TOP 3: এই তিনজনকে রিটেন করে ভুল করলো মুম্বই ইন্ডিয়ান্স, গতবারের মতন পস্তাতে হতে পারে দলকে !! 1

ট্রিস্টান স্টাবস

TOP 3: এই তিনজনকে রিটেন করে ভুল করলো মুম্বই ইন্ডিয়ান্স, গতবারের মতন পস্তাতে হতে পারে দলকে !! 2

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকান  উইকেট রক্ষক ব্যাটসম্যান ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs), দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার থাইমাল মিলসের পরিবর্তে দলে এসেছিলেন, গত বছর মাত্র ২ টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন স্টাবস, কিন্তু দুটি ম্যাচ মিলিয়ে মাত্র ২ রান ই বানাতে সক্ষম হয়েছিলেন তিনি, এমনকি এই বছর বিশ্বকাপে কেবলমাত্র ৩১ রান বানাতেই সক্ষম হয়েছিলেন। বর্তমানে তার ফর্ম একেবারেই ভালো নয়, মুম্বই ইন্ডিয়ান্স দল তাকে রিটেন করে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *