুলকার
Arjun Tendulkar | Image: Getty Images

এই বছর আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন শার্দুল ঠাকুর। পরবর্তী সময় মহসিন খানের (Mohsin Khan) চোটের কারণে এই তারকা পেসারকে ২ কোটি টাকা দিয়ে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস (LSG)। সুযোগ পেয়ে প্রথম দিকে ভালো পারফর্মেন্স করলেও পরবর্তী সময় দলকে ভরসা দিতে ব্যর্থ হন তিনি। ফলে এবার লখনউ কর্মকর্তারা তাকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) সঙ্গে শার্দুলের দামের পার্থক্য রয়েছে। ফলে অদলবদল করলেই বিষয়টির সমাধান হবে না।

সূত্র অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্স শুধুমাত্র কিছু টাকা বাঁচানোর জন্যই অর্জুন তেন্ডুলকরকে ছাড়তে বাধ্য হচ্ছে। অন্যদিকে মিনি নিলামের আগে সবচেয়ে বড়ো ট্রেড হিসাবে সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) দল পরিবর্তনের দিকে তাকিয়ে আছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) দীর্ঘদিনের সদস্য জাদেজাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনার কথা সামনে আসতেই অনেকে অবাক হয়েছেন। উল্লেখ্য আইপিএলে এখনও পর্যন্ত জাদেজা ২৫৪ ম্যাচে মোট ৩২৬০ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ১৭০ টি উইকেট তুলে নিয়েছেন।

Read Also: আইপিএলের আগে বড় ধাক্কা RCB’য়ে, চোটে ছিটকে গেলেন অধিনায়ক পাতিদার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *