TOP 3: এই তিনজনকে রিটেন করে ভুল করলো মুম্বই ইন্ডিয়ান্স, গতবারের মতন পস্তাতে হতে পারে দলকে !! 1

আইপিএল ইতিহাসে সবথেকে সফল দল হলো মুম্বই ইন্ডিয়ান্স, ২০১৩ সালের পর থেকে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল রোহিত শর্মার কাঁধে, ঠিক তার পর থেকেই ভাগ্য ঘুরে যায় মুম্বইয়ের। ৮ বছরের মধ্যে ৫ টি ট্রফি নিজেদের দখলে নেয় মুম্বই, আইপিএল ইতিহাসে সফল দল মুম্বইতে ট্রফির দেখা নেই শেষ দুই বছর, ১ বছর অন্তর অন্তর ট্রফি জিততো মুম্বই কিন্তু গত দুই সিজিনে কোয়ালিফাই করতে পারলো না দল, গত সিজিনে তো একেবারে শেষেই শেষ করেছিল সিজন, দলে হয়েছে বহু পরিবর্তন, এবছর দল থেকে রিটেন করা হলো না কিরন পোলার্ডকে। দলকে নতুন রূপ দিতে নিজেদের স্কোয়াড একেবারেই প্রায় খালি করে দিয়েছে মুম্বই, তবে ধরে রাখা প্লেয়ারদের মধ্যে তিন জনকে মুম্বই রিটেন করে করেছে মস্ত বড় ভুল, জেনেনিন কে কে …

ঈশান কিষান

TOP 3: এই তিনজনকে রিটেন করে ভুল করলো মুম্বই ইন্ডিয়ান্স, গতবারের মতন পস্তাতে হতে পারে দলকে !! 2

এই তালিকায় শীর্ষস্থানে আছে গত বছর আইপিএলে সবথেকে বেশি দাম দিয়ে কেনা ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান কিষান (Ishan Kishan), তবে তার পারফরমেন্স তার টাকার সাথে যায় না।  ১৫ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ঈশান কিষানকে কিনেছিলো মুম্বই ইন্ডিয়ান্স । মুম্বাই ইন্ডিয়ান্স-এ আসার আগে তিনি গুজরাট লায়ন্সের হয়েও খেলেছেন, ২০২০ সালে থেকে ঈশান কিষান এবং সূর্য কুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্স দলের মিডিল অর্ডার সামলাতে, তবে গত বছর দক্ষিণ আফ্রিকান উইকেট রক্ষক কুইন্টন ডি কককে মুক্তি দেওয়ার পরেই তার জায়গায় ব্যাটিং করছেন ঈশান কিষান। আইপিএলের ময়দানে ঈশান কিষান ৭৫ ম্যাচে ২৯ গড়ে করেছেন ১৮৭০ রান , গতবছর ১৪ ম্যাচে ৩২ স্ট্রাইক রেটে ৪১৮ রান করেছেন। তবে তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১২০ যার কারণে দলের বাঁকি ব্যাটসম্যানদের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এবছর তাকে দলে সামিল করে আবার সমস্যার সম্মুখীন হতে পারে দল। ঈশানাকে আবার দলে নিয়ে চরম পস্তাতে পারে মুম্বই ইন্ডিয়ান্স দল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *