আইপিএলের (IPL 2026) ইতিহাসে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সঙ্গে সবচেয়ে বেশি ট্রফি জয় করে রেকর্ড গড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এই কৃতিত্ব অর্জন করেছিল তারা। কিন্তু গত কয়েক বছরে নীতা আম্বানির (Nita Ambani) দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। গত বছর থেকে মুম্বাইয়ের নেতৃত্বে দায়িত্ব সামলাচ্ছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এই অলরাউন্ডারের নেতৃত্বে এই বছর আইপিএলে প্লে ওফে পৌঁছালেও ফাইনালের জায়গা করে নিতে পারেনি মুম্বাই। ফলে দলের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন।
ইতিমধ্যেই কর্মকর্তারা গুজরাট টাইটান্স (Gujarat Titans) থেকে শেরফান রাদারফোর্ডকে (Sherfane Rutherford) তুলে নিয়ে রীতিমতো চমক দিয়েছে। এখানেই থেমে থাকেনি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) থেকে শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) দলে নিয়ে এসেছে তারা। আজ ২০২৬ আইপিএলের জন্য নিজেদের অফিশিয়ালি রিটেন তালিকা প্রকাশ করল মুম্বাই ইন্ডিয়ান্স।
Read More: চমকের পর চমক KKR’এর, বোলিং কোচ হিসেবে এন্ট্রি নিলেন কিউই তারকা !!
মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) রিটেন তালিকা-

ব্যাটসম্যান- রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, রবিন মিঞ্জ, তিলক বর্মা, শেরফান রাদারফোর্ড ( Trade In), রায়্যান রিকেলটন
অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া, নমন ধীর, মিচেল স্যান্টনার, রাজ বাওয়া, উইল জ্যাকস, করবিন বোশ,শার্দুল ঠাকুর (Trade In)
বোলার- জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার, দীপক চাহার, রঘু শর্মা,আল্লাহ গাজানফর, মায়াঙ্ক মার্কান্ডে (Trade In)