অর্জুন তেন্ডুলকর
ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের পুত্র হলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar), আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলে যুক্ত হয়েছেন ২০২০ সাল থেকে কিন্তু এখনো পর্যন্ত দলে সুযোগ মেলে নি সচিন পুত্রের, গত দুই সিজিন মাঠের বাইরে বসেই কাটাতে হলো অর্জুনকে। এবছর তাকে আবার সুযোগ দিয়েছে মুম্বই দল, যদিও তিনি ৫.৬৯ ইকোনোমিতে ৭ ম্যাচে ১০ টি উইকেট নিয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্স অর্জুনকে দলে নিলেও তাকে সুযোগ দেওয়ার সম্ভবনা অনেক কম, তাকে রিলিজ করে দিলে মুম্বই এর কাছে বাড়তি কিছু রাশিফল থাকতো । তাকে ধরে রাখা মুম্বইয়ের একটি ভুল সিদ্ধান্ত।